কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত । আমরা আজকের পোস্টে কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী ও তার কবিতাসমূহ সম্পর্কে জানাবো। তার কবিতায় গরীব-দুখী ও মেহনতী মানুষের জয় গান করা হয়েছে । অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাজী নজরুল ইসলাম ছিলেন সোচ্চার । তৎকালীন সময়ে ব্রিটিশ আন্দোলনে তার লেখনী বিশেষ ভূমিকা পালন করে ।
কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী
জন্ম
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪শে মে ( ১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ৷ তার ডাক নাম ছিল দুখুমিয়া ৷ তার পিতা-মাতার নাম ছিল কাজী ফকির আহমেদ ও জায়েদা খাতুন ৷ কাজী নজরুল ইসলাম ছিলেন তার পিতা-মাতার ষষ্ঠ সন্তান ৷ তার পিতা স্থানীয় একটি মাজারের খাদেম ছিলেন ৷ কাজী নজরুল ইসলাম তার পিতাকে হারান মাত্র আট বছর বয়সে ৷ পিতাকে হারানোর ফলে তার পরিবার অত্যন্ত দরিদ্র হয়ে যায় ৷ কাজী নজরুল ইসলামের স্ত্রীর নাম অশালতা সেনগুপ্ত ।
Table of Contents
শিক্ষা জীবন
বাংলা ১৩১৬ সালে, তার গ্রামের একটি মক্তব থেকে প্রাইমারি পাস করে সেখানেই কিছুদিন শিক্ষকতা করেন ৷ ১২ বছর বয়সে কবি লেটো গানের দলে যোগ দেন এবং সেখানে পালা গান রচনা করেন ৷ কবির জীবনের প্রথম সাহিত্য রচনা সেখান থেকেই শুরু হয় ৷ কিছুদিন পরে আসানসোলে গিয়ে তিনি একটি রুটির দোকানে মাসিক পাঁচ টাকা বেতনের চাকরি করেন ৷
১৯১৪ সালে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর স্কুলের সপ্তম শ্রেণীতে ভর্তি হন ৷ প্রথম মহাযুদ্ধ চলাকালে তিনি দশম শ্রেণীর ছাত্র ছিলেন ৷ তখন ১৯১৭ সালে , ৪৯ নং বাঙালি পল্টনে তিনি সৈনিক হিসেবে যোগ দেন এবং পরে তাকে হাবিলদার পদে উন্নীত করা হয় ৷ ১৯২০ সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হলে তিনি কলকাতায় ফিরে আসেন ৷ ১৯২৪ সালে তিনি অশালতা সেনগুপ্ত কে বিয়ে করেন ৷ বিয়ের পরে অশালতা সেনগুপ্তের নাম হয় প্রমিলা ৷
বৈবাহিক জীবন
কুমিল্লা দৌলতপুরের থাকাকালে নজরুলের সাথে নার্গিসের প্রেম হয় ৷ ১৯২১ সালে বিবাহ সম্পন্ন হলে কাবিনের জন্য নার্গিসের মামা আলী আকবর নজরুলকে ঘর জামাই থাকার শর্ত দেন , যা নজরুল মেনে নিতে না পারায় বাসর রাতেই দৌলতপুর ছেড়ে চলে যান ৷ ১৯২৪ সালে অশালতা সেনগুপ্তা ওরফে প্রমিলা দেবীকে বিয়ে করেন ৷ অশালতা সেনগুপ্তের জন্ম মানিকগঞ্জে কিন্তু তিনি বসবাস করতেন কুমিল্লায় ৷
নজরুল ও সম্মাননা
১৯২৬ সালে কাজী নজরুল ইসলাম ঢাকায় আসেন ৷ কলকাতার আলবার্ট হলে ১৯২৯ সালের ১৫ ডিসেম্বর তাকে জাতীয় সংবর্ধনা দেওয়া হয় ৷ সংবর্ধনায় নজরুলকে প্রতিভাবান কবি বলে উল্লেখ করেন প্রফুল্ল চন্দ্র রায় ৷ ১৯৪২ সালে, ৪৩ বছর বয়সে কবি মস্তিষ্কের ব্যাধি ‘পিকজ ডিজিজ’ এ আক্রান্ত হয়ে বাকশক্তি হারান ৷
- কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারীনী স্বর্ণপদক – ১৯৪৫ সালে
- ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ – ১৯৬০ সালে
- বঙ্গবন্ধুর উদ্দেশ্যে কবিকে সপরিবারে বাংলাদেশে আনা হয় – ১৯৭২ সালের ২৪শে মে
- জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় – ১৯৭৪ সালে
- ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্মান সূচক ডক্টরের ডিগ্রি প্রদান করা হয় – ১৯৭৪ সালে
- কবি কে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় – ১৯৭৬ সালে
২০০৪ সালের বিবিসি বাংলার একটি জরিপে কাজী নজরুল ইসলামকে সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় তৃতীয় স্থান দেওয়া হয় । ২০০৫ সালের ১২ ই জুন প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হয় । কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত স্থান ময়মনসিংহের ত্রিশালে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’ নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় । নজরুল কে নিয়ে কানাডার চলচ্চিত্র পরিচালক ফিলিপ স্পারেল নির্মাণ করেন তথ্যচিত্র ‘নজরুল’ ।
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ সমূহ
- অগ্নিবীণা
- সাম্যবাদী
- বিষের বাঁশি
- সিন্ধু হিন্দোল
- সন্ধ্যা
- সঞ্চিতা
- দোলনচাঁপা
- চক্রবাক
- চিত্তনামা
- জিঞ্জির
- ফনিমনসা
- ছায়ানট
- মরু ভাস্কর
- প্রলয় শিখা
- পূবের হাওয়া
- ভাঙার গান
- ঝিঙে ফুল
- ঝড়
- সঞ্চয়ন
- পিলে পটকা
- ঘুম জাগানো পাখি
- ঘুম পাড়ানি মাসি পিসি
- নতুন চাঁদ
নজরুলের উপন্যাস
- বাঁধন হারা (তার প্রথম উপন্যাস ও বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস) পত্র সংখ্যা ১৮টি
- মৃত্যু ক্ষুধা
- কুহেলিকা
গল্পগ্রন্থ
- ব্যথার দান ( তার প্রথম প্রকাশিত গ্রন্থ )
- রিক্তের বেদন
- শিউলি মালা
প্রবন্ধ সমূহ
- তুর্কি মহিলা ঘোমটা খোলা ( লেখকের প্রথম প্রবন্ধ )
- যুগবাণী
- রুদ্র মঙ্গল
- দুর্দিনের যাত্রী
- রাজবন্দির জবানবন্দী
সঙ্গীত গ্রন্থ
- রাঙাজবা
- বুলবুল
- চোখের চাতক
- গানের মালা
- গুলবাগিচা
- মহুয়ার গান
- চন্দ্রবিন্দু
- সুর-সাকি
- গীতি শতদল
- বনগীতি
- জুলফিকার
নজরুলের নাট্যগ্রন্থ
- ঝিলিমিলি ( প্রথম নাট্যগ্রন্থ )
- মধুমালা
- পুতুলের বিয়ে
- আলেয়া
নজরুল-রবীন্দ্রনাথ সম্পর্ক
রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের ধূমকেতু পত্রিকাকে আশীর্বাদ করেন । নজরুল জেলে থাকা অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বসন্ত নাটকটি নজরুলকে উৎসর্গ করেন । নজরুল খুশি হয়ে জেলে বসেই আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি লেখেন । নজরুলের অনশনকালীন সময়ে রবীন্দ্রনাথ তাকে টেলিগ্রাম এ পাঠান,Give up hunger strike, our literature claims you.
নজরুলের বাজেয়াপ্ত গ্রন্থ
নজরুলের পাঁচটি গ্রন্থ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় । এগুলো হলঃ
- যুগবাণী
- ভাঙার গান
- প্রলয়শিকা
- বিষের বাঁশি
- চন্দ্রবিন্দু
আনন্দময়ীর আগমনে কবিতাটি ১৯২২ সালে ২৬ শে সেপ্টেম্বর ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হলে, ধুমকেতু পত্রিকার সংখ্যা নিষিদ্ধ হয় এবং কবিকে ১ বছর কারাদণ্ড দেয়া হয় ৷
কাজী নজরুল ইসলাম ছিলেন প্রথম বাঙালি মুসলমান চলচ্চিত্রকার । তার অভিনীত চলচ্চিত্র হচ্ছে ‘ধ্রুব’ এবং তার পরিচালিত চলচ্চিত্র হচ্ছে ‘ধুপছায়া’ । ১৯৭৬ সালের ২৯ আগস্ট (১২ ভাদ্র ১৩৮৩) বঙ্গাব্দে নজরুল মৃত্যুবরণ করেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে তাকে সমাহিত করা হয় ।
Related Posts
- গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ বিভিন্ন পরীক্ষায় আসার জন্য
- ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম ও রাজধানী ও মুদ্রার তালিকা
- ৬০০+ গুরুত্বপূর্ণ বাগধারা বিভিন্ন পরীক্ষায় আসার জন্য
- ৪৬ তম বিসিএস প্রশ্ন সমাধান (বিষয়ভিত্তিক সমাধান)
- ১৫০টি মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান (চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য)
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
- আন্তর্জাতিক সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান (চাকরির পরীক্ষার জন্য)
- পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (৭০+প্রশ্ন ও উত্তর)
- ৪৬ তম বিসিএস প্রশ্ন সমাধান pdf (বিসিএস প্রশ্ন pdf)
- পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান pdf সহ ৭০+প্রশ্ন ও উত্তর