চাকরি ও বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ pdf

এক কথায় প্রকাশ বলতে বোঝায় একের অধিক কোন শব্দ কিংবা বাক্যকে একটি শব্দে রূপান্তর। চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এক কথায় প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ও পরীক্ষার প্রশ্ন এই এক কথায় প্রকাশ আসবেই। আজকের পোস্টে আমরা বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ pdf দিয়ে দিব।

Image with Link Descriptive Text

বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ pdf

ভর্তি পরীক্ষা ও চাকরির পড়াশোনার ক্ষেত্রে এক কথায় প্রকাশ খুবই সহজ। বিশেষ করে খুব গুরুত্বপূর্ণগুলো বেছে পড়লেই এক কথায় প্রকাশ পরীক্ষায় কমন পাওয়া যায়। তাই আমরা আজকের এই পোস্টে বিগত বছরের বিসিএস পরীক্ষাসহ নানান চাকরির পরীক্ষায় যে সকল এক কথায় প্রকাশ এসেছে, সেগুলো আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিলাম।

বিসিএস পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ

বাক্যসংকোচন
‘নষ্ট হওয়া স্বভাব যার’ তাকে কি বলে?নশ্বর
‘যা সহজে অতিক্রম করা যায় না’ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?দুরতিক্রম্য
‘অক্ষির সমীপে’ এর সংক্ষেপণ হল-সমক্ষ
নিচের কোন বাক্যটির সংকোচন রূপ জিগীষা?জয় করিবার ইচ্ছা
‘কর্মে যাহার ক্লান্তি নাই’ এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?অক্লান্তকর্মী
‘যা বলা হয়নি’ এক কথায় হবে-অনুক্ত
যে লেখক অন্যের ভাব ভাষা প্রবিতি চুরি করে নিজের নামে চালায় তাকে বলা হয়-কুম্ভিলক
‘যে ভূমিতে ফসল জন্মায় না’ এক কথায় কি হবে?ঊষর
জিজীবিষা শব্দ দিয়ে বোঝায়-বেঁচে থাকার ইচ্ছা
১০‘যিনি ন্যায়শাস্ত্র জানেন’ এর এক কথায় প্রকাশিত রূপ হল-নৈয়ায়িক
১১‘প্রোষিতভর্তৃকা’ শব্দটির অর্থ কি?যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
১২‘যা পূর্বে ছিল এখন নেই’ তাকে কি বলে?ভূতপূর্ব
১৩মৃত্তিকা দিয়ে তৈরি-মৃন্ময়

বিভিন্ন পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ

১৪আয় অনুসারে ব্যয় করেন না যিনিঅমিতব্যয়ী
১৫যে পুরুষের দাড়ি-গোঁফ গজায়নিঅজাতশ্মশ্রু
১৬ইন্দ্রিয়কে জয় করেন যিনিজিতেন্দ্রিয়
১৭যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করেকৃপণ
১৮যে পুরুষ বিয়ে করেছেকৃতদার
১৯একই স্বামীর পত্নী যারাসপত্নী
২০যে পুরুষের চেহারা দেখতে সুন্দরসুদর্শন
২১অন্য ভাষায় রূপান্তরিতঅনুদিত
২২স্ত্রীর বশীভূত যে পুরুষস্ত্রৈণ
২৩ইন্দ্রকে জয় করেন যিনিইন্দ্রজিৎ
২৪অন্য লিপিতে রূপান্তরলিপ্যন্তর
২৫যে ব্যক্তির পত্নী মারা গিয়েছেবিপত্নীক
২৬পুরুষের উদ্দাম নিত্যতান্ডব
২৭যে পুরুষ বিয়ে করে নিঅকৃতদার
২৮অনেকের মধ্যে একজনঅন্যতম
২৯কুলের কল্যাণ স্বরূপা যে নারীকুুললক্ষ্মী
৩০এক থেকে শুরু করে ক্রমাগতএকাধিক্রমে
৩১বংশের কীর্তিতে কলঙ্ক লেপন করে যেকুলাঙ্গার
৩২শত্রুকে জয় করেন যিনিশত্রুজিৎ
৩৩শত্রুকে দমন করে যেঅরিন্দম
৩৪সর্বত্র গমন করে যেসর্বগ
৩৫আকাশে গমন করে যেবিহঙ্গ
৩৬শত্রুকে বধ করে যেশত্রুগ্ন
৩৭ক্রমশ বর্ধিত হচ্ছে যাক্রমবর্ধমান
৩৮উড়িয়া যাইতেছে যাহাউড্ডীয়মান
৩৯শ্রম করিতে কষ্টবোধ করে যেশ্রমকাতর
৪০কুলের কীর্তিবর্ধনকারী যে সন্তানকুলপ্রদীপ
৪১তড়িৎ গমন করতে পারে যেতুরগ বা ঘোড়া 
৪২যা দীপ্তি পাচ্ছে যাদেদীপ্যমান 
৪৩বাহুতে বা বুকে হেঁটে গমন করে যেভুজঙ্গ
৪৪উদয় হইতেছে এমনউদীয়মান
৪৫জয়ের জন্য যে উৎসবজয়োৎসব
৪৬যার শত্রু জন্মায়নিঅজাতশত্রু
৪৭বার বার দুলছে যাদোদুল্যমান
৪৮অর্থ নাই যারনিরর্থক
৪৯যার খ্যাতি আছেখ্যাতিমান
৫০অহংকার নেই যারনিরহংকার
৫১আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যারনাস্তিক
৫২আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যারআস্তিক
৫৩যা ভবন করা হয়েছেউপ্ত 
৫৪অর্থ উপার্জন করা যায় যে ফসল হইতেঅর্থকরি
৫৫পা থেকে মাথা পর্যন্তআপাদমস্তক
৫৬দুয়ের মধ্যে একটিঅন্যতর
৫৭যে ব্যক্তি এক দরজা থেকে অন্য দরজায়  ভিক্ষা করে বেড়ায়মাদুকরি
৫৮অন্যদিকে মন যারঅন্যমনস্ক
৫৯অন্যদিকে মন নাই যারঅনন্যমনা
৬০আদি থেকে অন্ত পর্যন্তআদ্যন্ত/আদ্যোপান্ত
৬১অনেকের মধ্যে প্রধানশ্রেষ্ঠ
৬২এক বিষয়ে যার চিত্ত নিবিষ্টএকাগ্রচিত্ত
৬৩যার বিশেষ খ্যাতি আছেবিখ্যাত
৬৪অকালে পেকেছে যাঅকালপক্ব
৬৫মধু পান করে যেমধুকর
৬৬যার কোন উপায় নেইনিরুপায়
৬৭যা চিরস্থায়ী নয়নশ্বর
৬৮একবার ফল দিয়ে যে গাছ মরে যায়ঔষধি
৬৯যে আলো বেশিক্ষণ স্থায়ী হয় নাক্ষণপ্রভা
৭০যিনি ব্যাকরণ রচনা করেনব্যাকরণবিদ
৭১স্থায়ী ঠিকানা নেই যারউদ্বাস্তু
৭২যিনি বিদ্যা লাভ করিয়াছেনকৃতবিদ্যা
৭৩নষ্ট হওয়ার স্বভাব যারনশ্বর
৭৪যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে নাবনস্পতি
৭৫যার বাসস্থান নেইঅনিকেতন
৭৬ইতিহাস রচনা করেন যিনিঐতিহাসিক
৭৭ঘরের অভাব যারহা-ঘরে 
৭৮ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনিইতিহাসবেত্তা
৭৯যা পূর্বে শোনা যায়নিঅশ্রুতপূর্ব
৮০যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বেঁচে থাকেপরগাছা
৮১যা পূর্বে কখনো হয়নিঅভূতপূর্ব
৮২ব্যাকরণ ভালো জানেন যিনিবৈয়াকরণ
৮৩যা পূর্বে ছিল এখন নেইভূতপূর্ব
৮৪যিনি ন্যায় শাস্ত্র জানেননৈয়ায়িক
৮৫যা পূর্বে দেখা যায়নিঅদৃষ্টপূর্ব
৮৬পরকে আশ্রয় করে বাঁচিয়ে থাকে যেপরজীবী
৮৭আকাশে চড়ে বেড়ায় যেখেচর
৮৮শোনা যায় এমনশ্রুতিগ্রাহ্য
৮৯পরের উন্নতি দেখে মন খারাপ হয় যারপরশ্রীকাতর
৯০আপনাকে যে পন্ডিত মনে করেপন্ডিতম্মন্য
৯১মৃত জীবজন্তু ফেলা হয় যেখানেভাগার
৯২জাগিয়া রয়েছে এমনজাগন্ত
৯৩একই সময়ে বর্তমানসমসাময়িক
৯৪ফুল হতে তৈরিফুলেল
৯৫আপনাকে হত্যা করে যেআত্মঘাতী
৯৬একই গুরুর শিষ্য যারাসতীর্থ
৯৭হিরণ্য ( স্বর্ণ ) নির্মিতহিরণ্ময় 
৯৮একই মায়ের উদরে জন্মগ্রহণ করে যারাসহোদর
৯৯আপনাকে ভুলে থাকে যেআত্মভোলা
১০০শোনা যায় যাশ্রাব্য
১০১পাঠ করিতে হইবে এমনপঠিতব্য
১০২জীবিত থেকেও মৃতজীবন্মৃত
১০৩যার প্রকৃত বর্ণ ধরা যায় নাবর্ণচোরা
১০৪মৃত্তিকা দ্বারা নির্মিতমৃণ্ময়
১০৫মৃতের মত অবস্থা যারমুমূর্ষু
১০৬নিশা কালে চড়ে বেড়ায় যেনিশাচর
১০৭আয় অনুসারে ব্যয় করেন যিনিমিতব্যয়ী
১০৮বাতাসে চরে যেকপোত
১০৯যিনি সর্বত্র ব্যাপিয়া থাকেনসর্বব্যাপক 
১১০জলে চরে যাজলচর
১১১মর্ম কে পীড়া দেয় যামর্মান্তিক
১১২সকলের ধারা অনুষ্ঠিতসার্বজনীন
১১৩বিশ্বজনের হিতকরবিশ্বজনীন
১১৪ইহলোকে যা সামান্য নয়আলোকসামান্য
১১৫সবকিছু খায় যেসর্বভুক
১১৬সকলের জন্য প্রযোজ্য বা সকলের জন্য কল্যাণকরসর্বজনীন
১১৭উপকারীর উপকার স্বীকার করে না যেঅকৃতজ্ঞ
১১৮যা বলা উচিত নয়অকথ্য
১১৯উপকারীর অপকার করে যেকৃতঘ্ন
১২০যে বেশি কথা বলেবাচাল 
১২১বলা হয়েছে যাউক্ত
১২২উপকারীর উপকার স্বীকার করে যেকৃতজ্ঞ
১২৩যা বলা হয়নিঅনুক্ত
১২৪বর্ণনা করা যায় না যাঅবর্ণনীয়
১২৫পিতার মৃত্যুর পর জন্ম হয়েছে যে সন্তানেরমরণোত্তর জাতক
১২৬যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করেঅবিমৃশ্যকারী
১২৭যা দেখা যায় নাঅদৃশ্য
১২৮জয় করা যায় না যাঅজয়
১২৯যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে নাঅপরিণামদর্শী
১৩০যার চক্ষু লজ্জা নেইচশমখোর
১৩১দুবার জন্মে যাদ্বিজ
১৩২যা কোনভাবেই নিবারণ করা যায় নাঅনিবার্য
১৩৩যিনি কম কথা বলেনস্বল্পভাষী 
১৩৪ভবিষ্যতে ঘটবে যাভবিতব্য
১৩৫যা সহজে পাওয়া যায় নাদুষ্প্রাপ্য 
১৩৬কষ্টে নিবারণ করা যায় যাদুর্নিবার
১৩৭যে বেশি কথা বলে নামিতভাষী
১৩৮যা দমন করা কষ্টকরদুর্দমনীয়
১৩৯যে জমিতে দুবার ফসল জন্মেদো-ফসলি
১৪০যা কষ্টে লাভ করা যায়দুর্লভ
১৪১শুভক্ষণে জন্ম যারক্ষণজন্মা 
১৪২যা দমন করা যায় নাঅদম্য
১৪৩যা কষ্টে জয় করা যায়দুর্জয়
১৪৪অক্ষির সমীপেপ্রত্যক্ষ
১৪৫অক্ষিতে কাম যে নারীরকামাক্ষী
১৪৬যা সহজে মরে নাদুর্মর
১৪৭২৫ বছর পূর্তিরজত জয়ন্তী
১৪৮যা স্থায়ী নয়অস্থায়ী
১৪৯দিনের শেষভাগঅপরাহ্ন
১৫০৫০ বছর পূর্তিসুবর্ণ জয়ন্তী
১৫১৬০ বছর পূর্তিহীরক জয়ন্তী
১৫২দিনের মধ্যভাগমধ্যাহ্ন
১৫৩রাতের শিশিরশবনম
১৫৪রাতের প্রথম ভাগপূর্বরাত্র
১৫৫দিনের পূর্বভাগপূর্বাহ্ন
১৫৬দেবতার তুল্যদেবোপম
১৫৭জয় সূচক যে উৎসবজয়ন্তী
১৫৮রাত্রের তিনভাগ একত্রেত্রিযামা 
১৫৯ঋষির ন্যায়ঋষিকল্প 
১৬০আমার তুল্যমাদৃশ
১৬১গভীর রাত্রিনিশীথ
১৬২রাত্রির মধ্যভাগমহানিশা
১৬৩তার তুল্যতাদৃশ
১৬৪তোমার তুল্যত্বাদৃশ  
১৬৫রাত্রিকালীন যুদ্ধসৌপ্তিক
১৬৭দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলনগোধূলি

এক কথায় প্রকাশ pdf

উপরের তালিকাতে কম সংখ্যক এক কথায় প্রকাশ দেওয়া আছে। আপনি যদি অধিক অমন পাওয়ার জন্য অনেক কথায় প্রকাশ পড়তে চান, তাহলে ৩৫০+ এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন এই পোস্টটি পড়তে পারেন। অথবা যদি অফলাইনে পড়তে চান, তাহলে নিচ থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

সম্পর্কিত প্রশ্নাবলী (FAQ)

যে সব কিছু খায় এক কথায় প্রকাশ কি?

যে সব কিছু খায় এক কথায় প্রকাশ হলো সর্বভুক

যা সহজে পাওয়া যায় না এক কথায় প্রকাশ কি?

যা সহজে পাওয়া যায় না এক কথায় প্রকাশ হলো দুর্লভ

যা পূর্বে দেখা যায়নি এক কথায় প্রকাশ কি?

যা পূর্বে দেখা যায়নি এক কথায় প্রকাশ হলো অদৃষ্টপূর্ব

যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ কি?

যা চিরস্থায়ী নয় এক কথায় হলো নশ্বর

Related Posts