‘চিঠি বিলি’ ছড়াটি রোকনুজ্জামান খানের ‘হাট্ টিমা টিম’ বই থেকে নেওয়া শিশুদের জন্য মজার লেখা। এই পোস্টে চিঠি বিলি কবিতার মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি (MCQ)- ৬ষ্ঠ শ্রেণির বাংলা লিখে দিলাম।
Table of Contents
চিঠি বিলি কবিতার মূলভাব
চিঠি বিলি’ ছড়াটি রোকনুজ্জামান খানের ‘হাট্ টিমা টিম’ বই থেকে নেওয়া হয়েছে। চিঠি বিলি করার জন্য ছাতা মাথায় দিয়ে ব্যাঙ চলেছে। এদিকে বৃষ্টিও পড়ছে। চিংড়ি মাছ যেন খেয়া নৌকার মাঝি, সাচ্চা মাঝির মতো চোখ বুজে হাল ধরেছে। বিলের খলসে আজ চিঠি লিখছে, তারও চোখ যেন রোদে ঝলসে যাচ্ছে। নদীর ওপারে ব্যাঙ গিয়ে জানায় ভেটকি মাছের নাতনি বিদেশ গেছে- কাতলা সেই চিঠি লিখেছে। এবার সারাদেশে বৃষ্টি হবে বলে ছাতা কিনেছে। চিংড়ি মাঝির খেয়া নয়, কাতলার এবার ছাতাই ভরসা ।
চিঠি বিলি কবিতার মূলভাব, প্রশ্ন উত্তর
১। ‘চিঠি বিলি’ ছড়াটি লিখেছেন কে?
উত্তর : ‘চিঠি বিলি’ ছড়াটি লিখেছেন রোকনুজ্জামান খান।
২। ‘চিঠি বিলি’ ছড়াটির বইয়ের নাম কী?
উত্তর : ‘চিঠি বিলি’ ছড়াটির বইয়ের নাম ‘হাট্ টিমা টিম’।
৩। রোকনুজ্জামান খান কী নামে পরিচিত ছিলেন?
উত্তর : রোকনুজ্জামান খান দাদাভাই নামে পরিচিত ছিলেন।
৪। তিনি শিশু-কিশোরদের জন্য কী করেন?
উত্তর : তিনি শিশু-কিশোরদের জন্য ‘কচিকাঁচার আসর’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।
৫। তিনি কত সালে ‘কচিকাঁচার আসর’ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন?
উত্তর : তিনি ১৯৫৬ সালে ‘কচিকাঁচার আসর’ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
৬। কে ছাতা মাথায় দিয়ে চলছে?
উত্তর : ব্যাপ্ত ছাতা মাথায় দিয়ে চলছে।
৭। ব্যাপ্ত ছাতা মাথায় দিয়ে কী করতে যাচ্ছে?
উত্তর : ব্যাপ্ত ছাতা মাথায় দিয়ে চিঠি বিলি করতে যাচ্ছে।
৮। বৃষ্টি পড়ার শব্দ কেমন?
উত্তর : বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে—টাপুস টুপুস।
৯। দেয়া অর্থ কী?
উত্তর : দেয়া অর্থ বৃষ্টি বা মেঘ।
১০। ব্যাঙ টাপুস টুপুস বৃষ্টির ভেতর কী ধরতে ছুটে যাচ্ছে?
উত্তর : ব্যাঙ টাপুস টুপুস বৃষ্টির ভেতর খেয়া ধরতে ছুটে যাচ্ছে।
১১। খেয়া নৌকার মাঝি কে?
উত্তর : খেয়া নৌকার মাঝি হচ্ছে চিংড়ি মাছের বাচ্চা।
১২। চিংড়ি মাছের বাচ্চা কী কাজ করে?
উত্তর : চিংড়ি মাছের বাচ্চা দুচোখ বুজে নৌকার হাল ধরে।
১৩। চিংড়ি মাছের বাচ্চার জন্য কী এসেছে?
উত্তর : চিংড়ি মাছের বাচ্চার জন্য চিঠি এসেছে।
১৪। চিংড়ি মাছের বাচ্চার কাছে কে চিঠি লিখেছে?
উত্তর : চিংড়ি মাছের বাচ্চার কাছে বিলের খলসে মাছ চিঠি লিখেছে।
১৫। খলসে মাছ কী বিষয় চিঠি লিখেছে?
উত্তর : সাঁঝের বেলার রোদে খলসে মাছের চোখ ঝলসে গেছে। এই বিষয়টি নিয়ে চিংড়ি মাছের বাচ্চার কাছে চিঠি লিখেছে।
১৬। ব্যাঙ কোথায় গিয়েছিল?
উত্তর : ব্যাঙ নদীর ওপারে গিয়েছিল।
১৭। ভেটকি মাছের নাতনি কোথায় গেছে?
উত্তর : ভেটকি মাছের নাতনি দেশের বাইরে গেছে।
১৮। ব্যাঙ নদীর ওপারে গিয়ে সবাইকে কী বলল?
উত্তর : ব্যাঙ নদীর ওপারে গিয়ে সবাইকে জানালো যে, ভেটকি মাছের নাতনি দেশের বাইরে চলে গেছে।
১৯। ভেটকি মাছ যে দেশের বাইরে গিয়েছে তা জানানোর জন্য কে চিঠি লিখছে?
উত্তর : ভেটকি মাছ যে দেশের বাইরে গিয়েছে তা জানানোর জন্য বিলের কাতলা মাছ চিঠি লিখছে।
২০। এবার সারা দেশ জুড়ে কী ঘটবে?
উত্তর : এবার সারা দেশ জুড়ে বাদলা নামবে।
২১। কে ছাতা কিনেছে?
উত্তর : ব্যাপ্ত ছাতা কিনেছে।
২২। ব্যাপ্ত কী জন্য ছাতা কিনেছে?
উত্তর : ব্যাপ্ত বর্ষা থেকে রক্ষার জন্য ছাতা কিনেছে।
২৩। খেয়া নৌকার মাঝি কে?
উত্তর : খেয়া নৌকার মাঝি হচ্ছে চিংড়ি।
২৪। ব্যাঙের শেষ ভরসা কী?
উত্তর : ব্যাঙের শেষ ভরসা হচ্ছে চিংড়ি মাঝির নৌকা এবং তার কেনা ছাতা।
২৫। ‘খেয়া না’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘খেয়া না’ শব্দের অর্থ হচ্ছে—খেয়া নৌকা।
২৬। কোনো খবর জানিয়ে লেখা কাগজকে কী বলে?
উত্তর : কোনো খবর জানিয়ে লেখা কাগজকে চিঠি বলে।
২৭। ‘ঝলসানো’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ঝলসানো’ শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল আলোয় চোখ ধাঁধানো।
২৮। ‘বাদলা’ কাকে বলে?
উত্তর : একনাগাড়ে বৃষ্টি হওয়াকে বাদলা বলে।
২৯। ‘সাঁঝ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘সাঁঝ’ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা।
৩০। ‘চিঠি বিলি’ ছড়াটিতে কী কী মাছের নাম আছে?
উত্তর : ‘চিঠি বিলি’ ছড়াটিতে চিংড়ি, খলসে, ভেটকি, কাতলা মাছের নাম আছে।
চিঠি বিলি কবিতার বহুনির্বাচনি (MCQ)
১. সব অঞ্চলের মানুষের বোধগম্য ভাষাকে কী ভাষা বলে?
(ক) সাধু ভাষা
(খ) প্রমিত ভাষা ✔
(গ) চলিত ভাষা
(ঘ) আঞ্চলিক ভাষা
২. কোন রূপের কারণে একেক অঞ্চলের মানুষ একেক রকমের ভাষায় কথা বলে?
(ক) সাধু রূপ
(খ) চলিত রূপ
(গ) প্রমিত রূপ
(ঘ) আঞ্চলিক রূপ ✔
৩. অঞ্চলভেদে অনেক শব্দের কী হয়?
(ক) বদল ✔
(খ) সংকোচন
(গ) প্রসারণ
(ঘ) বিবর্তন
৪. ‘চিঠি বিলি’ ছড়াটি কার লেখা?
(ক) সুকুমার রায়
(খ) জসীমউদ্দীন
(গ) রোকনুজ্জামান খান ✔
(ঘ) সুফিয়া কামাল
৫. ‘হাট্ টিমা টিম’ নামে বইটি কে লিখেছেন?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) শামসুর রাহমান
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) রোকনুজ্জামান খান ✔
৬. রোকনুজ্জামান খান শিশু-কিশোরদের জন্য ‘কচিকাঁচার মেলা’ সংগঠনটি প্রতিষ্ঠা করেন—
(ক) ১৯২০ সালে
(খ) ১৯৫৬ সালে ✔
(গ) ১৯৪৫ সালে
(ঘ) ১৯৭০ সালে
৭. ‘দাদাভাই’ নামে পরিচিত কোন ছড়াকার?
(ক) শামসুর রাহমান
(খ) সুকুমার রায়
(গ) রোকনুজ্জামান খান ✔
(ঘ) জসীমউদদীন
৮. কে চিঠি বিলি করতে যাচ্ছে?
(ক) ব্যাঙ ✔
(খ) চিংড়ি
(গ) কাতলা
(ঘ) খলসে
৯. ব্যাঙ কী মাথায় দিয়ে চিঠি বিলি করতে যাচ্ছে?
(ক) টুপি
(খ) পাগড়ি
(গ) ছাতা ✔
(ঘ) চাদর
১০. খেয়া নৌকার মাঝি কে?
(ক) ব্যাঙ
(খ) চিংড়ি মাছের বাচ্চা ✔
(গ) খলসে
(ঘ) চিংড়ি
১১. খেয়া নৌকার হাল ধরে আছে কে?
(ক) খেয়া
(খ) ব্যাঙ
(গ) চিংড়ি ✔
(ঘ) বৃষ্টি
১২. ব্যাঙ ছাতা মাথায় দিয়ে কী ধরতে ছুটছে?
(ক) মাছ
(খ) চিংড়ি ✔
(গ) পতঙ্গ
(ঘ) জল
১৩. ‘দেয়া’ শব্দের অর্থ কী?
(ক) টুপি
(খ) পাগড়ি
(গ) বৃষ্টি ✔
(ঘ) চাদর
১৪. সাঁঝের বেলার রোদে কার চোখ ঝলসে গেছে?
(ক) ব্যাঙের
(খ) চিংড়ির
(গ) খলসের
(ঘ) কাতলার ✔
১৫. কে চিঠি লিখেছে?
(ক) ব্যাঙ
(খ) কাতলা
(গ) চিংড়ি
(ঘ) খলসে ✔
১৬. ব্যাঙ কোথায় গিয়েছিল?
(ক) বিলের ধারে
(খ) নদীর ওপারে ✔
(গ) খালের ধারে
(ঘ) চিংড়ির পাড়ে
১৭. কে দেশের বাইরে চলে গেছে?
(ক) চিংড়ি মাছের বাচ্চা
(খ) ব্যাঙের বাচ্চা
(গ) কাতলা মাছের বাচ্চা
(ঘ) ভেটকি মাছের নাতনি ✔
১৮. ভেটকি মাছের নাতনির দেশের বাইরে যাওয়ার খবরটি কে দিয়েছে?
(ক) ব্যাঙ ✔
(খ) ভেটকি মাছ
(গ) ভেটকি
(ঘ) নাতনির চিঠি
১৯. কার চিঠি এসেছে?
(ক) চিংড়ির
(খ) ভেটকির
(গ) নাতনির ✔
(ঘ) কাতলার
২০. এবার সারা দেশ জুড়ে কী হবে?
(ক) ঝড়
(খ) বন্যা
(গ) বাদল ✔
(ঘ) রোদ
২১. ছাতা কিনেছে কে?
(ক) ব্যাঙ ✔
(খ) চিংড়ি
(গ) বাদল
(ঘ) ভেটকি
২২. বর্ষার আগমনের জন্য প্রস্তুতি নিয়েছে কে?
(ক) ব্যাঙ ✔
(খ) চিংড়ি
(গ) কাতলা
(ঘ) ভেটকি
২৩. ব্যাঙের শেষ ভরসা কী?
(ক) ছাতা
(খ) খেয়া
(গ) ছাতা ও খেয়া ✔
(ঘ) বাদল
২৪. কে চিঠি বিলি করে বেড়ায়?
(ক) ব্যাঙ ✔
(খ) খলসে
(গ) কাতলা
(ঘ) ভেটকির নাতনি
২৫. ব্যাঙ কার খেয়া নৌকা দিয়ে নদী পার হয়েছিল?
(ক) ভেটকি মাছের নাতনির
(খ) চিংড়ি মাছের ছেলের ✔
(গ) কাতলার
(ঘ) খলসে মাছের ছেলের
২৬. ‘সাচ্চা’ শব্দের অর্থ কী?
(ক) খুব সাদা
(খ) সত্য ✔
(গ) স্বচ্ছ
(ঘ) সাদা