পরিবারের সদস্যদের মাধ্যমে উপার্জিত আয়কে পারিবারিক আয় বলে। এই আয় বিভিন্ন উৎস থেকে আসতে পারে। আজকের পোস্টে আমরা আর্থিক ভাবনা নবম শ্রেণির জীবন ও জীবিকা ১ম অধ্যায়ের সবগুলো ছকের সমাধান করে দিলাম।
আর্থিক ভাবনা নবম শ্রেণি
আমাদের চাহিদা পূরণের জন্য পারিবারিক আয় থেকে আমরা বিভিন্ন জিনিস কেনার জন্য টাকা ব্যবহার করি। পারিবারিক আর্থিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখা। অন্যথায় আয়ের থেকে ব্যয় বেশি হলে ঋণ করতে হয়।
Table of Contents
জীবন ও জীবিকা ৯ম শ্রেণি
নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যের কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ আয়ে ভূমিকা রাখা যায় তার একটি তালিকা তৈরি কর
পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি আমরা কি করব | কিভাবে করব |
১। পরোক্ষ আয় বৃদ্ধির সুবিধা নিয়ে আলোচনা করব। ২। পরোক্ষ আয়ের উৎসগুলো শনাক্ত করবো এবং পরিবারের সদস্যরা একসাথে অনুসরণ করব। ৩। আর্থিক পরিকল্পনা এবং কৌশল নিয়ে আলোচনা করার জন্য নিয়মিত পারিবারিক স্বভাব পরিচালনা করব। | ১। আয়ের চেয়ে ব্যয় কম করব। ২। বিভিন্ন পরোক্ষ আয়ের সুযোগ সম্পর্কে তথ্য প্রদান করব যেমন ৷ যেমন: ফ্রিল্যান্সিং। ৩। প্রশিক্ষণের ব্যবস্থা করব |
ছক ১.২: এক মাসের ব্যয় পরিকল্পনা
সকল খাতেই নিয়মিত এবং অনিয়মিত ব্যয় থাকে; প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট মাসের ব্যয় উল্লেখ করতে হবে। নিজ নিজ খাতায় বা | পোস্টারে নির্দেশনা অনুযায়ী তালিকাটি সম্পন্ন করে আমরা অভিভাবকের স্বাক্ষরসহ শিক্ষকের কাছে জমা দেবো।
ক্রম | মূল খাত | উপখাত | আনুমানিক বরাদ্দ (টাকা) |
১. | খাদ্য | (চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, …) ফলমূল মিষ্টান্ন নাস্তা (মুড়ি, চানাচুর) | ৪০০০ ১০০০ ৫০০ ৫০০ |
২. | বস্ত্ৰ | নতুন কাপড় কাপড় সেলাই লন্ড্রি বা কাপড় ধোয়া | ২০০০ ৩০০ ২০০ |
৩. | বাসস্থান | বাসা ভাড়া নতুন ঘরের খরচ | ৪০০০ ১০০০ |
৪. | শিক্ষা | শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন শিক্ষাসামগ্রী (খাতা/কলম/…) | ৫০০ ৫০০ |
৫. | গৃহস্থালি | আসবাবপত্র মেরামত পোষা প্রাণীর খাদ্য | ১০০০ ৫০০ |
৬. | যোগাযোগ ও যাতায়াত | যাতায়াত ভাড়া (রিকশা, বাস, ট্রেন, বিমান) নিজ বাহন (থাকলে) ) | ১০০০ ৩০০ |
৭. | ইউটিলিটি | বিদ্যুৎ গ্যাস/জ্বালানি ইন্টারনেট মোবাইল ব্যালেন্স | ১০০০ ৫০০ ৫০০ ৫০০ |
৮. | ঘর সাজসজ্জা | বসার ঘরের বাতি/পাখা আয়না ফুলদানি | ২০০ ২০০ ৫০০ |
৯. | চিকিৎসা | ওষুধ/ ভাকসিন চিকিৎসকের ফি ডায়াগনস্টিক ফি (রোগ নির্ণয়) | ১০০ |
১০. | খাজনা/ভ্যাট/ট্যাক্স | আয়কর বাড়ির খাজনা/কর | ৫০০ |
১১. | বিনোদন | বেড়াতে যাওয়া উৎসবের আয়োজন নিমন্ত্রণে অংশগ্রহণ | ৫০০ ৫০০ ৬০০ |
১২. | হাত খরচ (পরিবারের সদস্যদের) | সদস্য ১ সদস্য ২ | ২০০ ১০০ |
১৩. | জরুরি প্রয়োজন | দুর্ঘটনা ঋণ প্রদান | ৫০০ ৫০০ |
১৪. | অন্যান্য | অধীনস্থ কর্মচারীর বেতন | ৩০০০ |
১৫. | সঞ্চয় | ব্যাংকে | ৫০০ |
১৬. | ডিস বিল | ৫০০ | |
মোট= | ২৮,২০০ টাকা | ||
অভিভাবকের মতামত ও স্বাক্ষর: | আনুমানিক বরাদ্দের টাকা সঠিক আছে। |
বিনিয়োগ পরিস্থিতি-১
অর্পা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং যৌক্তিক কারন ব্যাখ্যা করো-
আমি মনে করি অর্পা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত হতে পারে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। এক্ষেত্রে যৌক্তিক কারণগুলো হলোঃ ১। এই বিনিয়োগে প্রাপ্ত মুনাফার হার অপেক্ষাকৃত বেশি এবং বিদ্যমান ঝুঁকিও তুলনামূলক কম। ২। অর্পা বড়ুয়া অল্প বয়সে তরুণ এবং যেহেতু তার আয়ের উৎস চলমান রয়েছে তাই তিনি ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয় পত্রের বিনিয়োগ করতে পারেন। ৩। অর্পা বড়ুয়ার সঞ্চিত অর্থের জন্য বিনিয়োগের অন্যান্য ক্ষেত্র থাকলেও পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র তার জন্য লাভজনক আবার ঝুঁকি বিহীন। |
বিনিয়োগ পরিস্থিতি-২
জনাব হাবিবের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং এর সপক্ষে যুক্তি দাও-
হাবিব সাহেবের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত হতে পারে যেকোনো তফসিলি ব্যাংকে মেয়াদি আমানত। এক্ষেত্রে যৌক্তিক কারণগুলো হলোঃ ১। এতে তার বিনিয়গকৃত অর্থের উপর মোটামুটি মুনাফা আসবে আর ঝুঁকির সম্ভাবনা থাকবে না। ২। হাবিব সাহেব অতি জরুরী প্রয়োজনে ইচ্ছে করলে টাকাটা ব্যাংক থেকে তুলে ফেলতে পারেন। ৩। এমন কোন খাদ্য বিনিয়োগ করা যাবে না যেখান থেকে চাইলেই উনি টাকাটা নগদায়ন করতে পারবেন না। |
বিনিয়োগ পরিস্থিতি-৩
৩ বছরে মোট আয়ের ভিত্তিতে জনাব উপলের জন্য বিনিয়োগ বিকল্পটি নির্বাচন করো এবং কারন ব্যাখ্যা করো-
জনাব উপল তার সঞ্চিত ২ লক্ষ টাকা ৩ বছরে মেয়াদী সরকারি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। কারণঃ ১। এই বিনিয়োগে মুনাফা সব থেকে বেশি। ২। তিন মাস পর পর তিনি মুনাফা লাভ করতে পারবেন। ৩। এই বিনিয়োগে ঝুঁকির কোন সম্ভাবনা নেই। |
ছক ১.৪
পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণের চেকলিস্টঃ
পারিবারিক আয়ের কি কি উৎস রয়েছে? কোন কোন উৎস থেকে অর্থ প্রাপ্তি হয়? আমরা এই কাজটি সহজে করার জন্য নিচের চেক লিস্ট টি ব্যবহার করতে পারি।
ক্রম | প্ৰশ্ন | প্ৰাপ্ত তথ্য | মন্তব্য |
১. | নিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক আয় কত? | ৬,৫০,০০০ | সঠিক |
২. | অনিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক অর্থপ্রাপ্তি কত? | ৫০,০০০ | সঠিক |
৩. | পরিবারিক স্থাবর সম্পদের পরিমাণ কত? (যদি থাকে) | ১০ শতাংশ জমি | সঠিক |
৪. | পরিবারিক অস্থাবর সম্পদের পরিমাণ (ব্যাংকে জমা টাকা, অন্যের কাছে পাওনা ইত্যাদি) কত? (যদি থাকে) | (ব্যাংকে জমা টাকা ৩,০০,০০) | সঠিক |
৫. | বার্ষিক পারিবারিক ব্যয় কত (অবশ্যক: যা করতেই হবে)? | ৫,০০,০০০ | সঠিক |
৬. | বার্ষিক পারিবারিক ব্যয় কত (আকস্মিক: মাঝে মাঝে করার প্রয়োজন হয়)? | ২০,০০০ | সঠিক |
৭. | বার্ষিক সঞ্চয়ের পরিমাণ কত? | ১,২০,০০০ | সঠিক |
৮. | বিনিয়োগযোগ্য অর্থের ওপর পরিবারের নির্ভরশীলতা কেমন? | মাঝারি | সঠিক |
৯. | বিনিয়োগের আয় থেকে পরিবারের ব্যয় নির্বাহ করা হবে কি না? | না | সঠিক |
১০. | পরিবারের আর্থিক দায়ের পরিমাণ কত? | ২০,০০০ | সঠিক |
ছক ১.৫
বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পূর্ণবিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেক লিস্ট
ক্রমিক নং | প্ৰশ্ন | উত্তর | মন্তব্য (যদি থাকে) |
১. | বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্ৰত্যাশা পূরণে সক্ষম হয়েছে কি? | কাছাকাছি হয়েছে | সঠিক |
২. | বিনিয়োগ আয়ে প্রত্যাশার সঙ্গে প্রকৃত প্রাপ্তির পার্থক্য কতটুকু? | ১৫,০০০ | সঠিক |
৩. | বর্তমান বিনিয়োগের সময়কাল কোন পর্যায়ে রয়েছে? | মাঝারি | সঠিক |
৪. | অন্য কোনো খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান আয়ের চেয়ে বেশি আয় করার সুযোগ রয়েছে কি? | সুযোগ রয়েছে | সঠিক |
৫. | বেশি বা অধিক আয় করার জন্য যে খাত চিন্তা করা হচ্ছে, তার ঝুঁকিমাত্রা বর্তমান বিনিয়োগ ঝুঁকিমাত্রা অপেক্ষা কতটুকু বেশি ? | অধিক | সঠিক |
৬. | পরিবার অতিরিক্ত আয়ের জন্য বাড়তি ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত কি না? | প্রস্তুত আছে | ভুল |
৭. | নতুন খাতে বিনিয়োগের সময়কাল বর্তমান বিনিয়োগের সময়কাল অপেক্ষা কতটুকু বেশি বা কম? | কম | সঠিক |
৮. | বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নিতে কী পরিমাণ আর্থিক ক্ষতি হবে? | ৩০,০০০ | সঠিক |
৯. | বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নেওয়ার ক্ষতি পুষিয়ে নতুন খাতে বিনিয়োগ লাভজনক হবে কি না? | লাভ জনক হবে তবে ঝুঁকি রয়েছে | সঠিক |
পৃষ্ঠা ২৮
পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার ধাপ-৫ যথাযথভাবে সম্পাদন করে, তোমার অনুভূতি ব্যক্ত করো-
এই বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্বের বিনিয়োগের তুলনায় পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হবে। বর্তমান বিনিয়োগ থেকে অর্জিত মুনাফার তুলনায় বেশি আয়ের সুযোগ রয়েছে। এই খাতে বিনিয়োগের ঝুঁকি মাত্রা পূর্বের তুলনায় বেশি। তবে আমার পরিবার এই ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত আছে। |
পৃষ্ঠা ২৯
তোমার পারিবারিক বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো?
পরিবারে যেসব জিনিস অবশ্যই লাগবে বা থাকতেই হবে তার জন্য অর্থ বরাদ্দ অর্থাৎ পরিবারের নিয়মিত যা যা দরকার হয় সেগুলোর জন্য বাজেট করব। যেসব জিনিস পছন্দ ,কিন্তু দৈনন্দিন জীবনযাপনে সেগুলো না হলেও চলে সেসব খাতে আপাতত ব্যয় না করে অর্থ সঞ্চয় করে রাখবো। |
ধরে নাও, তোমার কোন আত্মীয় কাপড়ের ব্যবসা করেন মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিবে?
১। দোকানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। ২। ক্রেতার চাহিদা ও পছন্দ অনুযায়ী কাপড় রাখার পরামর্শ দেব। ৩। বাকিতে কাপড় বিক্রি করার জন্য নিরুৎসাহিত করব। ৪। কর্মচারী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বিশ্বস্ত ও সৎ কিনা তা যাচাই করতে বলবো। |
এই অধ্যায়ে নতুন যা যা শিখেছি
১। পরিবারের ব্যয় পরিকল্পনা তৈরি করেছি। ২। স্বল্পমেয়াদী ,মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সম্পর্কে ধারণা পেয়েছি। ৩। পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপগুলো সম্পর্কে জেনেছি। |
Related Posts
- মমতাদি গল্পের সারাংশ বা মূলভাব – নবম-দশম শ্রেণির বাংলা
- আমি কোনো আগন্তুক নই কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- স্মৃতিস্তম্ভ কবিতার প্রশ্ন উত্তর -আলাউদ্দিন আল আজাদ -৯ম শ্রেণির বাংলা
- গোলাম মোস্তফার পল্লী মা কবিতার প্রশ্ন উত্তর – ৯ম শ্রেণির বাংলা
- নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ২০২৪ PDF সহ
- Class 9 Math Book Bangla and English Version PDF
- বনের ধারে বরফ পড়া সাজে কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- Compare and Contrast Essay: Human Brain and Artificial Intelligence (AI)
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সিলেবাস ২০২৪ PDF সহ সকল বিষয়
- স্বাস্থ্য সুরক্ষা ৯ম শ্রেণি ১ম অধ্যায় (সব ছকের সমাধান)