কর্ণফুলী টানেল সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে

কর্ণফুলী টানেল বাংলাদেশের প্রথম নির্মিত টানেল। এই টানেল নির্মাণ হওয়ার ফলে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৫ কিলোমিটার কমেছে। এটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত। আজকের পোস্টে আমরা কর্ণফুলী টানেল সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে দিয়ে দিলাম।

Image with Link Descriptive Text

কর্ণফুলী টানেল সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

  1. কর্ণফুলী টানেল হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত বাংলাদেশের প্রথম টানেল।
  2. কর্ণফুলী টানেল উদ্বোধন করা হয় ২০২৩ সালের ২৮ অক্টোবর ।
  3. কর্ণফুলী টানেলের অর্থায়ন করেন চীনের এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকার।
  4. কর্ণফুলী টানেল চট্টগ্রামের পতেঙ্গা থেকে আনোয়ারা দুইটি উপজেলাকে যুক্ত করেছে।
  5. কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার এবং প্রস্থ ১০.৮ মিটার।
  6. কর্ণফুলী টানেলটি চীনের সাংহাই শহরের আদলে গড়ে তোলা হয়েছে।
  7. কর্ণফুলী টানেলে নির্মাণে ব্যয় হয়েছে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা।
  8. কর্ণফুলী টানেল পার হতে ৩ থেকে সাড়ে তিন মিনিট সময় লাগে।
  9. কর্ণফুলী টানেল ডাবল সেল ড্রিলিং পদ্ধতিতে খনন করা হয়েছে।
  10. কর্ণফুলী টানেল এর ইংরেজি নাম রাখা হয়েছে Two Towns-one city.

কর্ণফুলী টানেল সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

  1. Karnaphuli Tunnel is the first tunnel of Bangladesh built on Karnaphuli River in Chittagong.
  2. Karnaphuli Tunnel was inaugurated on October 28, 2023.
  3. The Karnaphuli Tunnel was financed by the Exim Bank of China and the Government of Bangladesh.
  4. Karnaphuli tunnel connects two upazilas from Patenga to Anwara in Chittagong.
  5. Karnaphuli tunnel is 3.32 km long and 10.8 m wide.
  6. The Karnaphuli tunnel is modeled after the Chinese city of Shanghai.
  7. 10 thousand 689 crores have been spent on the construction of Karnaphuli tunnel.
  8. It takes 3 to 3 and a half minutes to cross the Karnaphuli tunnel.
  9. Karnaphuli tunnel has been excavated by double cell drilling method.
  10. The English name of Karnaphuli tunnel has been kept as Two Towns-one city.

আরও পড়ুনঃ মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ও ইংরেজিতে

Related Posts