আশা কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৮ম শ্রেণির বাংলা

‘আশা‘ কবিতাটি সিকান্দার আবু জাফরের মালব কৌশিক কাব্য থেকে কবিতাটি সংকলিত হয়েছে। কবিতাটিতে মানবিকতা, একাত্মতা এবং মনুষ্যত্বের অম্লান সত্তা প্রতিফলিত হয়েছে, যা সমাজকে নতুন করে ভাবতে এবং শুদ্ধ হতে উদ্বুদ্ধ করে। এই পোস্টে আশা কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৮ম শ্রেণির বাংলা লিখে দিলাম।

আশা কবিতার মূলভাব

সিকান্দার আবু জাফরের মালব কৌশিক কাব্য থেকে কবিতাটি সংকলিত হয়েছে। জাগতিক এই পৃথিবী ক্রমশ জটিল হয়ে উঠছে। মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। মানুষের সঙ্গে মানুষের বাড়ছে ব্যবধান। কারও মনেই যেন শান্তি নেই। বিত্ত-বৈভব অর্জন করা আর সুখের দুর্ভাবনায় তাদের আয়ু কমে যাচ্ছে। কিন্তু কবি এসব অতিক্রম করে যেতে চাইছেন সেইসব মানুষের কাছে যারা প্রকৃত অর্থেই মানুষ। মনুষ্যত্বের আলো যারা জ্বালিয়ে রেখেছেন। দরিদ্র হলেও এই মানুষ বিত্তের পেছনে ছোটে না । সোনা-রুপার পাহাড় গড়ে তোলে না। জীর্ণ ঘরে বসবাস করেও তারা সুখী। তুচ্ছ, ছোটো ছোটো আনন্দ অবগাহনেই কাটে তাদের দিন। সারাদিন তারা হাড়ভাঙা খাটুনি খাটে, তাতে হয়তো একটি দিনের আহার্যও জোটে না । তবু কোনো দুরাশা বা গ্লানি তাদের গ্রাস করে না। কোনো দীনতা বা সংশয়ে তাদের জীবন ক্লিষ্ট নয়। বরং দারিদ্র্যের মধ্যে থেকেও তারা মানুষকে ভালোবাসতে পারে। প্রতিবেশীকে সাহায্য করে। কবি মনুষ্যত্বের অধিকারী এসব মানুষের সান্নিধ্য পেতে চাইছেন, হারিয়ে যেতে চাইছেন তাদের মাঝে । তিনি মনে করেন, এরাই হচ্ছে সত্যিকারের মানুষ। কবিতাটিতে গণমানুষের প্রতি একাত্মতা, মানবিকতা ও মনুষ্যত্বের সুগভীর সংবেদনা প্রতিফলিত হয়েছে।

আশা কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন

১। সিকান্দার আবু জাফরের গান ও কবিতা কোন প্রেরণায় সমৃদ্ধ?
উত্তর : সিকান্দার আবু জাফারের গান ও কবিতা মেহনতি মানুষের মুক্তির প্রেরণায় সমৃদ্ধ।

২। সিকান্দার আবু জাফরের পিতার নাম কী?
উত্তর : সিকান্দার আবু জাফরের পিতার নাম সৈয়দ মঈনুদ্দীন হাশেমী।

৩। সিকান্দার আবু জাফর কোথা থেকে আই.এ. পাস করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর কলকাতার রিপন কলেজ থেকে আই.এ. পাস করেন।

৪। সিকান্দার আবু জাফর কত তারিখে মৃত্যুবরণ করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর ৫ আগস্ট ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন।

৫। ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটি কার লেখা?
উত্তর : ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটি সিকান্দার আবু জাফরের লেখা।

৬। সিকান্দার আবু জাফর কোন আন্দোলনে একনিষ্ঠ সাংস্কৃতিক কর্মীর ভূমিকা পালন করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর স্বাধীনতা আন্দোলনে একনিষ্ঠ সাংস্কৃতিক কর্মীর ভূমিকা পালন করেন।

৭। সিকান্দার আবু জাফর খুলনার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর খুলনার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

৮। ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে সভ্যতার প্রথম সোপান কী?
উত্তর : ‘সভ্যতার সংকট’ প্রবন্ধে সভ্যতার প্রথম সোপান হলো চিন্তা।

৯। সিকান্দার আবু জাফর কোথা থেকে ম্যাট্রিক পাস করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর তালা বি. দে. ইন্সটিটিউশন থেকে ম্যাট্রিক পাস করেন।

১০। সিকান্দার আবু জাফর কখন স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে।

১১। সিকান্দার আবু জাফরের পিতা পেশায় কী ছিলেন?
উত্তর : সিকান্দার আবু জাফরের পিতা পেশায় কৃষিজীবী।

১২। মানুষ কখন নির্ভাবনায় ঘুমায়?
উত্তর : মানুষ গভীর-নিশুত রাতে নির্ভাবনায় ঘুমায়।

১৩। সিকান্দার আবু জাফরের মৃত্যুর তারিখ কী?
উত্তর : সিকান্দার আবু জাফর ৫ আগস্ট ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন।

১৪। লােকে সােনা-রুপার কী জমায় না?
উত্তর : লােকে সােনা-রুপার পাহাড় জমায় না।

১৫। ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটি কোন সময়ে লেখা?
উত্তর : ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটি মুক্তিযুদ্ধের সময়ে লেখা।

১৬। সিকান্দার আবু জাফরের জীবন দর্শন কী?
উত্তর : সিকান্দার আবু জাফরের গান ও কবিতা মেহনতি মানুষের মুক্তির প্রেরণায় সমৃদ্ধ।

১৭। মানুষ কখন চিন্তায় ঘুম হয় না?
উত্তর : সুখের চিন্তায় মানুষের রাতে ঘুম হয় না।

১৮। সিকান্দার আবু জাফর কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।

১৯। সিকান্দার আবু জাফর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর খুলনা জেলায় জন্মগ্রহণ করেন।

২০। সিকান্দার আবু জাফর কোন আন্দোলন বেগবান করার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ দফা আন্দোলনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেন।

২১। সিকান্দার আবু জাফরের কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর : সিকান্দার আবু জাফরের ‘তিমিরান্তিক’ কাব্যগ্রন্থের নাম।

২২। সমাজের বেশিরভাগ মানুষ কিসের লােভে দিনাতিপাত করে?
উত্তর : সমাজের বেশিরভাগ মানুষ টাকা-পয়সা ও সম্পদের লােভে দিনাতিপাত করে।

২৩। সারাদিনের পরিশ্রমেও এক দিনের কী খুঁজে পায় না?
উত্তর : সারাদিনের পরিশ্রমেও এক দিনের আহার্য খুঁজে পায় না।

২৪। সেই জগতের কান্না-হাসির অন্তরালে কবি কী করতে চান?
উত্তর : সেই জগতের কান্না-হাসি অন্তরালে কবি হারিয়ে যেতে চান।

২৫। সুখের জগতে মানুষ তুচ্ছ নিয়ে কেমন থাকে?
উত্তর : সুখের জগতে মানুষ তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে।

২৬। মুক্তিযুদ্ধের সময় সিকান্দার আবু জাফরের লেখা গানটি কী ছিল?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় সিকান্দার আবু জাফরের লেখা গানটি ছিল ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে’।

২৭। কবি সিকান্দার আবু জাফর পেশায় কী ছিলেন?
উত্তর : কবি সিকান্দার আবু জাফর পেশায় সাংবাদিক ছিলেন।

২৮। প্রসন্ন প্রহর’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর : ‘প্রসন্ন প্রহর’ কাব্যগ্রন্থটি সিকান্দার আবু জাফরের লেখা।

২৯। মালব কৌশিক কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর : ‘মালব কৌশিক’ কাব্যগ্রন্থটি সিকান্দার আবু জাফরের লেখা।

৩০। সিকান্দার আবু জাফর কখন স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন?
উত্তর : সিকান্দার আবু জাফর স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে।

আশা কবিতার বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)

নিচে আশা কবিতার mcq অনেকগুলো দেয়া হল। এগুলো পরলেই ধারনা পাবেন।

১. সিকান্দার আবু জাফর কত তারিখে মৃত্যুবরণ করেন?
ক) ৫ আগস্ট ১৯৭৫
খ) ১০ জানুয়ারি ১৯৮০
গ) ২৫ মার্চ ১৯৭১
ঘ) ২৮ ফেব্রুয়ারি ১৯৭২
উত্তর: ক) ৫ আগস্ট ১৯৭৫

২. ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটি কোন সময়ে লেখা?
ক) মুক্তিযুদ্ধের সময়
খ) স্বাধীনতার পর
গ) ভাষা আন্দোলনের সময়
ঘ) ৭১ সালের পরে
উত্তর: ক) মুক্তিযুদ্ধের সময়

৩. মানুষ কখন নির্ভাবনায় ঘুমায়?
ক) দুপুরে
খ) গভীর রাত
গ) সকাল বেলায়
ঘ) বিকেলে
উত্তর: খ) গভীর রাত

৪. সিকান্দার আবু জাফরের গান ও কবিতা কোন প্রেরণায় সমৃদ্ধ?
ক) সামাজিক মুক্তির
খ) অর্থনৈতিক প্রেরণায়
গ) মেহনতি মানুষের মুক্তির
ঘ) রাজনৈতিক উদ্দেশ্যে
উত্তর: গ) মেহনতি মানুষের মুক্তির

৫. ‘আশা’ কবিতায় উল্লিখিত মানুষ কোথায় আলো জ্বালতে পারে?
ক) নিজের ঘরে
খ) প্রতিবেশীর আঁধার ঘরে
গ) রাস্তার মোড়ে
ঘ) স্কুলে
উত্তর: খ) প্রতিবেশীর আঁধার ঘরে

৬. কবি কীসের অন্তরালে হারিয়ে যেতে চায়?
ক) সমাজের
খ) প্রকৃতির
গ) জগতের কান্না-হাসির
ঘ) নিজস্ব চিন্তার
উত্তর: গ) জগতের কান্না-হাসির

৭. নির্ভাবনায় মানুষেরা কেমন বেড়ার ঘরে ঘুমিয়ে থাকে?
ক) নতুন বেড়ার ঘরে
খ) জীর্ণ বেড়ার ঘরে
গ) পাকা ঘরে
ঘ) টিনের ঘরে
উত্তর: খ) জীর্ণ বেড়ার ঘরে

৮. সমাজের বেশির ভাগ মানুষ কীসের লোভে দিনাতিপাত করে?
ক) সম্মানের
খ) অর্থ ও সম্পদের
গ) ক্ষমতার
ঘ) শিক্ষা
উত্তর: খ) অর্থ ও সম্পদের

৯. সিকান্দার আবু জাফর কোন আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন?
ক) ভাষা আন্দোলন
খ) ৬ দফা আন্দোলন
গ) মুক্তিযুদ্ধ
ঘ) শিক্ষার আন্দোলন
উত্তর: খ) ৬ দফা আন্দোলন

১০. সারাদিন পরিশ্রমের পরও অল্পে তুষ্ট মানুষ কী খুঁজে পায় না বলে কবি জানিয়েছেন?
ক) নতুন জামা
খ) একটি দিনের আহার্য সঞ্চয়
গ) শিক্ষা
ঘ) অর্থ
উত্তর: খ) একটি দিনের আহার্য সঞ্চয়

১১. কবির প্রত্যাশিত জগতে মানুষ কীসের পাহাড় জমায় না?
ক) টাকা
খ) সোনা-রূপা
গ) শিক্ষা
ঘ) সাফল্য
উত্তর: খ) সোনা-রূপা

১২. ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটি কার লেখা?
ক) সিকান্দার আবু জাফর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) নজরুল ইসলাম
ঘ) আল মাহমুদ
উত্তর: ক) সিকান্দার আবু জাফর

১৩. ‘নিশুত’ শব্দের অর্থ কী?
ক) গভীর রাত
খ) সকাল
গ) বৃষ্টি
ঘ) সন্ধ্যা
উত্তর: ক) গভীর রাত

১৪. কবি সিকান্দার আবু জাফরের মতে মানুষ কীভাবে নিজের আয়ু কমায়?
ক) বিনোদনের মাধ্যমে
খ) বিত্ত-বৈভব অর্জনের দুর্ভাবনায়
গ) শোকে পড়ে
ঘ) ধূমপানের ফলে
উত্তর: খ) বিত্ত-বৈভব অর্জনের দুর্ভাবনায়

১৫. সেই জগতের কান্না-হাসির অন্তরালে কবি কী করতে চান?
ক) গান গাইতে চান
খ) হারিয়ে যেতে চান
গ) লেখালেখি করতে চান
ঘ) অন্যদের সাহায্য করতে চান
উত্তর: খ) হারিয়ে যেতে চান

১৬. মালব কৌশিক কাব্যগ্রন্থটি কার লেখা?
ক) কবি নজরুল
খ) সিকান্দার আবু জাফর
গ) রবীন্দ্রনাথ
ঘ) আল মাহমুদ
উত্তর: খ) সিকান্দার আবু জাফর

১৭. প্রসন্ন প্রহর কাব্যগ্রন্থটি কার লেখা?
ক) সিকান্দার আবু জাফর
খ) সেলিনা হোসেন
গ) শামসুর রাহমান
ঘ) আবুল হাসান
উত্তর: ক) সিকান্দার আবু জাফর

১৮. কবির জন্য কীসের লাভের চিন্তা মানুষের আয়ু কমায়?
ক) সম্পদের
খ) শিক্ষা
গ) খ্যাতির
ঘ) বিনোদনের
উত্তর: ক) সম্পদের

১৯. ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটি কোন জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল?
ক) বাঙালি জাতিকে
খ) ভারতীয় জাতিকে
গ) পাকিস্তানি জাতিকে
ঘ) আফগান জাতিকে
উত্তর: ক) বাঙালি জাতিকে

২০. ‘সভ্যতার সংকট’ প্রবন্ধটি কার লেখা?
ক) সিকান্দার আবু জাফর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) নজরুল ইসলাম
ঘ) হুমায়ূন আহমেদ
উত্তর: ক) সিকান্দার আবু জাফর

Related Posts