রোকনুজ্জামান খানের ‘চিঠি বিলি’ যেন এক রঙিন কল্পনার জগৎ—যেখানে ব্যাঙ ডাকপিয়নের ভূমিকায়, চিংড়ি মাঝি হয়ে নৌকা চালাচ্ছে, আর মাছেরা চিঠি লিখছে বিলের জলে। এই পোস্টে চিঠি বিলি কবিতার প্রশ্ন উত্তর (জ্ঞানমূলক) লিখে দিলাম।
চিঠি বিলি কবিতার প্রশ্ন
১। কোন প্রাণী চিঠি বিলি করতে বের হয়েছে?
উত্তরঃ ব্যাঙ।
২। ব্যাঙ কী মাথায় দিয়েছে?
উত্তরঃ ছাতা।
৩। কাতলা কী?
উত্তরঃ কাতলা একটি মাছের নাম।
৪। ব্যাঙ কোথায় যেতে চায়?
উত্তরঃ খেয়া ধরতে।
৫। খেয়ানায়ের মাঝি কে?
উত্তরঃ চিংড়ি মাছের বাচ্চা।
৬। মাঝি কীভাবে হাল ধরে?
উত্তরঃ চোখ বুজে।
৭। চিংড়ি মাঝি কেমন মাঝি?
উত্তরঃ জবর মাঝি, সাচ্চা মাঝি।
৮। কাকে চিঠি লিখেছে বিলের খলসে?
উত্তরঃ চিংড়ি মাঝিকে।
৯। চিংড়ি মাঝির কী হয়েছে?
উত্তরঃ সাঁঝের রোদের আলোতে চোখ ঝলসে গেছে।
১০। ব্যাঙ নদীর ওপারে গিয়ে কাকে জিজ্ঞেস করল?
উত্তরঃ সবাইকে।
১১। ব্যাঙ কী জানতে চেয়েছিল?
উত্তরঃ ভেটকি মাছের নাতনি দেশের বাইরে গেছে কি না।
১২। ভেটকি মাছের নাতনির কী হয়েছে?
উত্তরঃ সে দেশের বাইরে গেছে।
১৩। কাকে চিঠি লিখেছে বিলের কাতলা?
উত্তরঃ ব্যাঙকে।
১৪। বিলের কাতলা কী খবর দিল?
উত্তরঃ এবার সারা দেশে দুর্দান্ত বৃষ্টি হবে।
১৫। কেন বৃষ্টি নামবে?
উত্তরঃ বর্ষাকাল আসছে বলে।
১৬। ব্যাঙ কী কেনার সিদ্ধান্ত নিল?
উত্তরঃ ছাতা।
১৭। ব্যাঙ কেন ছাতা কিনল?
উত্তরঃ বর্ষার জন্য প্রস্তুতি নিতে।
১৮। ব্যাঙের আসল ভরসা কী?
উত্তরঃ ছাতা।
১৯। খেয়ানায়ের মাঝির নাম কী?
উত্তরঃ চিংড়ি মাছের বাচ্চা।
২০। খলসে কী?
উত্তরঃ খলসে একটি মাছের নাম।
২১। ভেটকি মাছের নাতনি কোথায় গেছে?
উত্তরঃ দেশের বাইরে।
২২। কবিতার প্রধান চরিত্র কে?
উত্তরঃ ব্যাঙ।
২৩। ব্যাঙ কী কাজ করছিল?
উত্তরঃ চিঠি বিলি করছিল।
২৪। চিঠিগুলো কে লিখেছিল?
উত্তরঃ বিলের খলসে ও কাতলা।
২৫। খেয়া কী?
উত্তরঃ খেয়া হলো নদী পার হওয়ার নৌকা।
২৬। চিঠি বিলি কবিতাটি কোন ধরনের?
উত্তরঃ শিশুতোষ কবিতা।
২৭। ব্যাঙ চিঠি বিলির পাশাপাশি কী করছিল?
উত্তরঃ বর্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
২৮। ‘সাচ্চা’ শব্দের অর্থ কী?
উত্তরঃ সাচ্চা অর্থ সত্য।
২৯। ব্যাঙ কেন ছাতা মাথায় দিয়ে বের হয়েছিল?
উত্তরঃ বর্ষার প্রস্তুতি নিতে।
৩০। ব্যাঙের শেষ সিদ্ধান্ত কী ছিল?
উত্তরঃ খেয়া মাঝির ওপর না ভরসা করে ছাতার ওপর ভরসা করা।
৩১। খেয়া নায়ের মাঝি কাকে বলে?
উত্তরঃ খেয়া নৌকা চালানো মাঝিকে খেয়া নায়ের মাঝি বলে।
৩২। চিঠি কী?
উত্তরঃ চিঠি হলো পত্র বা খবর জানিয়ে কাউকে লেখা বার্তা।
৩৩। ‘চিঠি বিলি করা’ বলতে কী বোঝায়?
উত্তরঃ চিঠি বিলি করা অর্থ চিঠি পৌঁছে দেওয়া।
৩৪। ‘ঝলসানো’ শব্দের অর্থ কী?
উত্তরঃ ঝলসানো অর্থ উজ্জ্বল আলোয় চোখ ধাঁধানো।
৩৫। ‘টাপুস টুপুস’ কিসের শব্দ?
উত্তরঃ এটি বৃষ্টি পড়ার শব্দের অনুকরণ।
৩৬। বাদলা কী?
উত্তরঃ বাদলা হলো একনাগাড়ে বৃষ্টি।
৩৭। চিঠি বিলি ছড়াটি কোন বই থেকে সংকলন করা হয়েছে?
উত্তরঃ রোকনুজ্জামান খানের ‘হাট্ টিমা টিম’ বই থেকে ছড়াটি সংকলন করা হয়েছে।
৩৮। রোকনুজ্জামান খান কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ রাজবাড়ি জেলার পাংশায়।
৩৯। রোকনুজ্জামান খান কোন বছর জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৯২৫ সালে।
৪০। রোকনুজ্জামান খান কী পেশার সঙ্গে যুক্ত ছিলেন?
উত্তরঃ তিনি সাংবাদিকতা করতেন।
৪১। রোকনুজ্জামান খান কোন ছদ্মনামে পরিচিত ছিলেন?
উত্তরঃ দাদাভাই।
৪২। রোকনুজ্জামান খান কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তরঃ ‘কচি ও কাঁচা’।
৪৩। শিশু-কিশোরদের জন্য রোকনুজ্জামান খান কোন সংগঠন প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ ‘কচি-কাঁচার মেলা’।
৪৪। ‘কচি-কাঁচার মেলা’ কী ধরনের সংগঠন?
উত্তরঃ এটি শিশু-কিশোর সংগঠন।
৪৪। ‘হাট্ টিমা টিম’ কোন বছর প্রকাশিত হয়?
উত্তরঃ ১৯৬২ সালে।
৪৫। রোকনুজ্জামান খান কখন মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৯৯৯ সালে।
Related Posts
- ইসলাম শিক্ষা ৮ম শ্রেণি ২য় অধ্যায় -ইবাদাত (সব ছকের সমাধান)
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সিলেবাস ২০২৪ PDF সহ সকল বিষয়
- জোঁক গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৮ম শ্রেণির বাংলা
- জহির রায়হানের সময়ের প্রয়োজনে গল্পের মূলভাব – ৮ম শ্রেণির বাংলা
- জীবন ও জীবিকা ৭ম শ্রেণি ৪র্থ অধ্যায় (আর্থিক ভাবনা সব ছক সমাধান)