সুফিয়া কামাল ‘জাগো তবে অরণ্য কন্যারা’কবিতায় বলেছেন, অরণ্যের জাগরণেই ক্ষুধার্ত পৃথিবী নতুন জীবন পাবে, মানুষের অস্তিত্ব বিপন্নতার হাত থেকে রক্ষা পাবে এবং অন্ধকার কেটে যাবে। এই পোস্টে জাগো তবে অরণ্য কন্যারা MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
জাগো তবে অরণ্য কন্যারা mcq
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার রচয়িতা কে?
ক) সুফিয়া কামাল
খ) জসীমউদ্দীন
গ) সেলিনা হোসেন
ঘ) সুফিয়া ঘষ
উত্তর: ক) সুফিয়া কামাল
২. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক) উদাত্ত পৃথিবী
খ) সাঁঝের মেঘ
গ) একাত্তরের কবিতা
ঘ) দিগন্ত ছুঁই
উত্তর: ক) উদাত্ত পৃথিবী
৩. কবি কেন মৌসুমি ফুলের গান গাইতে পারছেন না?
ক) আনন্দ নেই বলে
খ) চারিদিকে হাহাকার শোনা যায় বলে
গ) বনভূমি নেই বলে
ঘ) মানুষ সুখে আছে বলে
উত্তর: খ) চারিদিকে হাহাকার শোনা যায় বলে
৪. কবিতায় ‘ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি’ কাদের বোঝানো হয়েছে?
ক) অরণ্যের পাখি
খ) নিঃস্ব মানুষ
গ) ফুল
ঘ) নদী
উত্তর: খ) নিঃস্ব মানুষ
৫. কবিতায় মাটি কার দিকে তাকায়?
ক) আকাশের পানে
খ) সমুদ্রের পানে
গ) অরণ্যের পানে
ঘ) কবির পানে
উত্তর: গ) অরণ্যের পানে
৬. ‘ক্ষরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়’— এখানে ‘ক্ষরিছে’ শব্দের অর্থ কী?
ক) প্রবাহিত হচ্ছে
খ) শুকিয়ে যাচ্ছে
গ) ঝরছে
ঘ) গাইছে
উত্তর: ক) প্রবাহিত হচ্ছে
৭. কবি অরণ্য কন্যাদের কাকে জাগাতে বলছেন?
ক) ফুলকে
খ) প্রকৃতিকে
গ) ধরা-প্রাণকে
ঘ) শিশুদের
উত্তর: গ) ধরা-প্রাণকে
৮. বৃক্ষের বক্ষে কী ধরনের আগুন আছে বলে কবি বলেছেন?
ক) প্রেমের জ্বালা
খ) বহ্নিজ্বালা
গ) শান্তির আলো
ঘ) দুঃখের দহন
উত্তর: খ) বহ্নিজ্বালা
৯. ‘লেলিহান শিখা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) শীতল ছায়া
খ) জ্বলন্ত আগুনের শিখা
গ) ফুলের গন্ধ
ঘ) সূর্যের আলো
উত্তর: খ) জ্বলন্ত আগুনের শিখা
১০. কবি অরণ্য কন্যাদের কী আনতে বলেছেন?
ক) অস্ত্র
খ) ফুল ও খাদ্য
গ) মাটি ও জল
ঘ) বই ও কলম
উত্তর: খ) ফুল ও খাদ্য
১১. কবি আত্মার আনন্দ কাদের জন্য আনতে বলেছেন?
ক) ক্ষুধার্তদের জন্য
খ) যাঁরা জেগে আছেন তাঁদের জন্য
গ) কৃষকদের জন্য
ঘ) শ্রমিকদের জন্য
উত্তর: খ) যাঁরা জেগে আছেন তাঁদের জন্য
১২. কবিতায় ‘মুমূর্ষু ধরা-প্রাণ’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) মৃত পৃথিবী
খ) রোগগ্রস্ত মানুষ
গ) মৃত্তিকা ও জীবনের দমবন্ধ অবস্থা
ঘ) কৃষক সমাজ
উত্তর: গ) মৃত্তিকা ও জীবনের দমবন্ধ অবস্থা
১৩. ‘মর্মরে মর্মরে ওঠে বাজি’— এখানে কীসের আওয়াজ বোঝানো হয়েছে?
ক) নদীর গর্জন
খ) বৃক্ষের ডালপালা দোলার শব্দ
গ) ঝড়ের শব্দ
ঘ) ঢোলের আওয়াজ
উত্তর: খ) বৃক্ষের ডালপালা দোলার শব্দ
১৪. কবি কোন উপমায় অরণ্য কন্যাদের ডাকছেন?
ক) সৈনিক
খ) বালা
গ) যোদ্ধা
ঘ) গায়ক
উত্তর: খ) বালা
১৫. কবি অরণ্য কন্যাদের হাতে কী ছড়াতে বলেছেন?
ক) ফুলের বীজ
খ) প্রভাত আলো
গ) অন্ধকার
ঘ) অস্ত্র
উত্তর: খ) প্রভাত আলো
১৬. কবিতায় ‘কঙ্কণে তুলিয়া ছন্দ তান’— কাদের জন্য বলা হয়েছে?
ক) কৃষক সমাজ
খ) অরণ্য কন্যারা
গ) কবিরা
ঘ) শ্রমিকরা
উত্তর: খ) অরণ্য কন্যারা
১৭. কবি ফুলের ফসলের সঙ্গে আর কী চেয়েছেন?
ক) আনন্দ
খ) খাদ্য
গ) আলো
ঘ) স্বাধীনতা
উত্তর: খ) খাদ্য
১৮. চারদিকে শুধু কী শোনা যায়?
ক) কান্না
খ) হাসি
গ) শব্দ
ঘ) হাহাকার
উত্তর: ঘ) হাহাকার
১৯. কবিতার শুরুতে কোন জিনিসটি আর কবির কণ্ঠে জাগে না?
ক) মৌসুমি ফুলের গান
খ) আনন্দের হাসি
গ) শান্তির সুর
ঘ) রাগের গান
উত্তর: ক) মৌসুমি ফুলের গান
২০. কবির মতে কার কণ্ঠে গান নেই?
ক) কবির নিজের কণ্ঠে
খ) কারও কণ্ঠে
গ) অরণ্য কন্যাদের কণ্ঠে
ঘ) ফুলের কণ্ঠে
উত্তর: খ) কারও কণ্ঠে
২১. কবি কাকে খাদ্য আনতে বলেছেন?
ক) কৃষককে
খ) কবিকে
গ) ক্ষুধার্ত মানুষকে
ঘ) শিশুকে
উত্তর: গ) ক্ষুধার্ত মানুষকে
২২. কবিতায় ‘অতন্দ্র নয়ন’ কার চোখ বোঝানো হয়েছে?
ক) কবির চোখ
খ) প্রকৃতির চোখ
গ) জাগ্রত মানুষের চোখ
ঘ) শিশুর চোখ
উত্তর: গ) জাগ্রত মানুষের চোখ
২৩. কবি প্রভাত আলোর সঙ্গে কী তুলনা করেছেন?
ক) মুক্তি
খ) খাদ্য
গ) ফুল
ঘ) নদীর জল
উত্তর: ক) মুক্তি
২৪. কবি অরণ্য কন্যাদের ডাকছেন কেন?
ক) তারা নাচুক বলে
খ) প্রকৃতিকে বাঁচাক বলে
গ) ক্ষুধার্তদের বাঁচাক বলে
ঘ) অরণ্য রক্ষা করুক বলে
উত্তর: গ) ক্ষুধার্তদের বাঁচাক বলে
২৫. কবিতায় বারবার ‘জাগো’ শব্দ ব্যবহার করা হয়েছে কেন?
ক) বিদ্রোহ জাগাতে
খ) ঘুম পাড়াতে
গ) গান গাইতে
ঘ) শান্তি আনার জন্য
উত্তর: ক) বিদ্রোহ জাগাতে
২৭. কবি কাকে জীবনদায়ী শক্তি হিসেবে দেখিয়েছেন?
ক) ফুল
খ) অরণ্যের গাছ
গ) আলোক
ঘ) নদী
উত্তর: খ) অরণ্যের গাছ
২৮. ‘প্রাণহীন সব মুখ স্নান’— এখানে কী চিত্র ফুটে উঠেছে?
ক) দুঃখ-দুর্দশার চিত্র
খ) আনন্দের চিত্র
গ) হাসির চিত্র
ঘ) যুদ্ধের চিত্র
উত্তর: ক) দুঃখ-দুর্দশার চিত্র
২৯. ফুলের কী নেই?
ক) সৌন্দর্য
খ) ফসল
গ) গন্ধ
ঘ) মালিক
উত্তর: খ) ফসল
৩০. মুখ কেমন হয়ে গেছে?
ক) প্রাণহীন
খ) সুখহীন
গ) সুখী
ঘ) আনন্দিত
উত্তর: ক) প্রাণহীন
৩১. অরণ্যের দিকে চেয়ে থাকে কে?
ক) মানুষ
খ) মাটি
গ) ফুল
ঘ) কবি
উত্তর: খ) মাটি
৩২. বৃক্ষের কোথায় বহ্নিজ্বালা?
ক) মাথায়
খ) দেহে
গ) জীবনে
ঘ) বুকে
উত্তর: ঘ) বুকে
৩৩. “ফুলের ফসল আনো, খাদ্য আনো ক্ষুধার্তের লাগি।” — এ আহ্বান কার?
ক) সব মানুষের
খ) সুফিয়া কামালের
গ) অরণ্য-প্রকৃতির
ঘ) সাধারণ মানুষের
উত্তর: খ) সুফিয়া কামালের
৩৪. কোথায় আনন্দ আনতে হবে?
ক) গাছে
খ) ইচ্ছায়
গ) আত্মায়
ঘ) জীবনে
উত্তর: গ) আত্মায়
৩৫. আত্মার আনন্দ কার জন্য আনতে হবে?
ক) কবির
খ) পৃথিবীর
গ) বৃক্ষের
ঘ) যারা জেগে রয়েছে তাদের
উত্তর: ঘ) যারা জেগে রয়েছে তাদের
৩৬. ফুলের ফসল নেই, নেই কারও কণ্ঠে আর—
ক) প্রাণ
খ) গান
গ) দুঃখ
ঘ) হতাশা
উত্তর: খ) গান
৩৭. মাটি কার পানে চেয়ে থাকে?
ক) অরণ্যের
খ) বাতাসের
গ) বৃষ্টির
ঘ) মানুষের
উত্তর: ক) অরণ্যের
৩৮. মাটি অরণ্যের পানে কী চায়?
ক) খাদ্য
খ) আলো
গ) শান্তি
ঘ) পল্লবের ছায়া
উত্তর: ঘ) পল্লবের ছায়া
৩৯.’জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কী প্রকাশ পেয়েছে?
ক) স্বদেশপ্রেম
খ) প্রকৃতিপ্রেম
গ) রোমান্টিকতা
ঘ) প্রতিবাদ
উত্তর: খ) প্রকৃতিপ্রেম
৪০. ‘ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) মানুষের আনন্দ
খ) মানুষের ভয় ও ক্ষুধা
গ) প্রকৃতির সৌন্দর্য
ঘ) ফুলের সম্ভার
উত্তর: খ) মানুষের ভয় ও ক্ষুধা
৪১. প্রকৃতিতে ফুল ও ফসলের সম্ভার কমে যাওয়ায় মানুষের কী হয়েছে?
ক) সুখ বেড়েছে
খ) অস্তিত্ব হুমকির মুখে পড়েছে
গ) শান্তি এসেছে
ঘ) ফসল নষ্ট হয়নি
উত্তর: খ) অস্তিত্ব হুমকির মুখে পড়েছে
৪২. ‘ম্লান’ শব্দের অর্থ কী?
ক) উজ্জ্বল
খ) মলিন
গ) সুন্দর
ঘ) দীপ্ত
উত্তর: খ) মলিন
৪৩. ‘ক্ষরিছে’ শব্দের অর্থ কী?
ক) শুকিয়ে যাচ্ছে
খ) ঝরছে
গ) চুয়ে চুয়ে পড়ছে
ঘ) প্রবাহিত হচ্ছে
উত্তর: গ) চুয়ে চুয়ে পড়ছে
৪৪. ‘পল্লব’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) গাছের শিকড়
খ) গাছের নতুন পাতা
গ) ফুল
ঘ) ফল
উত্তর: খ) গাছের নতুন পাতা
৪৫. ‘সেখানে ক্ষরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়’— এর অর্থ কী?
ক) বৃক্ষ শুকিয়ে যাচ্ছে
খ) বৃক্ষের ডালে নতুন পাতা গজাচ্ছে
গ) ফুল ঝরছে
ঘ) ফল পড়ে যাচ্ছে
উত্তর: খ) বৃক্ষের ডালে নতুন পাতা গজাচ্ছে
৪৬. ‘জাগো তবে অরণ্য কন্যারা’— কবি কার প্রতি আহ্বান জানিয়েছেন?
ক) কবিদের
খ) বৃক্ষ-কন্যাদের
গ) কৃষকদের
ঘ) নদীকে
উত্তর: খ) বৃক্ষ-কন্যাদের
৪৭. কবি বৃক্ষ-কন্যাদের কী করতে বলেছেন?
ক) ঘুমাতে
খ) প্রকৃতিকে সবুজে ভরিয়ে তুলতে
গ) গান গাইতে
ঘ) যুদ্ধ করতে
উত্তর: খ) প্রকৃতিকে সবুজে ভরিয়ে তুলতে
৪৮. বৃক্ষের বুকে আগুন কেন জ্বলছে?
ক) ঝড়ের কারণে
খ) বন উজাড়ের কারণে
গ) বৃষ্টির কারণে
ঘ) মানুষের ভালোবাসায়
উত্তর: খ) বন উজাড়ের কারণে
৪৯. ‘মেলি লেলিহান শিখা’— এর মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক) বৃক্ষের ডালপালা শুকিয়ে যাচ্ছে
খ) বৃক্ষ আগুনে পুড়ছে
গ) বৃক্ষের ডালে আগুন রঙা ফুল ফুটুক
ঘ) বৃক্ষ ধ্বংস হচ্ছে
উত্তর: গ) বৃক্ষের ডালে আগুন রঙা ফুল ফুটুক
৫০. ‘কঙ্কণ’ শব্দের অর্থ কী?
ক) গলার হার
খ) নারীর হাতের অলঙ্কার
গ) পায়ের নূপুর
ঘ) কানের দুল
উত্তর: খ) নারীর হাতের অলঙ্কার
৫১. ‘মুমূর্ষু’ শব্দের অর্থ কী?
ক) নির্ঘুম
খ) মৃতপ্রায়
গ) আনন্দময়
ঘ) দীপ্তিমান
উত্তর: খ) মৃতপ্রায়
৫২. ‘ধরা-প্রাণ’ বলতে কী বোঝায়?
ক) আকাশ
খ) পৃথিবীর জীবন
গ) নদী
ঘ) বৃক্ষ
উত্তর: খ) পৃথিবীর জীবন
৫৩. ‘অতন্দ্র নয়ন’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) ঘুমন্ত চোখ
খ) আনন্দময় চোখ
গ) তন্দ্রাহীন চোখ
ঘ) কাঁদছে এমন চোখ
উত্তর: গ) তন্দ্রাহীন চোখ
৫৪. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টি কার চোখে দেখা যায়?
ক) বৃক্ষদের
খ) পশুদের
গ) পাখিদের
ঘ) মানুষের
উত্তর: ঘ) মানুষের
৫৫. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক) সাঁঝের মায়া
খ) উদাত্ত পৃথিবী
গ) মোর যাদুদের সমাধি পরে
ঘ) মায়া কাজল
উত্তর: খ) উদাত্ত পৃথিবী
৫৬. সুফিয়া কামাল কবে জন্মগ্রহণ করেন?
ক) ১৯১২ সালের ২০ জুন
খ) ১৯১১ সালের ২০ জুন
গ) ১৯১১ সালের ২৫ ডিসেম্বর
ঘ) ১৯১০ সালের ২০ জুন
উত্তর: খ) ১৯১১ সালের ২০ জুন
৫৭. সুফিয়া কামালের জন্ম কোথায়?
ক) কুমিল্লা
খ) বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে
গ) কলকাতা
ঘ) ঢাকা
উত্তর: খ) বরিশাল জেলার শায়েস্তাবাদ গ্রামে
৫৮. সুফিয়া কামালের জন্ম হয়েছিল কার বাড়িতে?
ক) দাদার বাড়ি
খ) মামার বাড়ি
গ) শ্বশুরবাড়ি
ঘ) খালার বাড়ি
উত্তর: খ) মামার বাড়ি
৫৯. সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায় ছিল?
ক) বরিশাল
খ) কুমিল্লা
গ) ঢাকা
ঘ) খুলনা
উত্তর: খ) কুমিল্লা
৬০. সে আমলে মেয়েদের কোন সুযোগ ছিল না?
ক) খেলাধুলা
খ) লেখাপড়া
গ) সমাজসেবা
ঘ) চাকরি
উত্তর: খ) লেখাপড়া
৬১. সুফিয়া কামাল কীভাবে লেখাপড়া শিখেছিলেন?
ক) বিদ্যালয়ে ভর্তি হয়ে
খ) ব্যক্তিগত শিক্ষক রেখে
গ) নিজের চেষ্টায়
ঘ) বিদেশে গিয়ে
উত্তর: গ) নিজের চেষ্টায়
৬২. সুফিয়া কামাল ছোটবেলা থেকেই কী শুরু করেছিলেন?
ক) গান
খ) চিত্রাঙ্কন
গ) কবিতাচর্চা
ঘ) গল্প লেখা
উত্তর: গ) কবিতাচর্চা
৬৩. সুফিয়া কামাল কিছুদিন কোন কাজে যুক্ত ছিলেন?
ক) সমাজকর্মী হিসেবে
খ) বিদ্যালয়ে শিক্ষকতা
গ) সাংবাদিকতা
ঘ) আইনজীবী হিসেবে
উত্তর: খ) বিদ্যালয়ে শিক্ষকতা
৬৪. সুফিয়া কামালের কোন শহরের বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন?
ক) ঢাকা
খ) কলকাতা
গ) কুমিল্লা
ঘ) বরিশাল
উত্তর: খ) কলকাতা
৬৫. সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের একটি হলো—
ক) সাঁঝের মায়া
খ) পথের পাঁচালী
গ) দুর্গেশনন্দিনী
ঘ) তিতাস একটি নদীর নাম
উত্তর: ক) সাঁঝের মায়া
৬৬. ‘মোর যাদুদের সমাধি পরে’ কোন লেখকের কাব্যগ্রন্থ?
ক) কাজী নজরুল ইসলাম
খ) সুফিয়া কামাল
গ) সেলিনা হোসেন
ঘ) জীবনানন্দ দাশ
উত্তর: খ) সুফিয়া কামাল
৬৭. সুফিয়া কামালের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কী?
ক) আমার জীবন
খ) একাত্তরের ডাইরি
গ) জীবনের গল্প
ঘ) স্বাধীনতার কথা
উত্তর: খ) একাত্তরের ডাইরি
৬৮. শিশুদের জন্য সুফিয়া কামালের রচিত গ্রন্থ হলো—
ক) সোনার তরী
খ) ইতল বিতল
গ) সাঁঝের মায়া
ঘ) পথের দিশা
উত্তর: খ) ইতল বিতল
৬৯. ‘নওল কিশোরের দরবারে’ কোন শ্রেণির পাঠকের জন্য লেখা?
ক) গবেষক
খ) শিশু
গ) কবি
ঘ) শিক্ষক
উত্তর: খ) শিশু
৭০. সুফিয়া কামাল কোন কোন পুরস্কার পেয়েছিলেন?
ক) বাংলা একাডেমি পুরস্কার
খ) একুশে পদক
গ) স্বাধীনতা দিবস পুরস্কার
ঘ) উল্লিখিত সবগুলো
উত্তর: ঘ) উল্লিখিত সবগুলো
৭১. সুফিয়া কামাল কবে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৯৮ সালের ২০ নভেম্বর
খ) ১৯৯৯ সালের ২০ নভেম্বর
গ) ২০০০ সালের ২০ নভেম্বর
ঘ) ১৯৯৭ সালের ২০ নভেম্বর
উত্তর: খ) ১৯৯৯ সালের ২০ নভেম্বর
৭২. সুফিয়া কামাল কোথায় মৃত্যুবরণ করেন?
ক) কুমিল্লা
খ) কলকাতা
গ) ঢাকা
ঘ) বরিশাল
উত্তর: গ) ঢাকা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
৭৩. মানুষের দৃষ্টি ভয়ার্ত হয়েছে যে কারণে-
i. প্রকৃতিতে, ফুল-ফসল কমে যাওয়ায়
ii. বিদেশি অর্থসাহায্য বন্ধ হওয়ায়
iii. সবুজ প্রকৃতি বিলীন হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৭৪. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় কবি বৃক্ষ কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন-
i. প্রকৃতির বিরুদ্ধে প্রতিশোধ নিতে
ii. প্রকৃতিকে আবার শ্যামল-সবুজ করতে
iii. প্রকৃতিকে ফলে-ফুলে ভরিয়ে তুলতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
৭৫. ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা-
i. প্রকৃতি জগতের প্রতি সহানুভূতিশীল হবে
ii. প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আগ্রহী হবে
iii. প্রকৃতির ঐশ্বর্য রক্ষায় সচেতন হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৭৬. ‘অতন্দ্র’ শব্দের অর্থ হলো-
i. তন্দ্রাহীন
ii. ঘুমহীন
iii. ঘুমকাতুরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৭৭. ‘মুমূর্ষু’ মানে হলো-
i. মৃতপ্রায়
ii. মরণাপন্ন
iii. মৃত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii