কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf ৬০টি প্রশ্ন ও উত্তরসহ

কর্ণফুলী টানেল চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর নির্মিত বাংলাদেশের সর্বপ্রথম টানেল। এই টানেল নির্মাণের ফলে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৫ কিলোমিটার কমে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী টানেল উদ্বোধন করেন। আজকের পোস্টে আমি আপনাদেরকে কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf ৬০টি প্রশ্ন ও উত্তরসহ দিয়ে দিলাম।

Image with Link Descriptive Text

কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf প্রশ্ন

ক্রমকর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নউত্তর
কর্ণফুলী টানেল কোথায় অবস্থিত?চট্টগ্রাম
কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য কত?৩.৩২ কিলোমিটার (২.০৬ মাইল)
কর্ণফুলী টানেল উদ্বোধন করা হয় কত তারিখে?২০২৩ সালের ২৮ অক্টোবর
কর্ণফুলী টানেলের লেন সংখ্যা কতটি?৪ টি।
কর্ণফুলী টানেলের অর্থায়ন করেন কে?চীনের এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকার।
কর্ণফুলী টানেল কোন নদীর তলদেশে অবস্থিত?কর্ণফুলী নদীর তলদেশে অবস্থিত।
কর্ণফুলী টানেলের প্রস্থ কত?১০.৮ মি
কর্ণফুলী টানেল উদ্বোধন করেন কে?প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কর্ণফুলী টানেল বাস্তবায়নকারী সংস্থার নাম কি?বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
১০কর্ণফুলী টানেলের নির্মাণ কাজ শুরু হয়েছিল কবে?২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি।
১১কর্ণফুলী টানেলের প্রতি টিউবের উচ্চতা কত?১৬ ফুট
১২কর্ণফুলী টানেল নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছে?১০৬৮৯ কোটি টাকা।
১৩কর্ণফুলী টানেল চট্টগ্রামের কোন দুই উপজেলাকে সংযুক্ত করেছে?পতেঙ্গা থেকে আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করেছে।
১৪কর্ণফুলী টানেল নির্মাণের প্রথম প্রস্তাব করেছিলেন কে?চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী
১৫কর্ণফুলী টানেল নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি?চায়না কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি)।
১৬কর্ণফুলী টানেল কক্সবাজার থেকে চট্টগ্রামের দূরত্ব হ্রাস করবে কত কিলোমিটার?৪০ কিলোমিটার
১৭কর্ণফুলী টানেলটি বঙ্গবন্ধুর নামে নামকরণের প্রস্তাবিত হয় কত তারিখে?২০১৯ সালের ২১ জানুয়ারি
১৮কর্ণফুলী টানেল এর টিউব সংখ্যা কয়টি?২ টি।
১৯কর্ণফুলী টানেল নির্মাণ কাজে সর্বমোট কতজন লোক কাজ করেছে?৫০০০ জন
২০কর্ণফুলী টানেল বঙ্গবন্ধু  এর নামে নামকরণের প্রস্তাব দিয়েছিলেন কে?সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী।
২১কর্ণফুলী টানেলে বায়ু চলাচলের জন্য কতটি ফ্যান আছে?৮ টি।
২২কর্ণফুলী টানেল চালু হলে জিডিপি বাড়বে কত?০.০৬%
২৩কর্ণফুলী টানেল এর ইংরেজি নাম কি?Two Towns-one city.
২৪কর্ণফুলী টানেলের প্রতিটি টিউবের ব্যাস কত?১২.৫ মিটার বা ৪১ ফুট।
২৫কর্ণফুলী টানেল বাংলাদেশের কততম ট্যানেল?প্রথম
২৬কর্ণফুলী টানেল ভূমিকম্প সহনশীল মাত্রা কত?৭.৫ রিখটার স্কেল।
২৭কর্ণফুলী টানেল কোন জেলায় অবস্থিত?চট্টগ্রাম জেলায়।
২৮কর্ণফুলী টানেল কিভাবে খনন করা হয়েছিল?ডাবল সেল ড্রিলিং পদ্ধতিতে খনন করা হয়েছে।
২৯কর্ণফুলী টানেল সংযোগ সড়ক কত কিলোমিটার?৫.৩৫ কিলোমিটার
৩০কর্ণফুলী টানেলে চীনের সহায়তা কত?৫৯১৩ কোটি টাকা।
৩১কর্ণফুলী টানেলে যানবাহনের গতিসীমা কত?ঘন্টায় ৬০ কিলোমিটার।
৩২কর্ণফুলী টানেলে জেট ফ্যান কতটি?১২৬ টি
৩৩কর্ণফুলী টানেল বিনিয়োগকারী চায়না এক্সিম ব্যাংকের সুদের হার কত শতাংশ?২ শতাংশ।
৩৪কর্ণফুলী টানেল পার হতে কত সময় লাগে?তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগে।
৩৫কর্ণফুলী টানেল ভূমি অধিগ্রহণ কত?৩৮২.১৫৫১ একর।
৩৬কর্ণফুলী টানেল প্রকল্প পরিচালকের নাম কি?হারুনুর রশিদ চৌধুরী।
৩৭কর্ণফুলী ট্যানেলে প্রতি ঘন্টায় কতটি যানবাহন চলাচল করতে পারে?প্রায় ৮ হাজার যানবাহন চলাচল করতে পারে।
৩৮কর্ণফুলী টানেলে কোন ধরনের যানবাহন চলাচল নিষেধ?মোটরসাইকেল ও তিন চাকার যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে।
৩৯এক্সিম ব্যাংকের অর্থায়ন এর সুদের হার কত?২শতাংশ
৪০কর্ণফুলী টানেল বাংলাদেশ সরকারের বিনিয়োগ কত?৪৪৬১ কোটি ২৩ লাখ টাকা।

কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf

উপরের তালিকাতে যে প্রশ্ন দেওয়া আছে, পিডিএফ ফাইলে তার থেকে বেশি প্রশ্ন দেওয়া আছে। আপনি যদি একজন চাকরি কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রার্থী হন, তাহলে নিচের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে অফলাইনেও পড়তে পারেন।

Related Posts