এক কথায় প্রকাশ বলতে বোঝায় একের অধিক কোন শব্দ কিংবা বাক্যকে একটি শব্দে রূপান্তর। চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এক কথায় প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ও পরীক্ষার প্রশ্ন এই এক কথায় প্রকাশ আসবেই। আজকের পোস্টে আমরা বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ pdf দিয়ে দিব।
বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ pdf
ভর্তি পরীক্ষা ও চাকরির পড়াশোনার ক্ষেত্রে এক কথায় প্রকাশ খুবই সহজ। বিশেষ করে খুব গুরুত্বপূর্ণগুলো বেছে পড়লেই এক কথায় প্রকাশ পরীক্ষায় কমন পাওয়া যায়। তাই আমরা আজকের এই পোস্টে বিগত বছরের বিসিএস পরীক্ষাসহ নানান চাকরির পরীক্ষায় যে সকল এক কথায় প্রকাশ এসেছে, সেগুলো আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিলাম।
Table of Contents
বিসিএস পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ
বাক্য | সংকোচন | |
১ | ‘নষ্ট হওয়া স্বভাব যার’ তাকে কি বলে? | নশ্বর |
২ | ‘যা সহজে অতিক্রম করা যায় না’ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? | দুরতিক্রম্য |
৩ | ‘অক্ষির সমীপে’ এর সংক্ষেপণ হল- | সমক্ষ |
৪ | নিচের কোন বাক্যটির সংকোচন রূপ জিগীষা? | জয় করিবার ইচ্ছা |
৫ | ‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? | অক্লান্তকর্মী |
৬ | ‘যা বলা হয়নি’ এক কথায় হবে- | অনুক্ত |
৭ | যে লেখক অন্যের ভাব ভাষা প্রবিতি চুরি করে নিজের নামে চালায় তাকে বলা হয়- | কুম্ভিলক |
৮ | ‘যে ভূমিতে ফসল জন্মায় না’ এক কথায় কি হবে? | ঊষর |
৯ | জিজীবিষা শব্দ দিয়ে বোঝায়- | বেঁচে থাকার ইচ্ছা |
১০ | ‘যিনি ন্যায়শাস্ত্র জানেন’ এর এক কথায় প্রকাশিত রূপ হল- | নৈয়ায়িক |
১১ | ‘প্রোষিতভর্তৃকা’ শব্দটির অর্থ কি? | যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে |
১২ | ‘যা পূর্বে ছিল এখন নেই’ তাকে কি বলে? | ভূতপূর্ব |
১৩ | মৃত্তিকা দিয়ে তৈরি- | মৃন্ময় |
বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ
১৪ | আয় অনুসারে ব্যয় করেন না যিনি | অমিতব্যয়ী |
১৫ | যে পুরুষের দাড়ি-গোঁফ গজায়নি | অজাতশ্মশ্রু |
১৬ | ইন্দ্রিয়কে জয় করেন যিনি | জিতেন্দ্রিয় |
১৭ | যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে | কৃপণ |
১৮ | যে পুরুষ বিয়ে করেছে | কৃতদার |
১৯ | একই স্বামীর পত্নী যারা | সপত্নী |
২০ | যে পুরুষের চেহারা দেখতে সুন্দর | সুদর্শন |
২১ | অন্য ভাষায় রূপান্তরিত | অনুদিত |
২২ | স্ত্রীর বশীভূত যে পুরুষ | স্ত্রৈণ |
২৩ | ইন্দ্রকে জয় করেন যিনি | ইন্দ্রজিৎ |
২৪ | অন্য লিপিতে রূপান্তর | লিপ্যন্তর |
২৫ | যে ব্যক্তির পত্নী মারা গিয়েছে | বিপত্নীক |
২৬ | পুরুষের উদ্দাম নিত্য | তান্ডব |
২৭ | যে পুরুষ বিয়ে করে নি | অকৃতদার |
২৮ | অনেকের মধ্যে একজন | অন্যতম |
২৯ | কুলের কল্যাণ স্বরূপা যে নারী | কুুললক্ষ্মী |
৩০ | এক থেকে শুরু করে ক্রমাগত | একাধিক্রমে |
৩১ | বংশের কীর্তিতে কলঙ্ক লেপন করে যে | কুলাঙ্গার |
৩২ | শত্রুকে জয় করেন যিনি | শত্রুজিৎ |
৩৩ | শত্রুকে দমন করে যে | অরিন্দম |
৩৪ | সর্বত্র গমন করে যে | সর্বগ |
৩৫ | আকাশে গমন করে যে | বিহঙ্গ |
৩৬ | শত্রুকে বধ করে যে | শত্রুগ্ন |
৩৭ | ক্রমশ বর্ধিত হচ্ছে যা | ক্রমবর্ধমান |
৩৮ | উড়িয়া যাইতেছে যাহা | উড্ডীয়মান |
৩৯ | শ্রম করিতে কষ্টবোধ করে যে | শ্রমকাতর |
৪০ | কুলের কীর্তিবর্ধনকারী যে সন্তান | কুলপ্রদীপ |
৪১ | তড়িৎ গমন করতে পারে যে | তুরগ বা ঘোড়া |
৪২ | যা দীপ্তি পাচ্ছে যা | দেদীপ্যমান |
৪৩ | বাহুতে বা বুকে হেঁটে গমন করে যে | ভুজঙ্গ |
৪৪ | উদয় হইতেছে এমন | উদীয়মান |
৪৫ | জয়ের জন্য যে উৎসব | জয়োৎসব |
৪৬ | যার শত্রু জন্মায়নি | অজাতশত্রু |
৪৭ | বার বার দুলছে যা | দোদুল্যমান |
৪৮ | অর্থ নাই যার | নিরর্থক |
৪৯ | যার খ্যাতি আছে | খ্যাতিমান |
৫০ | অহংকার নেই যার | নিরহংকার |
৫১ | আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার | নাস্তিক |
৫২ | আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার | আস্তিক |
৫৩ | যা ভবন করা হয়েছে | উপ্ত |
৫৪ | অর্থ উপার্জন করা যায় যে ফসল হইতে | অর্থকরি |
৫৫ | পা থেকে মাথা পর্যন্ত | আপাদমস্তক |
৫৬ | দুয়ের মধ্যে একটি | অন্যতর |
৫৭ | যে ব্যক্তি এক দরজা থেকে অন্য দরজায় ভিক্ষা করে বেড়ায় | মাদুকরি |
৫৮ | অন্যদিকে মন যার | অন্যমনস্ক |
৫৯ | অন্যদিকে মন নাই যার | অনন্যমনা |
৬০ | আদি থেকে অন্ত পর্যন্ত | আদ্যন্ত/আদ্যোপান্ত |
৬১ | অনেকের মধ্যে প্রধান | শ্রেষ্ঠ |
৬২ | এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট | একাগ্রচিত্ত |
৬৩ | যার বিশেষ খ্যাতি আছে | বিখ্যাত |
৬৪ | অকালে পেকেছে যা | অকালপক্ব |
৬৫ | মধু পান করে যে | মধুকর |
৬৬ | যার কোন উপায় নেই | নিরুপায় |
৬৭ | যা চিরস্থায়ী নয় | নশ্বর |
৬৮ | একবার ফল দিয়ে যে গাছ মরে যায় | ঔষধি |
৬৯ | যে আলো বেশিক্ষণ স্থায়ী হয় না | ক্ষণপ্রভা |
৭০ | যিনি ব্যাকরণ রচনা করেন | ব্যাকরণবিদ |
৭১ | স্থায়ী ঠিকানা নেই যার | উদ্বাস্তু |
৭২ | যিনি বিদ্যা লাভ করিয়াছেন | কৃতবিদ্যা |
৭৩ | নষ্ট হওয়ার স্বভাব যার | নশ্বর |
৭৪ | যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না | বনস্পতি |
৭৫ | যার বাসস্থান নেই | অনিকেতন |
৭৬ | ইতিহাস রচনা করেন যিনি | ঐতিহাসিক |
৭৭ | ঘরের অভাব যার | হা-ঘরে |
৭৮ | ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি | ইতিহাসবেত্তা |
৭৯ | যা পূর্বে শোনা যায়নি | অশ্রুতপূর্ব |
৮০ | যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বেঁচে থাকে | পরগাছা |
৮১ | যা পূর্বে কখনো হয়নি | অভূতপূর্ব |
৮২ | ব্যাকরণ ভালো জানেন যিনি | বৈয়াকরণ |
৮৩ | যা পূর্বে ছিল এখন নেই | ভূতপূর্ব |
৮৪ | যিনি ন্যায় শাস্ত্র জানেন | নৈয়ায়িক |
৮৫ | যা পূর্বে দেখা যায়নি | অদৃষ্টপূর্ব |
৮৬ | পরকে আশ্রয় করে বাঁচিয়ে থাকে যে | পরজীবী |
৮৭ | আকাশে চড়ে বেড়ায় যে | খেচর |
৮৮ | শোনা যায় এমন | শ্রুতিগ্রাহ্য |
৮৯ | পরের উন্নতি দেখে মন খারাপ হয় যার | পরশ্রীকাতর |
৯০ | আপনাকে যে পন্ডিত মনে করে | পন্ডিতম্মন্য |
৯১ | মৃত জীবজন্তু ফেলা হয় যেখানে | ভাগার |
৯২ | জাগিয়া রয়েছে এমন | জাগন্ত |
৯৩ | একই সময়ে বর্তমান | সমসাময়িক |
৯৪ | ফুল হতে তৈরি | ফুলেল |
৯৫ | আপনাকে হত্যা করে যে | আত্মঘাতী |
৯৬ | একই গুরুর শিষ্য যারা | সতীর্থ |
৯৭ | হিরণ্য ( স্বর্ণ ) নির্মিত | হিরণ্ময় |
৯৮ | একই মায়ের উদরে জন্মগ্রহণ করে যারা | সহোদর |
৯৯ | আপনাকে ভুলে থাকে যে | আত্মভোলা |
১০০ | শোনা যায় যা | শ্রাব্য |
১০১ | পাঠ করিতে হইবে এমন | পঠিতব্য |
১০২ | জীবিত থেকেও মৃত | জীবন্মৃত |
১০৩ | যার প্রকৃত বর্ণ ধরা যায় না | বর্ণচোরা |
১০৪ | মৃত্তিকা দ্বারা নির্মিত | মৃণ্ময় |
১০৫ | মৃতের মত অবস্থা যার | মুমূর্ষু |
১০৬ | নিশা কালে চড়ে বেড়ায় যে | নিশাচর |
১০৭ | আয় অনুসারে ব্যয় করেন যিনি | মিতব্যয়ী |
১০৮ | বাতাসে চরে যে | কপোত |
১০৯ | যিনি সর্বত্র ব্যাপিয়া থাকেন | সর্বব্যাপক |
১১০ | জলে চরে যা | জলচর |
১১১ | মর্ম কে পীড়া দেয় যা | মর্মান্তিক |
১১২ | সকলের ধারা অনুষ্ঠিত | সার্বজনীন |
১১৩ | বিশ্বজনের হিতকর | বিশ্বজনীন |
১১৪ | ইহলোকে যা সামান্য নয় | আলোকসামান্য |
১১৫ | সবকিছু খায় যে | সর্বভুক |
১১৬ | সকলের জন্য প্রযোজ্য বা সকলের জন্য কল্যাণকর | সর্বজনীন |
১১৭ | উপকারীর উপকার স্বীকার করে না যে | অকৃতজ্ঞ |
১১৮ | যা বলা উচিত নয় | অকথ্য |
১১৯ | উপকারীর অপকার করে যে | কৃতঘ্ন |
১২০ | যে বেশি কথা বলে | বাচাল |
১২১ | বলা হয়েছে যা | উক্ত |
১২২ | উপকারীর উপকার স্বীকার করে যে | কৃতজ্ঞ |
১২৩ | যা বলা হয়নি | অনুক্ত |
১২৪ | বর্ণনা করা যায় না যা | অবর্ণনীয় |
১২৫ | পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানের | মরণোত্তর জাতক |
১২৬ | যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে | অবিমৃশ্যকারী |
১২৭ | যা দেখা যায় না | অদৃশ্য |
১২৮ | জয় করা যায় না যা | অজয় |
১২৯ | যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না | অপরিণামদর্শী |
১৩০ | যার চক্ষু লজ্জা নেই | চশমখোর |
১৩১ | দুবার জন্মে যা | দ্বিজ |
১৩২ | যা কোনভাবেই নিবারণ করা যায় না | অনিবার্য |
১৩৩ | যিনি কম কথা বলেন | স্বল্পভাষী |
১৩৪ | ভবিষ্যতে ঘটবে যা | ভবিতব্য |
১৩৫ | যা সহজে পাওয়া যায় না | দুষ্প্রাপ্য |
১৩৬ | কষ্টে নিবারণ করা যায় যা | দুর্নিবার |
১৩৭ | যে বেশি কথা বলে না | মিতভাষী |
১৩৮ | যা দমন করা কষ্টকর | দুর্দমনীয় |
১৩৯ | যে জমিতে দুবার ফসল জন্মে | দো-ফসলি |
১৪০ | যা কষ্টে লাভ করা যায় | দুর্লভ |
১৪১ | শুভক্ষণে জন্ম যার | ক্ষণজন্মা |
১৪২ | যা দমন করা যায় না | অদম্য |
১৪৩ | যা কষ্টে জয় করা যায় | দুর্জয় |
১৪৪ | অক্ষির সমীপে | প্রত্যক্ষ |
১৪৫ | অক্ষিতে কাম যে নারীর | কামাক্ষী |
১৪৬ | যা সহজে মরে না | দুর্মর |
১৪৭ | ২৫ বছর পূর্তি | রজত জয়ন্তী |
১৪৮ | যা স্থায়ী নয় | অস্থায়ী |
১৪৯ | দিনের শেষভাগ | অপরাহ্ন |
১৫০ | ৫০ বছর পূর্তি | সুবর্ণ জয়ন্তী |
১৫১ | ৬০ বছর পূর্তি | হীরক জয়ন্তী |
১৫২ | দিনের মধ্যভাগ | মধ্যাহ্ন |
১৫৩ | রাতের শিশির | শবনম |
১৫৪ | রাতের প্রথম ভাগ | পূর্বরাত্র |
১৫৫ | দিনের পূর্বভাগ | পূর্বাহ্ন |
১৫৬ | দেবতার তুল্য | দেবোপম |
১৫৭ | জয় সূচক যে উৎসব | জয়ন্তী |
১৫৮ | রাত্রের তিনভাগ একত্রে | ত্রিযামা |
১৫৯ | ঋষির ন্যায় | ঋষিকল্প |
১৬০ | আমার তুল্য | মাদৃশ |
১৬১ | গভীর রাত্রি | নিশীথ |
১৬২ | রাত্রির মধ্যভাগ | মহানিশা |
১৬৩ | তার তুল্য | তাদৃশ |
১৬৪ | তোমার তুল্য | ত্বাদৃশ |
১৬৫ | রাত্রিকালীন যুদ্ধ | সৌপ্তিক |
১৬৭ | দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন | গোধূলি |
এক কথায় প্রকাশ pdf
উপরের তালিকাতে কম সংখ্যক এক কথায় প্রকাশ দেওয়া আছে। আপনি যদি অধিক অমন পাওয়ার জন্য অনেক কথায় প্রকাশ পড়তে চান, তাহলে ৩৫০+ এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন এই পোস্টটি পড়তে পারেন। অথবা যদি অফলাইনে পড়তে চান, তাহলে নিচ থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।
সম্পর্কিত প্রশ্নাবলী (FAQ)
যে সব কিছু খায় এক কথায় প্রকাশ কি?
যে সব কিছু খায় এক কথায় প্রকাশ হলো সর্বভুক।
যা সহজে পাওয়া যায় না এক কথায় প্রকাশ কি?
যা সহজে পাওয়া যায় না এক কথায় প্রকাশ হলো দুর্লভ।
যা পূর্বে দেখা যায়নি এক কথায় প্রকাশ কি?
যা পূর্বে দেখা যায়নি এক কথায় প্রকাশ হলো অদৃষ্টপূর্ব।
যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ কি?
যা চিরস্থায়ী নয় এক কথায় হলো নশ্বর।