বিভিন্ন ঋতুতে আমাদের চারপাশের পরিবেশের রূপ ও রং বদলে যায় । ছবির সেই নানান রং ও রঙের বৈচিত্র্যের কথাই লেখক হাশেম খান তাঁর ‘ছবির রং’ লেখাটিতে ফুটিয়ে তুলেছেন । এই পোস্টে ছবির রং MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
ছবির রং MCQ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১। কাগজে ছবি আঁকার জন্য লেখক কী কী ব্যবহার করার কথা বলেছেন?
ক) শুধুমাত্র পেন্সিল
খ) পেন্সিল ও কলম
গ) শুধু রঙ
ঘ) কালো ও সাদা রঙই যথেষ্ট
উত্তরঃ খ) পেন্সিল ও কলম
২। লেখকের মতে কোন রঙগুলো “আসল রং” বা মৌলিক রং?
ক) সবুজ, কমলা, বেগুনি
খ) লাল, হলুদ, নীল
গ) কালো, সাদা, গোলাপি
ঘ) সবুজ, কালো, নীল
উত্তরঃ খ) লাল, হলুদ, নীল
৩। কোন তিনটি রঙ মিশিয়ে বেগুনি রঙ পাওয়া যায়?
ক) হলুদ ও নীল
খ) নীল ও কমলা
গ) লাল ও হলুদ
ঘ) লাল ও নীল
উত্তরঃ ঘ) লাল ও নীল
৪। মাধ্যমিক রঙ কী ধরনের?
ক) মৌলিক রঙের আরেক নাম
খ) সম্পূর্ণ কৃত্রিম রং
গ) মৌলিক রঙ মিশিয়ে তৈরি রং
ঘ) শুধু কালো ও সাদা
উত্তরঃ গ) মৌলিক রঙ মিশিয়ে তৈরি রং
৫। লেখক কোন রঙগুলোকে মাধ্যমিক রঙ বলছে?
ক) কালো, সাদা, গোলাপি
খ) সবুজ, কমলা, বেগুনি
গ) লাল, নীল, হলুদ
ঘ) কমলা, গোলাপি, কালো
উত্তরঃ খ) সবুজ, কমলা, বেগুনি
৬। লেখকের মতে কালো ও সাদা রঙ কীভাবে পাওয়া যায়?
ক) মৌলিক রঙ থেকে মেশিয়ে
খ) সরাসরি প্রাকৃতিক রং
গ) শুধুমাত্র কারখানায় তৈরি
ঘ) কখনোই মেশিয়ে পাওয়া যায় না
উত্তরঃ ঘ) কখনোই মেশিয়ে পাওয়া যায় না
৭। লেখায় কবে তেতক্তোভাবে “কালোর কাছাকাছি” রঙ তৈরি সম্ভব?
ক) সবুজ ও নীল মেশালে
খ) সবুজ ও লাল মেশালে
গ) লাল ও নীল মেশালে
ঘ) হলুদ ও লাল মেশালে
উত্তরঃ খ) সবুজ ও লাল মেশালে
৮। রংধনুর সাতটি রঙ কী না অন্তর্ভুক্ত?
ক) গোলাপি
খ) কমলা
গ) সাদা
ঘ) বেগুনি
উত্তরঃ গ) সাদা
৯। লেখকের মতে বাংলাদেশের ঋতুগুলি মোট কয়টি?
ক) ৪
খ) ৫
গ) ৬
ঘ) ৭
উত্তরঃ গ) ৬
১০। গ্রীষ্মকাল কোন দুই মাসকে বোঝায়?
ক) বৈশাখ ও জ্যৈষ্ঠ
খ) আষাঢ় ও শ্রাবণ
গ) কার্তিক ও পৌষ
ঘ) ভাদ্র ও আশ্বিন
উত্তরঃ ক) বৈশাখ ও জ্যৈষ্ঠ
১১। গ্রীষ্মকালে কোন আবহাওয়া থাকে according to লেখক?
ক) ভিজে ভিজে বাতাস
খ) শুষ্ক ও গরম
গ) ঠান্ডা ও ধোঁয়াটে
ঘ) শান্ত ও শীতল
উত্তরঃ খ) শুষ্ক ও গরম
১২। গ্রীষ্মকালে ফলের রঙের মধ্যে কোনটি উল্লেখ আছে?
ক) বাদামী
খ) সবুজ
গ) বেগুনি
ঘ) কমলা
উত্তরঃ গ) বেগুনি
১৩। বর্ষাকালে কোন ফুল লাগে সবচেয়ে চমত্কার?
ক) কদম ফুল
খ) শাপলা ফুল
গ) কাশফুল
ঘ) পলাশ
উত্তরঃ ক) কদম ফুল
১৪। বর্ষাকালে কী কারণে প্রাকৃতিক দৃশ্য সবুজ হয়?
ক) সূর্যের তাপ বাড়ার কারণে
খ) প্রচণ্ড শীতে
গ) পানি পেয়ে সতেজ হওয়ার কারণে
ঘ) ধুলার কারণে
উত্তরঃ গ) পানি পেয়ে সতেজ হওয়ায়
১৫। শরৎকাল কোন মাসগুলোকে বোঝায়?
ক) বৈশাখ ও জ্যৈষ্ঠ
খ) ভাদ্র ও আশ্বিন
গ) কার্তিক ও অগ্রহায়ণ
ঘ) পৌষ ও মাঘ
উত্তরঃ খ) ভাদ্র ও আশ্বিন
১৬। শরৎকালে আকাশ কেমন থাকে?
ক) মেঘলা ও ধোঁয়াটে
খ) গাঢ় নীল ও স্বচ্ছ
গ) সবুজ
ঘ) কমলা ও গোলাপি
উত্তরঃ খ) গাঢ় নীল ও স্বচ্ছ
১৭। শরৎকালে কোন ফুল পুকুরে বেশি দেখা যায়?
ক) রজনীগন্ধা
খ) শাপলা
গ) বিশ্রম ফুল
ঘ) ক্ষিরু ফুল
উত্তরঃ খ) শাপলা
১৮। হেমন্ত ঋতু কোন মাসে শুরু হয়?
ক) শ্রাবণ
খ) ভাদ্র
গ) কার্তিক
ঘ) গ্রীষ্মে
উত্তরঃ গ) কার্তিক
১৯। হেমন্তে ধানক্ষেতের রঙ কী হয়?
ক) সবুজ
খ) হলুদ / গেরুয়া
গ) নীল
ঘ) কালো
উত্তরঃ খ) হলুদ / গেরুয়া
২০। শীতকালে কী ধরনের রং ব্যবহৃত হয় পোশাকে?
ক) উজ্জ্বল প্রাথমিক রং
খ) শান্ত সবুজ রং
গ) গরম ও বিচিত্র রঙ
ঘ) শুধুই কালো ও সাদা
উত্তরঃ গ) গরম ও বিচিত্র রঙ
২১। শীতে কোন ধরনের কুয়াশা প্রকৃতিতে প্রভাব ফেলে?
ক) সবুজাভ
খ) ধোঁয়াটে মায়াবী
গ) গাঢ় কালো
ঘ) উজ্জ্বল হলুদ
উত্তরঃ খ) ধোঁয়াটে মায়াবী
২২। অতিথি পাখিরা শীতকালে কোথায় আসে?
ক) শহরে
খ) পাহাড়ে
গ) খাল-বিলে
ঘ) মরুভূমিতে
উত্তরঃ গ) খাল-বিলে
২৩। বসন্ত ঋতু কখন শুরু হয়?
ক) মাঘ মাসে
খ) চৈত্র ও ফাল্গুন
গ) আষাঢ়ে
ঘ) সোমবরে
উত্তরঃ খ) চৈত্র ও ফাল্গুন
২৪। বসন্তে মানুষ কীভাবে উদযাপন করে?
ক) নীল ও কালো পোশাকে
খ) বাসন্তী ও উজ্জ্বল রঙে সাজে
গ) ছায়াময় পোশাক পড়ে
ঘ) শুধুমাত্র শীতল রঙে
উত্তরঃ খ) বাসন্তী ও উজ্জ্বল রঙে সাজে
২৫। লেখকের মতে বাংলাদেশের শিশুদের ছবি কেন আলাদা?
ক) তারা কম রঙ ব্যবহার করে
খ) সাহসী ও মৌলিক রং ব্যবহার করে
গ) সকল রঙ কালো করা হয়
ঘ) তারা শুধু পেন্সিল ব্যবহার করে
উত্তরঃ খ) সাহসী ও মৌলিক রং ব্যবহার করে
২৬। বাংলার শিল্পীরা কোন রঙগুলোকে ছবিতে ব্যবহার করেন?
ক) শুধুমাত্র মৌলিক রং
খ) সাদা, কালো ও সব রঙ
গ) শুধুমাত্র নীল ও লাল
ঘ) শুধুমাত্র সাদা ও কালো
উত্তরঃ খ) সাদা, কালো ও সব রঙ
২৭। লেখকের মতে কেন বাংলাদেশি শিল্পীরা প্রশংসিত?
ক) তারা কম রঙ ব্যবহার করে
খ) তারা সহজ ও সাহসী ছবি আঁকে
গ) গাঢ় শীতল রং ছবি করে
ঘ) তারা নিজে ছবি দেখে না
উত্তরঃ খ) তারা সহজ ও সাহসী ছবি আঁকে
২৮। লেখাটিতে রংধনুর সাত রঙের মধ্যে কোনটি উল্লেখ করা হয়নি?
ক) গোলাপি
খ) সবুজ
গ) কমলা
ঘ) ধূসর
উত্তরঃ ঘ) ধূসর
২৯। লেখকের মতে কত প্রকার রঙের ছবি শিশুরা আঁকে?
ক) অপ্রচলিত রঙ
খ) উজ্জ্বল ও সাহসী
গ) একরঙে
ঘ) ম্লান রঙে
উত্তরঃ খ) উজ্জ্বল ও সাহসী
৩০। মাধ্যমিক রং বলতে কী বোঝায়?
ক) মৌলিক রং নয়
খ) তিনটা রং থেকে মেশানো রং
গ) শুধুমাত্র কালো ও সাদা
ঘ) শুধুমাত্র গোলাপি ও কমলা
উত্তরঃ খ) তিনটা রং থেকে মেশানো রং
৩১। লেখকের মতে মৌলিক রং গুলোকে নিয়ে কী তৈরি করা যায়?
ক) শুধুই কালো বা সাদা
খ) বিভিন্ন রঙের ছবি
গ) শুধুমাত্র কমলা
ঘ) একরঙা ছবি
উত্তরঃ খ) বিভিন্ন রঙের ছবি
৩২। “কমলা রঙ” তৈরিতে কোন রঙ গুরুত্বপূর্ণ?
ক) নীল ও সবুজ
খ) লাল ও হলুদ
গ) নীল ও লাল
ঘ) সবুজ ও কালো
উত্তরঃ খ) লাল ও হলুদ
৩৩। লেখক বলছেন বাংলাদেশের ঋতু বিভাজন কত মাস প্রতি ঋতু?
ক) ১ মাস
খ) ২ মাস
গ) ৩ মাস
ঘ) ৪ মাস
উত্তরঃ খ) ২ মাস
৩৪। রংধনুর কোন রঙটি লেখায় “গোলাপি” উল্লেখ করা হয়েছে?
ক) দ্বিতীয় পর্যায়ের রং
খ) মৌলিক রং
গ) রংধনুর অংশ
ঘ) কালো রঙ্গের বিকল্প
উত্তরঃ গ) রংধনুর অংশ
৩৬। শীতকালে পোশাক বাঁধিতে কোন রঙ বেশি?
ক) সবুজ
খ) নীল
গ) লাল ও হলুদ ও কালো
ঘ) কমলা
উত্তরঃ গ) লাল ও হলুদ ও কালো
৩৭। শাপলা ফুল সাধারণত কোন ঋতুতে ফোটে?
ক) গ্রীষ্ম
খ) বর্ষাকাল
গ) শীতকাল
ঘ) বসন্ত
উত্তরঃ খ) বর্ষাকাল
৩৮। লেখায় উল্লেখিত “তাতিগন্ধা”, “পলাশ” কোন ঋতুর ফুল?
ক) শরৎ
খ) বর্ষা
গ) বসন্ত
ঘ) শীত
উত্তরঃ গ) বসন্ত
৩৯। লেখার শেষ অংশে লেখক কোন শিল্পীর কাজ বিশ্বে প্রশংসিত বলেছে?
ক) মেক্সিকান শিল্পী
খ) ভারতীয় শিল্পী
গ) বাংলাদেশি শিল্পী
ঘ) ইউরোপীয় শিল্পী
উত্তরঃ গ) বাংলাদেশি শিল্পী
৪০। “খুউব” শব্দটি কেন ব্যবহৃত হয়েছে?
ক) শব্দটি ভুল বানান
খ) শব্দটি গানের জন্য
গ) জোর দেওয়ার জন্য
ঘ) ছন্দ মেলাতে
উত্তরঃ গ) জোর দেওয়ার জন্য
৪১। “মৌলিক রং” বলতে কী বোঝায়?
ক) যেটি দুই বা ততোধিক রং মিশিয়ে তৈরি
খ) যার মধ্যে অন্য কোনো রঙের মিশ্রণ নেই
গ) শুধুমাত্র গাঢ় রং
ঘ) কালো ও সাদা রং
উত্তরঃ খ) যার মধ্যে অন্য কোনো রঙের মিশ্রণ নেই
৪২। “ষড়” শব্দের অর্থ কী?
ক) পাঁচ
খ) সাত
গ) ছয়
ঘ) আট
উত্তরঃ গ) ছয়
৪৩। “প্রচণ্ড” শব্দটি কোন অনুভূতির প্রকাশ?
ক) মৃদু ও শান্ত
খ) কঠোর ও কড়া
গ) ঠান্ডা ও কোমল
ঘ) ধৈর্য ও সহনশীলতা
উত্তরঃ খ) কঠোর ও কড়া
৪৪। “গেরুয়া” রং কিসের মতো?
ক) আকাশের মতো
খ) সোনালী রঙের মতো
গ) পাতার মতো
ঘ) মাটির মতো
উত্তরঃ ঘ) মাটির মতো
৪৫। “বাহার” শব্দের অর্থ কী?
ক) বাতাস
খ) পানির প্রবাহ
গ) শোভা ও সৌন্দর্য
ঘ) ঝড় ও বজ্রপাত
উত্তরঃ গ) শোভা ও সৌন্দর্য
৪৬। “সর্বত্র” শব্দটি কোনটি বোঝায়?
ক) নির্দিষ্ট একটি স্থান
খ) গ্রামের ভেতরে
গ) শহরের বাইরে
ঘ) সব জায়গায়
উত্তরঃ ঘ) সব জায়গায়
৪৭। শিল্পী হাশেম খান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) বরিশাল
খ) কুমিল্লা
গ) চাঁদপুর
ঘ) ঢাকা
উত্তরঃ গ) চাঁদপুর
৪৮। শিল্পী হাশেম খান কোন সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯৪৭
খ) ১৯৪১
গ) ১৯৫২
ঘ) ১৯৪৫
উত্তরঃ খ) ১৯৪১
৪৯। হাশেম খান চিত্রকলা বিষয়ে কোথায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন?
ক) শুধুমাত্র ইউরোপে
খ) শুধুমাত্র এশিয়ায়
গ) আফ্রিকা ও ইউরোপে
ঘ) এশিয়া ও ইউরোপে
উত্তরঃ ঘ) এশিয়া ও ইউরোপে
৫০। নিচের কোনটি হাশেম খানের লেখা বই নয়?
ক) ছবি আঁকা ছবি লেখা
খ) গুলিবিদ্ধ ৭১
গ) জয়নুল গল্প
ঘ) অপরাজেয় বাংলা
উত্তরঃ ঘ) অপরাজেয় বাংলা
৫১। হাশেম খান নিচের কোন প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা?
ক) জাতীয় জাদুঘর
খ) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর
গ) মুক্তিযুদ্ধ জাদুঘর
ঘ) বাংলাদেশ শিল্পকলা একাডেমি
উত্তরঃ খ) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
৫২। অগ্রহায়ণে মাঠে গেরুয়া বাহার দেখে বোঝা যায়-
i. আকাশে রংধনু উঠেছে
ii. মাঠে ধান পেকেছে
iii. মানুষের পোশাকে বৈচিত্র্য এসেছে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) ii
৫৩। বাংলাদেশের শিল্পীরা যে কারণে মুক্ত ও সাহসী-
i. এরা মৌলিক রং ঘেঁষা
ii. স্পষ্ট রঙের ব্যবহার
iii. ইচ্ছেমতো আঁকতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৫৪। শীতকালে পুরো প্রকৃতিই উৎসবে মেতে ওঠে-
i. অতিথি পাখির আগমনে
ii. মানুষের পোশাকের বৈচিত্র্যে
iii. রং-বেরঙের ফুলে ফুলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৫৫। বনজঙ্গল, মাঠঘাট, বাড়ি-আঙিনা সর্বত্রই ফুল ফোটা শুরু করলে বুঝতে হবে-
i. শীতকাল এসেছে
ii. বসন্তকাল এসেছে
iii. শরৎকাল এসেছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৫৬। বসন্ত ঋতুকে রঙের ঋতু বলা হয়েছে, কারণ-
i. নানা রঙের ফুল ফোটে
ii. ছোট-বড় ও রঙিন প্রজাপতি দেখা যায়
iii. মানুষের পোশাক ও সাজসজ্জায়ও রঙের প্রতিফলন ঘটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii