গুরুত্বপূর্ণ ইংরেজি প্রবাদ বাক্য অর্থসহ চাকরির পরীক্ষায় আসা

যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেন অথবা চাকরির পরীক্ষা দেন তাদের জন্য প্রবাদ বাক্য জানা খুবই গুরুত্বপূর্ণ।  চাকরির বেশিরভাগ পরীক্ষায় প্রবাদ বাক্য থেকে প্রশ্ন থাকে। তাই আজকের পোস্টে আমরা গুরুত্বপূর্ণ ইংরেজি প্রবাদ বাক্য অর্থসহ চাকরির পরীক্ষায় আসা আপনাদেরকে দিলাম।

Image with Link Descriptive Text

গুরুত্বপূর্ণ ইংরেজি প্রবাদ বাক্য

প্রবাদ বাক্য হল অতীতের এমন কোন কথা বা বাক্য যা আবহমান কাল ধরে মানুষের মুখে মুখে প্রচলিত। নিচে যতগুলো প্রবাদ বাক্যের তালিকা দেওয়া আছে, সবগুলো প্রবাদ বাক্যই বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে এসেছে। সেখান থেকে আমরা বাছাই করে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি প্রবাদ বাক্যগুলো তালিকা করে দিয়েছি।

প্রবাদ বাক্য english to bangla

A

1A burnt child dreads/fears the fire.ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়।
2A little learning is a dangerous thing.অল্প বিদ্যা ভয়ংকরী।
3A cat loves fish but is loath to wet her feet.ধরি মাছ না ছুঁই পানি।
4A cat has nine lives.কই মাছের প্রাণ বড় শক্ত
5A bolt from the blue.বিনা মেঘে বজ্রপাত
6A guilty mind is always suspicious.চোরের মনে পুলিশ পুলিশ
7A bad workman quarrels with his tools.নাচতে না জানলে উঠান বাঁকা।
8A friend in need is a friend indeed.অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
9All is fair in love and war.প্রেম ও যুদ্ধে সবই বৈধ।
10A drowning man catches at a straw.যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
11A bird in hand is worth two in the bush.হস্তগত অল্পও ভালো, পরহস্তগত অধিক কিছু নয়
12As you sow, so (will) you reap.যেমন কর্ম, তেমন ফল।
13A barking dog seldom bites.যত গর্জে তত বর্ষে না।
14A fool to others, to himself a sage. / He is a self-styled leader.গাঁয়ে না মানে আপনি মোড়ল
15All’s well that ends well.শেষ ভালো যার সব ভালো তার।
16A beggar has nothing to lose.ন্যাংটার নেই বাটপাড়ের ভয়
17A stitch in time saves nine.সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।
18Add fuel to the fire.জ্বলন্ত আগুনে ঘি ঢালা
19A rogue is deaf to all good.চোরে না শুনে ধর্মের কাহিনী
20Add insult to injury./pile on the agonyকাটা ঘায়ে নুনের ছিটা/মরার উপর খাড়ার ঘা
21An interested witness is no witness.শুড়ীর সাক্ষী মাতাল

B-C

22Between the devil and the deep sea.পানিতে কুমির, ডাঙ্গায় বাঘ
23Big/Great boast, small roast.ফ্যান দিয়ে ভাত খায়, গল্পে মারে দই।
24Better an empty house than a bad tenant.দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো
25Black will take no other hue.কয়লা ধুইলে ময়লা যায় না।
26Beggars must not be choosers.ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া/ অন্য সুযোগ না থাকলে যা পাওয়া যায় তাই লাভ
27Birds of a feather flock together.চোরে চোরে মাসতুতো ভাই।
28Blood is thicker than waterরক্তের টান বড় টান।
29Blow hot and cold in the same breath.একমুখে দুই কথা
30Between Scylla and Charybdis.উভয় সঙ্কট
31Break a butterfly upon a wheel.মশা মারতে কামান দাগানো
32Blessings are not valued till they are goneদাঁত থাকিতে দাঁতের মর্যাদা বুঝা যায় না
33Charity begins at home.আগে ঘর, তবে পর।
34Cheap goods are dear in the long run. / Cheap and nasty.সস্তার তিন অবস্থা
35Call a spade a spade.স্পষ্টা স্পষ্টি কথা বলা/উচিত কথা বলা
36Care killed the cat.অতিযত্নে মরণফাঁদ
37Cast pearls before swine.উলুবনে মুক্তা ছড়ানো
38Cut your coat according to your cloth.আয় বুঝে ব্যয় করো।
39Cowards die many times before their death.ভীরুরা মরার আগেই মরে বার বার।
40Cut off one’s nose to spite one’s face.নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা
41Cleanliness is next to godliness.পরিষ্কার-পরিচ্ছন্নতাই মানুষকে দেবতা করে

D-G

42Fine words butter no parsnips.মিষ্টি কথায় চিড়ে ভিজে না
43Fingers were made before forks.ঠ্যাং থাকতে ক্যান নিবি লাঠি?
44Failures are but pillars of success.ব্যর্থতাই সাফল্যেরই চাবিকাঠি
45Fortune favours the brave.ভাগ্যবানের বোঝা ভগবানে বয়
46Empty vessels sound much.অসারের তর্জন গর্জন সার।
47Diamond cuts diamond.মানিকে মানিক চেনে।/ রতনে রতন চেনে।
48Fools rush in where angels fear to tread.হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল। /বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথা আগে যায়।
49Easier said than done.বলা সহজ, করা কঠিন।
50Danger often comes where danger is feared.যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়
51Forgive and forget.ক্ষমা পরম ধর্ম
52Fifth columnist.ঘরের শত্রু বিভীষণ
53Familiarity breeds contempt.গেঁয়ো যোগী ভিক্ষা পায় না।
54Faults are thick where love is thin.যারে দেখতে নারি, তার চলন বাঁকা।
55Example is better than precept.উপদেশের চেয়ে দৃষ্টান্ত শ্রেয়।
56Diligence is the mother of good luck.পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি
57Don’t count your chickens before they are hatched.গাছে কাঁঠাল গোঁফে তেল দিও না ।
58Every dog has his/its day.প্রত্যেকের জীবনেই সুদিন আসে
59Do or die.মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
60Every man is for himself.চাচা আপন প্রাণ বাঁচা
61Give a dog a bad name and hang him.কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি
62Give me roast meat and beat me with the spit.পেটে খেলে পিঠে সয়
63Great minds think alike.মহৎ লোকেরা মহৎ চিন্তা করে
64Great talkers are never great doers.মুখে বুলি লম্বা, কাজে অষ্টরম্ভা।
65Good value for ready money.চেনা বামুনের পৈতা লাগে না
66Grapes are sour.পান না তাই খান না
67Give the devil his due.শয়তানকেও তার ন্যায্য পাওনা দিও
68Grasp all, lose all.অতি লোভে তাঁতি নষ্ট
69Give him an inch, and he will take a mileবসতে পেলে শুতে চায়
70God helps those who help themselves.স্বাবলম্বী লোকদের ঈশ্বর সাহায্য করেন
71Good wine needs no bushচেনা বামুনের পৈতা লাগে না

প্রবাদ বাক্য english

উপরের তালিকাতে খুব বেশি প্রবাদ বাক্য দেওয়া হয়নি। আপনি যদি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ প্রবাদ বাক্য পড়তে চান তাহলে ইংরেজি প্রবাদ বাক্য পোস্টটি পড়ুন।

সম্পর্কিত প্রশ্নাবলী (FAQ)

সবুরে মেওয়া ফলে translate in english কি?

সবুরে মেওয়া ফলে translate in english হবে Patience is bitter but its fruit is sweet.

শেষ ভালো যার সব ভালো তার english কি হবে?

শেষ ভালো যার সব ভালো তার english হবে All is well that ends well.

কয়লা ধুলে ময়লা যায় না english translation কি হবে?

কয়লা ধুলে ময়লা যায় না english translation হবে Black will take no other hue.

যেমন কর্ম তেমন ফল এর ইংরেজি প্রবাদ কি?

যেমন কর্ম তেমন ফল এর ইংরেজি প্রবাদ s you sow, so you reap./ Like father like son.

যাকে দেখতে নারি তার চলন বাঁকা english কি?

যাকে দেখতে নারি তার চলন বাঁকা english হবে Faults are thick where love is thin.

Related Posts