একুশের গান কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

আবদুল গাফ্ফার চৌধুরী রচিত “একুশের গান” এটি আমাদের বাংলা ভাষা আন্দোলন ও একুশে ফেব্রুয়ারির শহিদদের স্মরণে লেখা এক অমর সৃষ্টি। এই পোস্টে একুশের গান কবিতার MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর লিখে দিলাম।

একুশের গান কবিতার mcq

সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

১। ‘একুশের গান’ কবিতা প্রথম ছাপা হয় কত সালে?
ক) ১৯৫২
খ) ১৯৫৪
গ) ১৯৫৩
ঘ) ১৯৫৫
উত্তর: গ) ১৯৫৩

২। কবিতা কার স্মরণে লেখা হয়েছে?
ক) ভাষা-আন্দোলনের
খ) মুক্তিযোদ্ধাদের
গ) উনসত্তরের গণঅভ্যুত্থানের
ঘ) নকাইয়ের গণআন্দোলনের
উত্তর: ক) ভাষা-আন্দোলনের

৩। ‘একুশের গান’ কবিতায় একুশে ফেব্রুয়ারি কতবার উল্লেখ আছে?
ক) সাত বার
খ) আট বার
গ) নয় বার
ঘ) চার বার
উত্তর: খ) আট বার

৪। ওরা মানুষের অন্ন-বস্ত্র কী করেছে?
ক) ফেলে দিয়েছে
খ) কেড়ে নিয়েছে
গ) পুড়িয়ে দিয়েছে
ঘ) নষ্ট করেছে
উত্তর: খ) কেড়ে নিয়েছে

৫। ‘একুশের গান’ কবিতায় কোন ঋতুর উল্লেখ আছে?
ক) গ্রীষ্ম
খ) বর্ষা
গ) হেমন্ত
ঘ) শীত
উত্তর: ঘ) শীত

৬। “সেই আঁধারের পশুদের মুখ চেনা” – এখানে কাদেরকে পশু বলা হয়েছে?
ক) দেশীয় রাজাকারদের
খ) আল-বদরদের
গ) পাঞ্জাবিদের
ঘ) পাকিস্তানি সৈন্যদের
উত্তর: ঘ) পাকিস্তানি সৈন্যদের

৭। ‘একুশের গান’ কবিতায় কেমন চাঁদের কথা বলা হয়েছে?
ক) পূর্ণিমা
খ) গোল
গ) বড়
ঘ) রাত জাগা
উত্তর: ঘ) রাত জাগা

৮। কবি কীসের আগুনে আবার ফেব্রুয়ারি জ্বালাতে চায়?
ক) মনের আগুনে
খ) ক্রোধের আগুনে
গ) বাবুদের আগুনে
ঘ) হিংসার আগুনে
উত্তর: খ) ক্রোধের আগুনে

৯। আবদুল গাফফার চৌধুরী ছিলেন একজন-
ক) গীতিকার
খ) ছড়াকার
গ) নাট্যকার
ঘ) সুরকার
উত্তর: ক) গীতিকার

১০। আবদুল গাফফার চৌধুরীর জন্মসাল কত?
ক) ১৯৩২
খ) ১৯৩৩
গ) ১৯৩৫
ঘ) ১৯৩৪
উত্তর: ঘ) ১৯৩৪

১১। ‘ডানপিটে শওকত’ শিশুতোষ গ্রন্থটি কার লেখা?
ক) হুমায়ুন আজাদ
খ) বুদ্ধদেব বসু
গ) জীবনানন্দ দাশ
ঘ) আবদুল গাফফার চৌধুরী
উত্তর: ঘ) আবদুল গাফফার চৌধুরী

১২। আবদুল গাফফার চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
ক) যশোর
খ) কুড়িগ্রাম
গ) বরিশাল
ঘ) কুমিল্লা
উত্তর: গ) বরিশাল

১৩। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবদুল গাফফার চৌধুরী কোন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন?
ক) বাংলা
খ) ইতিহাস
গ) ইংরেজি
ঘ) সাংবাদিকতা
উত্তর: ক) বাংলা

১৪। আবদুল গাফফার চৌধুরী পেশা হিসেবে কী গ্রহণ করেন?
ক) সাংবাদিকতা
খ) শিক্ষকতা
গ) রাজনীতি
ঘ) কলাম লেখা
উত্তর: ক) সাংবাদিকতা

১৫। আবদুল গাফফার চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন?
ক) ২০১৯
খ) ২০২০
গ) ২০২১
ঘ) ২০২২
উত্তর: ঘ) ২০২২

১৬। ‘একুশের গান’ কবিতায় ‘জাগো কালবোশেখিরা’ বলে কাদের উদ্দেশ্যে আহ্বান করা হয়েছে?
ক) পাক সেনাদের
খ) প্রতিরোধকারীদের
গ) ধ্বংসকারীদের
ঘ) অত্যাচারীদের
উত্তর: খ) প্রতিরোধকারীদের

১৭। “ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে” – এখানে ‘ওদের’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক) পাকিস্তানি শোষকদের
খ) এদেশের কিছু দুর্বৃত্তকে
গ) রাজাকারদের
ঘ) বিদেশি শত্রুদের
উত্তর: ক) পাকিস্তানি শোষকদের

১৮। “শিশুহত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা” – এখানে ‘শিশু’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক) ভাষাশহিদদের
খ) মুক্তিযোদ্ধাদের
গ) পাকিস্তানিদের
ঘ) নাগিনীদের
উত্তর: ক) ভাষাশহিদদের

১৯। কবি ‘একুশের গান’ কবিতায় শিশুহত্যার প্রতিবাদে কাকে কেঁপে উঠতে বলেছেন?
ক) ক্ষ্যাপা বুনোদের
খ) দামাল ছেলেদের
গ) কালবোশেখিদের
ঘ) বসুন্ধরাকে
উত্তর: ঘ) বসুন্ধরাকে

২০। “এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো” – এখানে ‘ঝড়’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) পালা বদলের অভ্যাস
খ) শোষকদের আক্রমণ
গ) জালিমের অত্যাচার
ঘ) আসন্ন বিপদ
উত্তর: খ) শোষকদের আক্রমণ

২১। কবি ‘একুশের গান’-এ বাংলার হাটে মাঠে ঘাটে কোন শক্তির উত্থান চেয়েছেন?
ক) ক্ষাত্র শক্তি
খ) সুপ্ত শক্তি
গ) বাহ্যিক শক্তি
ঘ) বিদ্রোহী শক্তি
উত্তর: খ) সুপ্ত শক্তি

২২। ‘কালবোশেখিরা’ বলতে কবি কাদের বুঝিয়েছেন?
ক) ভাষাশহিদ
খ) সন্তানহারা মা
গ) জাগ্রত বাঙালি
ঘ) পাকিস্তানি শাসক
উত্তর: গ) জাগ্রত বাঙালি

২৩। ‘একুশের গান’ কবিতায় কোন হত্যার বিক্ষোভে পৃথিবী কেঁপে উঠেছিল?
ক) সোনার ছেলে হত্যার
খ) ভাই হত্যার
গ) শিশু হত্যার
ঘ) বোন হত্যার
উত্তর: গ) শিশু হত্যার

২৪। আবদুল গাফ্ফার চৌধুরী কোন হত্যার প্রতিবাদে নাগিনী-কালবোশেখিদের জাগতে বলেছেন?
ক) বুদ্ধিজীবী হত্যার
খ) নারী হত্যার
গ) শিশুহত্যার
ঘ) কিশোর হত্যার
উত্তর: গ) শিশুহত্যার

২৫। “ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়” – এর সাথে সাদৃশ্যপূর্ণ কোন কবিতা?
ক) নারী
খ) জাগো তবে অরণ্য কন্যারা
গ) প্রার্থী
ঘ) একুশের গান
উত্তর: ঘ) একুশের গান

২৬। কবির মতে, ‘একুশের গান’-এ বাঙালির ইতিহাসের বৈশিষ্ট্য কেমন?
ক) ধূলি ধূসর
খ) খুন-রাঙা
গ) ভাঙাচোরা
ঘ) অতি কাল্পনিক
উত্তর: খ) খুন-রাঙা

২৭। “ওরা এদেশের নয়” – এখানে ‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক) আমলাদের
খ) শাসকদের
গ) সেনাবাহিনীকে
ঘ) পুলিশদের
উত্তর: খ) শাসকদের

২৮। ‘ওরা’ বলতে কবি কাদের উদ্দেশ্য করেছেন?
ক) পাকিস্তানি শাসককে
খ) নেতৃত্বকে
গ) সৈন্যকে
ঘ) জনতাকে
উত্তর: ক) পাকিস্তানি শাসককে

২৯। “আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে” – এ বাক্যে শহিদের কোন দিক তুলে ধরা হয়েছে?
ক) ত্যাগ বাঙালিকে প্রেরণা দিচ্ছে
খ) আত্মার জাগরণ ঘটেছে
গ) পরিচয় ছড়িয়ে পড়েছে
ঘ) আত্মা মুক্তি পেয়েছে
উত্তর: ক) ত্যাগ বাঙালিকে প্রেরণা দিচ্ছে

৩০। কবিতায় ‘খুন’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) হত্যা
খ) আঘাত
গ) রক্ত
ঘ) মৃত্যু
উত্তর: গ) রক্ত

৩১। “এমন সময় ঝড় এলো এক” – এখানে ঝড় বলতে বোঝানো হয়েছে?
ক) মিছিলে গুলিবর্ষণ
খ) কালবৈশাখী ঝড়
গ) পাকিস্তানিদের আগমন
ঘ) পাক বাহিনীর আক্রমণ
উত্তর: ক) মিছিলে গুলিবর্ষণ

৩২। একুশে ফেব্রুয়ারি কাদের অশ্রু দিয়ে গড়া বলে কবি লিখেছেন?
ক) ছেলেহারা বাবার
খ) বাবাহারা সন্তানের
গ) ছেলেহারা মায়ের
ঘ) ভাইহারা বোনের
উত্তর: গ) ছেলেহারা মায়ের

৩৩। কবি ‘একুশের গান’-এ কাদের জাগতে বলেছেন?
ক) নাগিনী
খ) ডাইনী
গ) রাক্ষসী
ঘ) সন্ন্যাসী
উত্তর: ক) নাগিনী

৩৪। “ছেলেহারা শত মায়ের এ ফেব্রুয়ারি” – এখানে ফেব্রুয়ারি কী দ্বারা গড়া?
ক) দুঃখ
খ) কান্না
গ) অশ্রু
ঘ) বেদনা
উত্তর: গ) অশ্রু

৩৫। “আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি” – কোন সালের ফেব্রুয়ারি?
ক) ১৯৪৭ খ্রিষ্টাব্দ
খ) ১৯৫২ খ্রিষ্টাব্দ
গ) ১৯৫৪ খ্রিষ্টাব্দ
ঘ) ১৯৫৮ খ্রিষ্টাব্দ
উত্তর: খ) ১৯৫২ খ্রিষ্টাব্দ

৩৬। “জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখিরা” – এর মাধ্যমে কোন ভাব প্রকাশ করা হয়েছে?
ক) আহ্বান
খ) অনুনয়
গ) আকাঙ্ক্ষা
ঘ) আশীর্বাদ
উত্তর: ক) আহ্বান

৩৭। ‘ক্ষ্যাপা বুনো’ শব্দের অর্থ কী?
ক) ভাষাসৈনিক
খ) পাকিস্তানি সৈন্য
গ) সন্ত্রাসীদের
ঘ) বাঙালি জাতি
উত্তর: খ) পাকিস্তানি সৈন্য

৩৮। ‘ক্রান্তি’ শব্দের অর্থ কী?
ক) পরিবর্তন
খ) ক্লান্ত
গ) পরিশ্রান্ত
ঘ) শেষ
উত্তর: ক) পরিবর্তন

৩৯। ‘রক্তে রাঙানো’ বলতে বোঝানো হয়েছে-
ক) রক্ত মেখে রঙিন করা
খ) বহু মানুষের আত্মোৎসর্গ
গ) রক্ত দিয়ে মোড়ানো
ঘ) রক্ত রঙিন রঙে রং করা
উত্তর: খ) বহু মানুষের আত্মোৎসর্গ

৩২। ‘লগন’ শব্দের অর্থ কী?
ক) শুভ সময়
খ) অসময়
গ) দুঃসময়
ঘ) নির্ণয়
উত্তর: ক) শুভ সময়

৩৩। ‘একুশের গান’ কবিতা আমাদের কী শিক্ষা দেয়?
ক) মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা
খ) রক্ত দিয়ে জীবন রক্ষা করা
গ) শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়া
ঘ) পারস্পরিক ভালোবাসার মমত্ববোধ সৃষ্টি করা
উত্তর: গ) শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়া

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন

৩৪। ‘একুশের গান’ কবিতায় পশু কথাটি উল্লেখ করা হয়েছে যে কারণে-
i. পশুর মতো মানুষ হত্যা করছে বলে
ii. মানুষ পশুর মতো আচরণ নকল করছে বলে
iii. মানুষ হত্যাকারীদের স্বভাব পশুর মতো বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii

৩৫। “মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে।”- উদ্ধৃতাংশের ‘ওরা’ ‘একুশের গান’ কবিতায় কবির দৃষ্টিতে-
i. নাগিনীরা
ii. ক্ষ্যাপা বুনো
iii. আঁধারের পশু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii

৩৬। ‘একুশের গান’ কবিতায় কবি মানুষের সুপ্ত শক্তির জাগরণ প্রত্যাশা করেছেন-
i. মাঠে
ii. নগরে
iii. ঘাটে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii

৩৭। পাকিস্তানি শাসক-শোষকশ্রেণি বাঙালিদের যা যা কেড়ে নিয়েছিল-
i. অন্ন
ii. বস্ত্র
iii. শান্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৩৮। ‘একুশের গান’ কবিতার মাধ্যমে কবি আমাদের কোন চেতনাটি স্মরণ করিয়ে দিয়েছেন?
i. ভাষার দাবি প্রতিষ্ঠা
ii. ভাষাশহিদের স্মরণ
iii. আত্মত্যাগ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

৩৯। ‘একুশের গান’ কবিতায় মানুষের সুপ্ত শক্তির উদ্বোধন কামনা করা হয়েছে-
i. অরণ্যে
ii. হাটে
iii. মাঠে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii

৪০। ‘লগন’ শব্দের অর্থ কী?
i. লগ্ন
ii. উপযুক্ত সময়
iii. পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii

৪১। ‘অলকনন্দা’ কী?
i. স্বর্গীয় সুগন্ধি ফুল
ii. একটি ফুলের নাম
iii. স্বর্গীয় বাগান
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) ii

Related Posts

Leave a Comment