বাগধারা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি অংশ । বাগধারা হল একধরনের গভীর ভাব ও শব্দ । সাধারন অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বাগধারা বলে । বাগধারা ব্যাকরণের রূপতত্ত্ব অংশে আলোচিত হয় ।
বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ বাগধারা
স্বরবর্ণের বাগধারার তালিকা
Table of Contents
অ
অরণ্যে রোদন | নিষ্ফল আবেদন |
অকটবিকট | ছটফটানি |
অকালে বাদলা | অপ্রত্যাশিত বাধা |
অশ্বমেধ যজ্ঞ | বিপুল আয়োজন |
অন্ধকারে ঢিল মারা | আন্দাজে কাজ করা |
অকাল কুষ্মাণ্ড | অপদার্থ |
অকাল বোধন | অসময়ে আবির্ভাব |
অকূল পাথার | ভীষণ বিপদ |
অক্কা পাওয়া | মারা যাওয়া |
গভীর জলের মাছ | সুৃচতুর ব্যক্তি |
অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
অনধিকার চর্চা | সীমার বাইরে পদক্ষেপ |
অষ্টরম্ভা | ফাঁকি |
অথই জলে পড়া | দিশেহারা হয়ে যাওয়া |
অলক্ষ্মীর দশা | দারিদ্র |
অথৈ জল | ভীষণ বিপদ |
অক্ষরে অক্ষরে | সম্পূর্ণভাবে |
অর্ধচন্দ্র | গলাধাক্কা |
অনুরোধে ঢেঁকি গেলা | অনিচ্ছা সত্ত্বেও কিছু করা |
অমাবস্যার চাঁদ | দুর্লভ বস্তু |
অথৈ জলে পড়া | দিশেহারা হওয়া |
অগস্ত্য যাত্রা | চিরদিনের জন্য প্রস্থান |
অন্তর টিপুনি | গোপন ব্যথা |
অগোত্তা মধুসূদন | অনন্যেপায় হয়ে |
অগ্নিশর্মা | ক্ষিপ্ত |
অগ্নিপরীক্ষা | কঠিন পরীক্ষা |
অজগর বৃত্তি | আলসেমি |
অদৃষ্টের পরিহাস | ভাগ্যের খেলা |
অন্ন ধ্বংস করা | বসে বসে আহার্য নিঃশেষ করা |
অন্ধের যষ্টি | একমাত্র অবলম্বন |
অন্ধিসন্ধি | ফাঁকফকোর |
অঞ্চল প্রভাব | স্ত্রীর প্রভাব |
অস্থির পঞ্চক | কিংকর্তব্যবিমূঢ় |
অহি নকুল সম্বন্ধ | শত্রুতা |
আ
আঙ্গুল ফুলে কলাগাছ | হঠাৎ বড়লোক হওয়া |
আমড়াগাছি করা | তোষামোদ করা |
আগড়ম-বাগড়ম | অর্থহীন কথা |
আলালের ঘরে দুলাল | অতি আদরে নষ্ট পুত্র |
আষাঢ়ে গল্প | আজগুবি গল্প |
আগুন নিয়ে খেলা | বিপজ্জনক ঘটনার আশঙ্কা তৈরি করা |
আক্কেল গুড়ুম | হতবুদ্ধি |
আক্কেল সেলামি | নির্বুদ্ধিতার দণ্ড |
আঠার আনা | বাড়াবাড়ি |
আক্কেল দাঁত ওঠা | পাকা বুদ্ধি |
আগুনে ঘি ঢালা | রাগ বাড়ানো |
আমতা আমতা করা | ইতস্তত করা |
আকাশ থেকে পড়া | অপ্রত্যাশিত |
আকাশ ভেঙে পড়া | হঠাৎ বিপদ হওয়া |
আকাশ পাতাল | প্রচুর ব্যবধান |
আঠারো মাসে বছর | দীর্ঘসূত্রিতা |
আউলিয়ার চাঁদ | যে অল্পেই আকুল হয় |
আকাশের চাঁদ | দুর্লভ বস্তু |
আকাশে তোলা | অতিরিক্ত প্রশংসা করা |
আচাভুয়ার বোম্বাচাক | অসম্ভব ব্যাপার |
আদার ব্যাপারী | সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি |
আদা জল খেয়ে লাগা | প্রাণপণ চেষ্টা করা |
আদায় কাঁচকলায় | শত্রুতা |
ই-ঈ
ইঁচড়ে পাকা | অকালপক্ব |
ইলশে গুঁড়ি | গুঁড়ি গুঁড়ি বৃষ্টি |
ইয়ার বকশি | প্রিয় বন্ধু |
ইদুর কপালে | নিতান্ত মন্দ ভাগ্য |
ইতর বিশেষ | পার্থক্য |
ঈদের চাঁদ | অতি আকাঙ্ক্ষিত বস্তু |
উ-ঊ
উজানের কৈ | সহজলভ্য |
উড়ো চিঠি | বেনামি পত্র |
উনপাঁজরে | হতভাগ্য |
ঊনপঞ্চান বায়ু | পাগলামী |
ঊনকোটি চৌষট্টি | প্রায় সম্পূর্ণ |
উঠান সমুদ্র | সংকীর্ণমনা |
উনপাঁজরে | হতভাগ্য |
উড়নচণ্ডী | অমিতব্যয়ী |
উলুখাগড়া | গুরুত্বহীন লোক |
উড়ে এসে জুড়ে বসা | অনধিকার চর্চা |
উনিশ বিশ | সামান্য পার্থক্য |
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে | একের অপরাধে অপরকে দায়ী করা |
উত্তম মধ্যম | প্রহার |
উড়ো কথা | গুজব |
উঠে পড়ে লাগা | বিশেষভাবে চেষ্টা করা |
এ-ও
এক মাঘে শীত যায় না | বিপদ একবারই আসে না |
এক ঢিলে দু’পাখি মারা | এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন করা |
এক ক্ষুরে মাথা মুড়ানো | একই স্বভাবের |
এক কথার মানুষ | দৃঢ় সংকল্প ব্যক্তি |
একাদশে বৃহস্পতি | সৌভাগ্যের বিষয় |
এলাহি কাণ্ড | বিরাট আয়োজন |
এলোপাতাড়ি | বিশৃঙ্খলা |
এক গোয়ালের গরু | একই শ্রেণিভুক্ত |
এসপার ওসপার | মীমাংসা |
এক চোখা | পক্ষপাতিত্ব |
এক হাত লওয়া | প্রতিশোধ নেয়া |
এলেবেলে | নিকৃষ্ট |
এক বনে দুই বাঘ | প্রবল প্রতিদ্বন্দ্বী |
ওজন বুঝে চলা | আত্মসম্মান রক্ষা করা |
ওৎ পাতা | সুযোগের প্রতীক্ষায় থাকা |
এক ডাকের পথ | কাছাকাছি |
ওষুধ পড়া | প্রভাব পড়া |
ঔষধ ধরা | সক্রিয় হওয়া |
ঔষধ করা | বশ করা |
ব্যঞ্জনবর্ণের বাগধারার তালিকা
ক
কানাকড়ি | সামান্য |
কোণ ঠাসা করা | জব্দ করা |
কলমের এক খোঁচা | লিখিত আদেশ |
কলির সন্ধ্যা | দুর্দিনের সূত্রপাত হাওয়া |
কেঁচেগণ্ডুষ | নতুন করে আরম্ভ করা |
কপাল ফেরা | সৌভাগ্য লাভ |
কপাল ফাঁটা | অদৃষ্ট মন্দ হওয়া |
কূপমণ্ডুক বা ঘরকুনো | সংকীর্ণ মনা ব্যক্তি |
কাষ্ঠ হাসি | শুকনো হাসি |
কইয়ের তেল দিয়ে কই ভাজা | অন্যের উপর দিয়ে স্বার্থোদ্ধার করা |
কেউকেটা | সামান্য |
কাক ভূশণ্ডি | দীর্ঘজীবী বা দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি |
কান ভারী করা | কুপরামর্শ দেওয়া |
কংস মামা | নির্মম আত্মীয় |
কলা দেখানো | ফাঁকি দেওয়া |
কিলিয়ে কাঁঠাল পাকানো | জোর করে কাজের উপযোগী করা |
কাপড়ে বাবু | ভন্ড |
কথার কথা | গুরুত্বহীন কথা |
কানে তোলা | কোনো কথা উত্থাপন করা |
কানে তুলো দেয়া | ভ্রুক্ষেপ না করা |
কান পাতলা | যে সহজেই বিশ্বাস করে |
কানকাটা | নির্লজ্জ |
কানে খাটো | যে কম শুনতে পায় |
কাক নিদ্রা | অগভীর সতর্ক নিদ্রা |
কাগুজে মেঘ | মিথ্যা জুজু |
কাঁচা পয়সা | নগদ উপার্জন |
কাঁচা ধানে মই দেয়া | তৈরি জিনিস নষ্ট করা |
কাঁচা বাঁশে ঘুণ ধরা | অল্প বয়সে বিগড়ানো |
কেঁচো খুঁড়তে সাপ | সামান্য থেকে অসামান্য পরিস্থিতি |
কুনো ব্যাঙ | সীমিত জ্ঞান |
কচ্ছপের কামড় | নাছোরবান্দা |
কানে লাগা | শ্রুতি কটু ঠেকা |
কেবলা হাকিম | অনভিজ্ঞ |
কাঁটা ঘায়ে নুনের ছিটা | ব্যাথার উপর ব্যথা দেওয়া |
করাতের দাঁত | উভয় সংকট |
কিল খেয়ে কিল চুরি | অপমান সয়ে চুপ থাকা |
কালে ভদ্রে | কদাচিৎ |
কপালের লিখন | বিধাতার ইচ্ছা |
কলকাঠি নাড়া | গোপনে প্ররোচনা দেওয়া |
কাঁটার জ্বালা | অসহ্য দুঃখ |
কাঁটা দিয়ে কাঁটা তোলা | শত্রু দ্বারা শত্রু বিনাশ |
কল্কে পাওয়া | পাত্তা পাওয়া |
কাঁঠালের আমসত্ত্ব | অসম্ভব বস্তু |
কাঠের পুতুল | অসার বস্তু |
কৈ মাছের প্রাণ | যা সহজে মরেনা |
কেতা দুরস্ত | পরিপাটি |
কুম্ভকর্ণের ঘুম | দীর্ঘদিনের আলস্য |
কুরুক্ষেত্রের কান্ড | তুলকালাম |
কাঁচা ঢিলা | অসাবধান |
কপাল পোড়া | হতভাগ্য |
কাঠখোট্টা | নীরস ও অনমনীয় |
কিস্তিমাত করা | সফলতা লাভ |
কোলা ব্যাঙ | বাকসর্বস্ব |
কথার তুবড়ি | অনর্গল কথা বলা |
কত ধানে কত চাল | হিসাব করে চলা |
কাকতালীয় ব্যাপার | কার্যকরণহীন ঘটনা |
কথা দেয়া | অঙ্গীকার করা |
কথায় চিড়া ভেজা | ফাঁকা আওয়াজে কাজ আদায় |
কথা চালা | রটনা করা |
কথা কাটাকাটি করা | বাদ প্রতিবাদ করা |
কুড়ের বাদশা | ভয়ানক অলস |
কান খাড়া করা | মনোযোগী হওয়া |
কালনেমির লঙ্কাভাগ | মাত্রাতিরিক্ত আশা করে নিরাশ হওয়া |
কলুর বলদ | এক টানা খাটুনি |
কুল কাঠের আগুন | তীব্র জ্বালা |
কুলে কালি দেওয়া | বংশের কলঙ্ক আনা |
কোলে পিঠে মানুষ করা | লালন-পালন করা |
কানা ছেলের নাম পদ্মলোচন | যার যে গুন নেই সে গুণের ভান করা |
কড়ায় গন্ডায় | পুরোপুরি |
কথা দিয়ে কথা নেওয়া | কৌশলে মনের কথা বের করা |
খ
খাল কেটে কুমির আনা | নিজ দোষে বিপদে পড়া |
খেজুরে আলাপ | অকাজের কথা |
খাঞ্জা খাঁ | নবাবী চালচলন |
খোদার খাসি | ভাবনা চিন্তাহীন |
খেউর গাওয়া | গালাগালি করা |
খয়ের খাঁ | চাটুকার |
খণ্ড প্রলয় | তুমুল কাণ্ড |
খণ্ড কপালে | দুর্ভাগ্য |
খড় দজ্জাল | প্রচণ্ড অত্যাচারী |
খাণ্ডবানল | ভীষণ অগ্নিকাণ্ড |
খড়ম পায়ে দিয়ে গঙ্গা পার | অসম্ভব কাজের উদ্যোগ |
গ
গোল্লায় যাওয়া | নষ্ট হওয়া |
গলাগলি | ঘনিষ্ঠতা |
গোড়ায় গলদ | শুরুতেই ভুল |
গাছে তুলে মই কাড়া | সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা |
গুণ গাওয়া | প্রশংসা করা |
গায়ে হাত তোলা | প্রহার করা |
গজ কচ্ছপের লড়াই | প্রবাল প্রতিদ্বন্দ্বিতা |
গড়াই লস্করি চাল | আলসেমি |
গজেন্দ্র গমন | আলসেমি |
গরম গরম | টাটকা |
গোঁয়ার গোবিন্দ | নির্বোধ অথচ হঠকারী |
গাছ পাথার | হিসাব-নিকাশ |
গোবর গণেশ | নিরেট মূর্খ |
গণেশ উল্টানো | ফেল মারা |
গায়ে কাঁটা দেওয়া | ভয়ে শিউরে উঠা |
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো | কোন দায়িত্ব গ্রহণ না করা |
গুড়ে বালি | আশায় নৈরাশ্য |
গোকুলের ষাঁড় | স্বেচ্ছাচারী |
গা ঢাকা দেওয়া | আত্মগোপন করা |
গাঁ করা | উদ্যোগ নেওয়া |
গোদের উপর বিষফোঁড়া | যন্ত্রণার উপর যন্ত্রণা |
গড্ডালিকা প্রবাহ | অন্ধ অনুকরণ |
গায়ে মানে না আপনি মোড়ল | স্বয়ংসিদ্ধ নেতা |
গোবৈদ্য | আনাড়ি চিকিৎসক |
গোবরে পদ্মফুল | নীচ কুলে মহৎ ব্যক্তি |
গায়ে মাখা | গুরুত্ব দেওয়া |
গোলক ধাঁধা | দিশেহারা |
গণ্ডায় আণ্ডায় দেয়া | ফাঁকি দেওয়া |
গজকপিত্থবৎ | অন্তঃসার শূন্য |
গরু মেরে জুতা দান | বড় ক্ষতি করে সামান্য পূরণ |
গল গ্রহ | পরের উপর বোঝা হয়ে থাকা |
গৌরচন্দ্রিকা | ভূমিকা |
গো- মূর্খ | জড়বুদ্ধি |
গলায় গলায় ভাব | সৌহার্দ্য |
গলায় গামছা দেওয়া | অপমান করা |
গোড়া কেটে আগায় জল ঢালা | জ্ঞাতসারে ক্ষতি করে পরে সংশোধনের প্রয়াস |
গায়ে পড়া | অনধিকার চর্চা |
গোঁফ- খেজুরে | নিতান্ত অলস |
গৌরীদান | বাল্যবিবাহ |
গয়ংগচ্ছ | ঢিলেমি/আলসেমি |
ঘ
ঘর ভাঙানো | সংসার বিনষ্ট করা |
ঘোড়ার ডিম | অলীক বস্তু |
ঘোড়ার ঘাস কাটা | বাজে কাজ করা |
ঘোরার কামড় | কঠিন জেদ অথবা দৃঢ় পণ লোক |
ঘুঘু চরানো | সর্বনাশ করা |
ঘর জ্বালানো পর ভুলানো | আত্মীয়ের কষ্টদায়ক অথচ অপরের প্রিয় |
ঘটিরাম | অপদার্থ |
ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া | মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা |
ঘরভেদী বিভীষণ | কপোট স্বজন |
ঘরে আগুন দেওয়া | সংসারে বিবাদ বাঁধানো |
ঘরের ঢেঁকি কুমির | বলিষ্ঠ ও ভোজনপটু অথচ অলস |
ঘর থাকতে বাবুই ভেজা | সুযোগ থেকেও কষ্ট |
ঘণ্টাগরুড় | অকর্মণ্য লোক |
ঘোড়া রোগ | সাধ্যের অতিরিক্ত স্বাদ |
ঘা খাওয়া | কষ্ট পাওয়া |
ঘাটের মরা | অতি বৃদ্ধ |
চ
চিনির বলদ | নিষ্ফল পরিশ্রম |
চিনির পুতুল | পরিশ্রম কাতর |
চুনকালি দেওয়া | কলঙ্ক দেওয়া |
চোরাবালি | অদৃশ্য বিপদাশঙ্কা |
চোখের মাথা খাওয়া | না দেখতে পাওয়া |
চোখের নেশা | রূপের মোহ |
চোখের পর্দা | লজ্জা |
চোখের বালি | অপ্রিয় ব্যক্তি |
চাঁদের হাট | আনন্দের প্রাচুর্য |
চোখ পাকানো | রাগান্বিত হওয়া |
চক্ষের পুতলি | আদরের ধন |
চক্ষুদান করা | চুরি করা |
চক্ষু চড়ক গাছ | বিস্ময়ে চোখ বড় হওয়া |
চুল পাকানো | অভিজ্ঞতা সঞ্চয় করা |
চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন | নিঃসন্দেহ হওয়া |
চিনে জোঁক | নাছোড়বান্দা |
চর্বিত চর্বণ | পুনরাবৃত্তি |
চল্লিশের কোঠা | ঊনচল্লিশ |
চোখে সরষে ফুল দেখা | দিশাহারা হওয়া |
চুলোয় যাওয়া | নষ্ট হওয়া |
চোখ কপালে তোলা | বিস্মিত হওয়া |
চোখের মনি | অত্যন্ত প্রিয় বস্তু |
চোখ খোলা রাখা | সতর্ক দৃষ্টি রাখা |
চোখ বুঁজে থাকা | ভূমিকা না রাখা |
চিত্রগুপ্তের খাতা | যে খাতায় সব কিছু পাওয়া যায় |
চাচা আপন প্রাণ বাঁচা | স্বার্থপর |
চশমখোর | বেহায়া |
চুনোপুটি | সামান্য লোক |
চিঁড়ে চেপটা | নাজেহাল |
ছ
ছকড়া নকড়া | সস্তা দর |
ছা-পোষা | অত্যন্ত গরিব |
ছাই চাপা আগুন | অপ্রকাশিত প্রতিভা |
ছাই ফেলতে ভাঙ্গা কুলো | সামান্যের বিশেষ প্রয়োজন |
ছক্কা পাঞ্জা করা | লম্বা লম্বা কথা বলা |
ছিনিমিনি খেলা | নষ্ট করা |
ছারখার হওয়া | ধ্বংস হওয়া |
ছুঁচোর কেত্তন | অবিরাম কলহ |
ছেঁড়া চুলে খোঁপা বাঁধা | পরকে আপন করার চেষ্টা বা বৃথা চেষ্টা |
ছুঁচো মেরে হাত গন্ধ করা | সামান্য স্বার্থে দুর্নামের অর্জন |
ছেলের হাতের মোয়া | সহজলভ্য বস্তু |
ছাঁদনাতলা | বিবাহের মণ্ডপ |
জ-ঝ
জগদ্দল পাথর | গুরুভার |
জলাঞ্জলি দেওয়া | বিসর্জন দেওয়া |
জিলাপির প্যাঁচ | কুটিলতা |
জাহান্নামে যাওয়া | গোল্লায় যাওয়া |
জড়ভরত | নিষ্ক্রিয় ব্যক্তি/অকর্মণ্য ব্যক্তি |
ঝাঁকের কই | একই দলের লোক |
ঝড়ো কাক | দুর্দশাগ্রস্থ ব্যক্তি |
ঝিঙে ফুল ফোটা | আয়ু ফুরিয়ে আসা |
ঝোলের লাউ অম্বলের কদু | সব পক্ষের মন যুগিয়ে চলা |
ট-ঠ
ঠোঁটকাটা | বেহায়া |
টইটম্বুর | ভরপুর |
ঠাট বজায় রাখা | অভাব চাপা রাখা |
টাকার কুমির | বিত্তশালী |
টাকার আণ্ডিল | অনেক বিত্তশালী |
টাকার গরম | ধনের অহংকার |
টানাপড়েন | বিরক্তিকর যাতায়াত |
ঠেলার নাম বাবাজি | চাপ পড়লেই কাবু |
টক্কর দেয়া | প্রতিযোগিতা করা |
টনক নড়া | সচেতন হওয়া |
টীকাভাষ্য | দীর্ঘ আলোচনা |
টুপ ভুজঙ্গ | নেশাগ্রস্ত |
ঠক বাছতে গাঁ উজাড় | ভালো মানুষের অভাব |
ঠোঁট ফুলানো | অভিমান করা |
ঠুঁটো জগন্নাথ | অকর্মণ্য |
ড-ঢ
ডুমুরের ফুল | বিরল বস্তু |
ডাকে ওঠা | নষ্ট হওয়া |
ঢলাঢলি | পরস্পর কেলেঙ্কারি |
ঢাকে কাঠি পড়া | সূচনা হওয়া |
ঢিমে তেতালা | অতিশয় মন্থর গতি |
ঢাকের বাঁয়া | মূল্যহীন |
ঢেঁকির কুমির | অপদার্থ |
ডানাকাটা পরী | অপূর্ব সুন্দরী |
ঢক্কা নিনাদ | উচ্চকণ্ঠে ঘোষণা |
ঢেঁকির কচকচি | কলহ |
ঢাকের কাঠি | লেজুরবৃত্তি |
ঢাক পেটানো | প্রচার করা |
ডাকাবুকো | নির্ভীক |
ডান হাতের ব্যাপার | ভোজন |
ডুবে ডুবে জল খাওয়া | গোপনে কাজ করা |
ডামাডোল | গোলযোগ |
ত-থ
তীর্থের কাক | সাগ্রহে প্রতীক্ষাকারী |
তামার বিষ | অর্থের কুপ্রভাব |
তাল কানা | বেতাল হওয়া |
তালপাতার সেপাই | অতিশয় দুর্বল |
তিলকে তাল করা | অতিরঞ্জিত করা |
ত-খরচ | বাজে খরচ |
তুষের আগুন | দগ্ধকারী দুঃখ |
তাসের ঘর | ক্ষণস্থায়ী বস্তু |
তয়নাত করা | স্থির করা |
তক্কে তক্কে থাকা | গোপনে সতর্ক থাকা |
তাল ঠোকা | সগর্ব উক্তি |
তেলও কম ভাজাও মুচমুচে | অল্প উপকরণে ভালো ব্যবস্থা |
তুর্কি নাচন | নাজেহাল অবস্থা |
তাক লাগা | আশ্চর্য হওয়া |
তেল মাখানো | তোষামোদ |
তেলো হাঁড়ি | গম্ভীর |
তুলসী বনের বাঘ | ভন্ড |
তেল নুন লাকড়ি | মৌলিক প্রয়োজন |
ত্রিশঙ্কুদশা | দোটনা অবস্থা |
থ বনে যাওয়া | স্তম্ভিত হওয়া |
থানা পুলিশ করা | নালিশ করা |
থতমত খাওয়া | কিংকর্তব্যবিমূঢ় হওয়া |
দ-ধ
দুধের মাছি | সুসময়ের বন্ধু |
সুখের পায়রা | সুসমায়ের বন্ধু |
দিবাস্বপ্ন | অলীক কল্পনা |
দেঁতো হাসি | কৃত্রিম হাসি |
দা-কুমড়া | শত্রুতা |
দু মুখো সাপ | দুজনকে দু রকম কথা বলে শত্রুতা সৃষ্টিকারী |
দাঁও মারা | মোটা অংক লাভ করা |
দহরম মহরম | অন্তরঙ্গতা |
দোহাই মানা | নজির দেখান |
দুধে ভাতে থাকা | ঐশ্বর্যে থাকা |
দস্ত-ব-দস্ত | হাতে হাতে |
দক্ষযজ্ঞ ব্যাপার | তুমুল গোলমাল |
দৈত্য কুলে প্রহ্লাদ | খারাপ বংশে ভালো মানুষ |
দিনকে রাত করা | দুষ্কর্ম করা |
ধনর্ভঙ্গ পণ | কঠিন প্রতিজ্ঞা |
ধন্বন্তরি | অতুলনীয় চিকিৎসক/ অব্যর্থ ঔষধ |
ধোপদুরস্ত | বাবুয়ানি /পরিপাটি |
ধর্মের ষাঁড় | স্বেচ্ছাচারী ব্যক্তি |
ধুন্ধমার কাণ্ড | তুমুল কান্ড |
ধর্মের কল | সত্য |
ধর লক্ষ্মণ | অতি অনুগত |
ধোপার গাধা | পরের জন্য খাটা |
ধর্মপুত্র যুধিষ্ঠির | অত্যন্ত ধার্মিক |
ধামাধরা | চাটুকারিতা |
ন
নজর দেওয়া | খেয়াল রাখা |
নদের চাঁদ | সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ |
নাটের গুরু | মূলনায়ক |
নয় ছয় | অপব্যয় |
নিরানব্বইয়ের ধাক্কা | সঞ্চয়ের প্রবৃত্তি |
নাম ডুবানো | গৌরব বিসর্জন দেওয়া |
নাকের বদলে নুরুন | যা প্রাপ্য তার চেয়ে কম পাওয়া |
নেপোয় মারে দই | ধূর্ত লোকের ফলপ্রাপ্তি |
নথ নাড়া | অহংকার প্রকাশ |
নাতিদীর্ঘ | অতি দীর্ঘ নয় |
নগদ নারায়ণ | নগদ অর্থ |
নকড়া ছকড়া | হেলাফেলা করা |
নেই আঁকড়া | একগুঁয়ে |
ননীর পুতুল | কর্ম বিমুখ বা শ্রম বিমুখ |
নবমীর দশা | মূর্ছা |
প
পুকুর চুরি | বড় রকমের চুরি |
পান্তা ভাতে ঘি | নষ্ট |
পুরনো কাুসুন্দি ঘাটা | অপ্রীতিকর আলোচনা |
পোয়া বারো | অত্যাধিক সুবিধে |
পালের গোদা | সর্দার |
পশ্চিমদিকে সূর্য ওঠা | অসম্ভব ব্যাপার |
পায়াভারী | অহংকার |
পত্র পাঠ | তৎক্ষণাৎ |
পাততাড়ি গুটানে | প্রস্থান আয়োজন |
পোড়-খাওয়া | প্রতিকূলতা পার হয়ে আসা |
পি-পু-ফি-সু | অত্যন্ত অলস |
পাথরে পাঁচ কিল | সুখের সময় |
পোঁ-ধরা | মোসাহেবি করা |
পাশ কাটানো | এড়িয়ে যাওয়া |
পান থেকে চুন খসা | সামান্য ত্রুটি হওয়া |
পগার পার হওয়া | পলায়ন করা |
পটল তোলা | মারা যাওয়া |
পৃষ্ঠপ্রদর্শন | পালিয়ে যাওয়া |
পেটের শত্রু যে সন্তান | মা’র দুঃখের কারণ |
পুঁটি মাছের প্রাণ | ক্ষীণজীবী লোক |
পঞ্চত্ব প্রাপ্ত হওয়া | মারা যাওয়া |
পঞ্চমুখ | প্রশংসায় মুখরিত হওয়া |
পশুরামের কুঠার | সর্বসংহারক অস্ত্র |
ফ
ফতো নবাব | সম্বলহীনের বড়লোকি ভাব |
ফোঁড়ণ দেওয়া | টিপ্পনী কাটা |
ফুলের আঘাত | সামান্য দুঃখ কষ্ট |
ফপর দালালি | অতিরিক্ত চালবাজি |
ফেকলু পার্টি | কদরহীন লোক |
ফুটো পয়সার লড়াই | সামান্য বিষয়ে নিয়ে বিবাদ |
ফেপে ওঠা | ধনবান হওয়া |
ফাঁদে পা দেয়া | ষড়যন্ত্রে পড়া |
ফেউ লাগা | কাউকে ক্রমাগত বিরক্ত করা |
ব
বক দেখানো | অশোভনভাবে বিদ্রুপ করা |
বড়র পিরীতি বালির বাঁধ | ভঙ্গুর |
বালির বাঁধ | ক্ষণস্থায়ী বস্তু |
বাজারে কাটা | বিক্রি হওয়া |
বামন হয়ে চাঁদে হাত | অসম্ভব কিছু পাবার চেষ্টা |
বারো মাসে ত্রিশদিন | প্রতিদিন |
বইয়ের পোকা | পড়ুয়া |
বুকের পাটা | সাহস |
বাড়া ভাতে ছাই | আশা ভঙ্গ |
ব্যাঙের সর্দি | অসম্ভব ঘটনা |
বোঝার উপর শাকের আঁটি | অতিরিক্তের অতিরিক্ত |
বাঘের আড়ি | নাছোড়বান্দা |
বর্ণচোরা | কপটচারী |
বিন্দু বিসর্জন | সামান্যতম |
বাস্তুঘুঘু | অতিধূর্ত |
বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া | ক্ষমতা প্রদর্শন |
বিন্দুদূতী | যে পরস্পরের মধ্যে কথা চলাচল করে |
বেগার ঠেলা | বিনা পারিশ্রমিকে কাজ করা |
বিসমিল্লাহ গলদ | গোড়ায় ভুল |
বিড়ালের খুদ | শ্রদ্ধার সামান্য উপহার |
বারো ভূত | নানা অবাঞ্ছিত ব্যক্তি |
বাঘের দুধ | দুঃসাধ্য বস্তু |
বাঘের মাসি | আরাম প্রিয় ব্যক্তি |
ব্যাঙের আধুলি | গরীবের অতি সামান্য সঞ্চয় |
বাজখাঁই আওয়াজ | অত্যন্ত কর্কশ |
বাঁ হাতের ব্যাপার | ঘুষ গ্রহণ |
বর্ণচোরা আম | কপোট ব্যক্তি |
বিনা মেঘে বজ্রপাত | আকস্মিক বিপদ |
বক ধার্মিক বা বিড়াল তপস্বী | ভন্ড সাধু |
বিষের পুঁটলি | হিংসুটে |
বিড়ালের আড়াই পা | বেহায়াপনা |
বুদ্ধির ঢেঁকি | নিরেট মূর্খ |
বসন্তের কোকিল | সুসময়ের বন্ধু |
বারো মাসে তেরো পার্বণ | উৎসবের আধিক্য |
বিদুরের খুদ | শ্রদ্ধার সামান্য উপহার |
ভ
ভানুমতির খেল | যাদুবিদ্যা |
ভবলীলা সাঙ্গ হওয়া | মারা যাওয়া |
ভুঁইফোড় | নতুন আগমন |
ভাগার ফলা | অনুর্বর |
ভদ্রতার বালাই | সাধারণ সৌজন্যবোধ |
ভিটায় ঘুঘু চরানো | নিঃস্ব করা |
ভাগ্যের দোহায় দেওয়া | কপালে হাত দেওয়া |
ভরাডুবি | সর্বনাশ |
ভাগের মা গঙ্গা পায়না | ভাগাভাগির কাজ সিদ্ধ হয় না |
ভীষ্মের প্রতিজ্ঞা | অনড় সংকল্প |
ভেড়ার পাল | অন্ধ অনুকরণ |
ভাঁড়ে ভবানী | নিঃস্ব অবস্থা |
ভষ্মে ঘি ঢালা | নিষ্ফল কাজ |
ভেড়াকান্ত | শ্রেষ্ঠ বোকা |
ভেরেণ্ডা ভাজা | অকাজের কাজ |
ভিজে বিড়াল | কপটচারী |
ভূতের ব্যাগার | অযথা শ্রম |
ভূতের বাপের শ্রাদ্ধ | অপব্যয় |
ম
মেঘে মেঘে বেলা হাওয়া | বয়স বাড়া |
মনিহারী ফনী | প্রিয়জনের জন্য অস্থির লোক |
মন না মতি | অস্থির মানব মন |
মুখচোরা | লাজুক |
মহাভারত অশুদ্ধ | বড় রকমের অপরাধ |
মাটির মানুষ | নিরীহ ব্যক্তি |
মেঘ না চাইতে জল | আশাতীত ফল |
মাকাল ফল | অন্তঃসারশূন্য |
মুখে খই ফোটা অনবরত | বকবক করা |
ম্যাও ধরা | দায়িত্ব নেওয়া |
মেনি মুখো | সলজ্জ |
মরার উপর খাঁড়ার ঘা | দুর্বলের উপর সবলের অত্যাচার |
মরার সময় মকরধ্বজ | শেষ প্রচেষ্টা |
মশা মারতে কামান দাগানো | নিরর্থক অপব্যয় |
মাথার ঘায়ে কুকুর পাগল | ভীষণ বিপদে অস্থির অবস্থা |
মেঘের ছায়া | অশুভ লক্ষণ |
মাছি মারা কেরানি | অবিকল অনুসরণ |
মাছের তেলে মাছ ভাজা | পরে পরে কাজ উদ্ধার |
মান্ধাতার আমল | প্রাচীনকাল |
মাছের মায়ের পুত্র শোক | মিথ্যা শোক |
মুখে ফুলচন্দন পড়া | শুভ সংবাদের জন্য ধন্যবাদ |
মগের মুল্লুক | অরাজক দেশ |
মিছরির ছুরি | মুখে মধু অন্তরে বিষ |
মন উনচান করা | অস্থির হওয়া |
মনিকাঞ্চন যোগ/ সোনায় সোহাগা | মানানসই হওয়া |
মানিকজোড় | অন্তরঙ্গ বন্ধু |
মাছরাঙার কলঙ্ক | অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা |
ম-ম করা | সুগন্ধে ভরে যাওয়া |
মাছের মা | নিষ্ঠুর |
য
যত গর্জে তত বর্ষে না | আড়ম্বরের তুলনায় কম কাজকর্ম |
যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় | যেখানে ভয়, সেখানেই বিপদ হয় |
যম-যন্ত্রণা | মৃত্যু যন্ত্রণা |
জমের দোসর | ভয়ানক লোক |
যবনিকা পতন | পরিসমাপ্তি |
যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন | সামান্য তফাৎ |
যার লাঠি তারমাটি | জোর যার মুল্লুক তার |
যমের অরুচি | সহজে মরে না |
কুবেরের ধন | কৃপনের ধন |
যক্ষের ধন | কৃপনের ধন |
র
রুই-কাতলা | নেতৃস্থানীয় ব্যক্তি |
রাজঘোটক | চমৎকার মিল |
রামগরুড়ের ছানা | গোমড়ামুখো লোক |
রাবণের চিতা | চির অশান্তি |
রাবণের গোষ্ঠী | বড় পরিবার |
রাম রাজত্ব | শান্তি-শৃঙ্খলাযুক্ত রাজ্য |
রজ্জুতে সর্পজ্ঞান | বিভ্রম |
রাহুর দশা | দুঃসময় |
রাই করিয়ে বেল | ক্ষুদ্র থেকে বড় |
রাজা উজির মারা | বড় বড় গল্প |
রাশভারী | গুরুগম্ভীর |
রথ দেখা কলা বেচা | এক কাজে দু’রকম লাভ |
রাঘব বোয়াল | সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি |
রক্ত গঙ্গা করা | খুনাখুনি করা |
রক্তের টান | স্বজনপ্রীতি |
রসাতলে গমন | অধঃপাতে যাওয়া |
ল
লম্বা দেওয়া | চম্পট দেওয়া |
লগণ চাঁদ | ভাগ্যবান |
লালবাতি জ্বালানো | ধ্বংস হওয়া |
লঙ্কা কাণ্ড | তুমুল কাণ্ড |
লেজে খেলা | চাতুরি করা |
লক্ষ্মীর বর যাত্রী | সুসময়ের বন্ধু |
শ
শিকায় তোলা | স্থগিত |
শ্বেতহস্তি পোষা | কর্মচারীদের জন্য অধিক অর্থব্যয় |
শকার-বকার করা | গালি দেওয়া |
শ্রীঘর | জেলখানা |
শিয়ালের যুক্তি | অকেজো যুক্তি |
শিরে-সংক্রান্তি | আসন্ন বিপদ |
শাপে বর | অনিষ্ট ইষ্ট লাভ |
শরতের শিশির | সুসময়ের বন্ধু |
শিঙে ফোঁকা | মারা যাওয়া |
শুভঙ্করের ফাঁকি | ধোঁকা দিয়ে ফায়দা হাসিল |
শিবরাত্রির সলতে | একমাত্র সন্তান |
শনির দৃষ্টি | কুদৃষ্টি |
শনির দশা | দুঃসময় |
শাঁখের করাত | উভয় সংকট |
শাক দিয়ে মাছ ঢাকা | দোষ গোপনের বৃথা চেষ্টা |
শকুনি মামা | কুচক্রী লোক |
ষ-স
ষোলআনা | সম্পূর্ণ |
ষোলকলা | পরিপূর্ণ |
ষণ্ডামার্কা | গোঁয়ার অথচ মূর্খ |
ষাঁড়ের গোবর | অকর্মণ্য মানুষ |
সোনার কাঠি রুপোর কাঠি | বাঁচা মরার বস্তু |
সাপে নেউলে | শত্রুভাবাপন্ন |
সোনায় সোহাগা | মনিকাঞ্চন যোগ |
সাপের পাঁচ পা দেখা | অহংকারের বাড়াবাড়ি |
সিঁদুরে মেঘ | বিপদের আশঙ্কা |
সুখে থাকতে ভুতে কিলায় | স্বেচ্ছায় দুঃখবরণকারী |
সপ্তমে চড়া | প্রচন্ড উত্তেজনা |
সাতেও না পাঁচেও না | নির্লিপ্ত |
সোনার পাথরবাটি | অসম্ভব বস্তু |
সাক্ষীগোপাল | নিষ্ক্রিয় দর্শক |
স্বখ্যাতসলিল | নিজ বিপদ ডাকা |
সাপের ছুঁচো গেলা | উভয় সঙ্কটে পড়া |
সাপের পাঁচ পা দেখা | গর্ভে অন্ধ হওয়া |
সাত পাঁচ ভাবা | নানা রকম চিন্তা |
সুলুক-সন্ধান | খোঁজ-খবর |
সরফরাজি চাল | অনাবশ্যক মাতব্বরি |
সাত সতেরো | অপ্রয়োজনীয় কথা |
সস্তার তিন অবস্থা | সস্তার জিনিস প্রায় খারাপ থাকে |
সাত খুন মাফ | অত্যধিক প্রশ্রয় |
সুখের পায়রা | সুসময়ের বন্ধু |
সপ্তকাণ্ড রামায়ণ | বৃহৎ বিষয় |
সবে ধন নীল মনি | একমাত্র সন্তান |
হ
হস্তীমূর্খ | বোকা |
হাড়হদ্দ | নাড়ি নক্ষত্র/সব তথ্য |
হচ্ছে হবে | দীর্ঘসূত্রিতা |
হরিহর আত্মা | অন্তরঙ্গ |
হাতের লক্ষ্মী পায়ে ঠেলা | সুযোগ হেলায় হারানো |
হাত দিয়ে হাতি ঠেলা | অসম্ভবকে সম্ভবপর করতে চেষ্টা করা |
হাড়ে দুর্বা গজানো | অত্যন্ত কুঁড়ে |
হাড়ে বাতাস লাগা | শান্তি পাওয়া |
হালে পানি পাওয়া | বিপদমুক্ত হওয়া |
হাঁটুর বয়স | নিতান্ত শিশু |
হাড় জুড়ানো | শান্তি পাওয়া |
হাড় হাবাতে | হতভাগ্য |
হালে পানি পাওয়া | সুবিধা করা |
হরিষে বিষাদ | অনন্দের বিষাদ |
হাতির খোরাক | যে বেশি পরিমাণে আহার করে |
হাতির পাঁচ পা দেখা | অহংকার বোধ করা |
হাড়ে হাড়ে চেনা | মর্মান্তিকভাবে চেনা |
হাটে হাঁড়ি ভাঙ্গা | গোপন কথা প্রকাশ |
হ-য-ব-র-ল | বিশৃঙ্খলা |
সম্পর্কিত প্রশ্নাবলী (FAQ)
ননীর পুতুল বাগধারাটির অর্থ কি
কর্ম বিমুখ বা শ্রম বিমুখ
তামার বিষ বাগধারাটির অর্থ কি
অর্থের কুপ্রভাব
ডুমুরের ফুল বাগধারাটির অর্থ কি
বিরল বস্তু
নয় ছয় বাগধারাটির অর্থ কি
অপব্যয়
বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়
বাগধারা ব্যাকরণের রূপতত্ত্ব অংশে আলোচিত হয়
বর্ণচোরা বাগধারাটির অর্থ কি
কপটচারী
কুনকি হাতি বাগধারার অর্থ কি
কৌশলে বশকারী
শকুনি মামা বাগধারাটির অর্থ কি
কুচক্রী লোক
উড়নচণ্ডী বাগধারাটির অর্থ কি
অমিতব্যয়ী
যক্ষের ধন বাগধারাটির অর্থ কি
কৃপনের ধন
কেতাদুরস্ত বাগধারাটির অর্থ কি
পরিপাটি
দহরম মহরম বাগধারাটির অর্থ কি
অন্তরঙ্গতা
গোবর গণেশ বাগধারাটির অর্থ কি
নিরেট মূর্খ
গাছ পাথর বাগধারাটির অর্থ কি
হিসাব-নিকাশ
তাসের ঘর বাগধারাটির অর্থ কি
ক্ষণস্থায়ী বস্তু
মাছের মা বাগধারার অর্থ কি
নিষ্ঠুর
আক্কেল সেলামি বাগধারার অর্থ কি
নির্বুদ্ধিতার দণ্ড
একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি
সৌভাগ্যের বিষয়
ভিজে বিড়াল বাগধারাটির অর্থ কি
কপটচারী
গয়ংগচ্ছ’ বাগধারাটির অর্থ কি
ঢিলেমি/আলসেমি
লক্ষীর বরযাত্রী বাগধারার অর্থ কি
সুসময়ের বন্ধু
আদায় কাঁচকলায় বাগধারাটির অর্থ কি
শত্রুতা
তালপাতার সেপাই বাগধারাটির অর্থ কি
অতিশয় দুর্বল
ভুঁইফোড় বাগধারার অর্থ কি
নতুন আগমন
সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ কি
নিষ্ক্রিয় দর্শক
ঢাকের কাঠি বাগধারার অর্থ কি
লেজুরবৃত্তি/ তোষামোদ
গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কি
ভূমিকা
ঘটিরাম বাগধারাটির অর্থ কি
অপদার্থ
খোদার খাসি বাগধারাটির অর্থ কি
ভাবনা চিন্তাহীন
অষ্টরম্ভা বাগধারাটির অর্থ কি
ফাঁকি
সুখের পায়রা বাগধারাটির অর্থ কি
সুসময়ের বন্ধু
ধর্মের ষাঁড় বাগধারাটির অর্থ কি
স্বেচ্ছাচারী ব্যক্তি
চিনির পুতুল বাগধারাটির অর্থ কি
পরিশ্রম কাতর
Related Posts
- গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
- ৪৬ তম বিসিএস প্রশ্ন সমাধান (বিষয়ভিত্তিক সমাধান)
- এশিয়া মহাদেশের ৪৮ টি দেশের নাম, রাজধানী ও মুদ্রাসহ তালিকা
- চাকরি ও বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ pdf
- বিভিন্ন পরীক্ষায় আসা কারক ও বিভক্তি MCQ প্রশ্ন
- মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf ৬০টি প্রশ্ন ও উত্তরসহ
- পারিভাষিক শব্দ তালিকা চাকরি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য
- গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ তালিকা চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য
- বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান ২০২৪
- ১৫০টি মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান (চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য)