আর্থিক ভাবনা বা অর্থনৈতিক চিন্তা একটি গুরুত্বপূর্ণ দিক, যা আমাদের দৈনন্দিন জীবন ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে। এই পোস্টে আর্থিক ভাবনা নবম শ্রেণি প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনী (MCQ) লিখে দিলাম।
Table of Contents
আর্থিক ভাবনা নবম শ্রেণি প্রশ্ন উত্তর
১। পারিবারিক আর্থিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
উত্তর : আয়ের সঙ্গে ব্যয় সামঞ্জস্য রাখা।
২। ঝুঁকিহীন বিনিয়োগ সাধারণত কী নামে পরিচিত?
উত্তর : নিরাপদ বিনিয়োগ।
৩। জমির নকশায় যে পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিত করা হয় তাকে কী বলে?
উত্তর : দাগ নম্বর বা প্লট নম্বর।
৪। নামজারি খতিয়ানের কাজ কোন অফিসে সম্পন্ন হয়?
উত্তর : উপজেলা ভূমি অফিসে।
৫। পরিবারে প্রতিমাসে কোন ব্যয় দরকারী হয়?
উত্তর : নিয়মিত ব্যয়।
৬। বাংলাদেশের প্রথম ভূমি জরিপ কোনটি?
উত্তর : সি এস জরিপ।
৭। বিনিয়োগের মূল উদ্দেশ্য কী?
উত্তর : সম্পদ বৃদ্ধিকরণ।
৮। জমির নকশায় যে পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিত করা হয় তাকে কী বলে?
উত্তর : দাগ নম্বর বা প্লট নম্বর।
৯। আয়ের চেয়ে ব্যয় বেশি হলে কী হয়?
উত্তর : ঋণ করতে হয়।
১০। মৌলিক চাহিদা পূরণে কীসের প্রয়োজন হয়?
উত্তর : অর্থের।
১১। পরিবারের সদস্যদের মাধ্যমে উপার্জিত অর্থকে কী বলে?
উত্তর : পারিবারিক আয়।
১২। স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত কোনো কোম্পানির শেয়ারকে কী বলে?
উত্তর : ইক্যুইটি ইনস্ট্রুমেন্ট।
১৩। জমির নকশায় যে পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিত করা হয় তাকে কী বলে?
উত্তর : দাগ নম্বর বা প্লট নম্বর।
১৪। আয়-ব্যয় সমান হলে তাকে কী বলে?
উত্তর : শূন্য সঞ্জয়।
১৫। পরোক্ষ বিনিয়োগের ধরন কয়টি?
উত্তর : তিনটি।
১৬। পরিবারে কয় ধরনের ব্যয় থাকে?
উত্তর : দুই ধরনের।
১৭। বাংলাদেশের সর্বশেষ সরেজমিন জরিপ কোনটি?
উত্তর : বি এস খতিয়ান।
১৮। সঞ্চয়ের সবচেয়ে বড় উদ্দেশ্য কী?
উত্তর : ভবিষ্যতে পারিবারিক বিনিয়োগ।
১৯। নামজারি খতিয়ানের কাজ কোন অফিসে সম্পন্ন হয়?
উত্তর : উপজেলা ভূমি অফিসে।
২০। স্বল্পমেয়াদি বিনিয়োগের মেয়াদ কত বছরের হয়?
উত্তর : এক বছর।
২১। অনলাইনে নামজারির কাজকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর : ই-নামজারি।
২২। যেকোনো প্রকার স্বত্ব বা মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণক কোনটি?
উত্তর : দলিল।
২৩। কোন খাতে বিনিয়োগ স্বাভাবিক বিবেচনায় লাভজনক?
উত্তর : জমি বা ফ্লাটে।
২৪। নকশা অর্থ কী?
উত্তর : প্রতিচ্ছবি।
২৫। আয়-ব্যয় সমান হলে তাকে কী বলে?
উত্তর : শূন্য সঞ্জয়।
২৬। পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার ধাপ কয়টি?
উত্তর : পাঁচটি।
২৭। কোন খাতে বিনিয়োগ স্বাভাবিক বিবেচনায় লাভজনক?
উত্তর : জমি বা ফ্লাটে।
২৮। কোনো ব্যক্তি নিজ দায়িত্বে বিনিয়োগ করলে তাকে কী বলে?
উত্তর : প্রত্যক্ষ বিনিয়োগ।
আর্থিক ভাবনা নবম শ্রেণি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
১। আমাদের সুখের ঠিকানা কোনটি ?
ক) স্কুল
খ) অফিস
গ) কলেজ
ঘ) পরিবার ✔
২। মৌলিক চাহিদা পূরণ করার জন্য কোনটি প্রয়োজন?
ক) অর্থ ✔
খ) ভালোবাসা
গ) সম্পত্তি
ঘ) শিক্ষা
৩। পারিবারিক আয় থেকে বিভিন্ন জিনিস কেনার জন্য যে পরিমাণ ব্যয় করি তাকে কী বলে?
ক) পারিবারিক সঞ্জয়
খ) পারিবারিক ব্যয় ✔
গ) পারিবারিক বিনিয়োগ
ঘ) পারিবারিক হিসাব
৪। পারিবারিক আর্থিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
ক) ব্যয়ের সাথে আয়ের সামঞ্জস্য
খ) ব্যয়ের সাথে সঞ্চয়ের সামঞ্জস্য
গ) আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য ✔
ঘ) আয়ের সাথে বিনিয়োগের সামঞ্জস্য
৫। সঞ্চয় কখন হয়?
ক) আয়ের থেকে ব্যয় কম হলে ✔
খ) ব্যয়ের থেকে আয় কম হলে
গ) আয়ের থেকে ব্যয় বেশি হলে
ঘ) আয়ের থেকে বিনিয়োগ বেশি হলে
৬। নিচের কোন অবস্থায় সঞ্চয়ের পরিমাণ শূন্য হয় ?
ক) আয় > ব্যয়
খ) আয় < বিনিয়োগ
গ) আয় < ব্যয়
ঘ) আয় = ব্যয় ✔
৭। একটি পরিবারের যে ব্যয় প্রতি মাসেই প্রয়োজন হয় তাকে কী বলে?
ক) নিয়মিত ব্যয় ✔
খ) আকস্মিক ব্যয়
গ) অনিয়মিত ব্যয়
ঘ) মৌসুমি ব্যয়
৮। একটি পরিবারের যে ব্যয় অনেকদিন পরপর হয় তাকে কী বলে?
ক) নিয়মিত ব্যয়
খ) মৌসুমি ব্যয়
গ) অনিয়মিত ব্যয় ✔
ঘ) আকস্মিক ব্যয়
৯। মুদি পণ্য, শিশুখাদ্য, পরিবহন খরচ প্রভৃতি কোন ধরনের ব্যয়?
ক) নিয়মিত ব্যয় ✔
খ) অনিয়মিত ব্যয়
গ) মৌসুমি ব্যয়
ঘ) আকস্মিক ব্যয়
১০। চিকিৎসা ব্যয় ও মেরামত ব্যয় কোন ধরনের ব্যয়?
ক) অনিয়মিত ব্যয় ✔
খ) আকস্মিক ব্যয়
গ) মৌসুমি ব্যয়
ঘ) নিয়মিত ব্যয়
১১। আয়ের যে অংশ ভবিষ্যৎ ব্যবহারের জন্য জমা রাখা হয়। তাকে কী বলে?
ক) বিনিয়োগ
খ) ব্যয়
গ) আয়
ঘ) সঞ্চয় ✔
১২। সঞ্চয়ের বড় উদ্দেশ্য কী থাকে?
ক) ভবিষ্যতে পারিবারিক বিনিয়োগ ✔
খ) ভবিষ্যতে পারিবারিক ব্যয়
গ) ভবিষ্যতে পারিবারিক আয়
ঘ) ভবিষ্যতে পারিবারিক বাজেট
১৩। বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট প্রভৃতি কোন ধরনের ব্যয়?
ক) বিনোদন
খ) ইউটিলিটি ✔
গ) ঘর সাজানো
ঘ) শিক্ষা
১৪। সঞ্জিত অর্থ দিয়ে কীভাবে আয় করা যায়?
ক) বিনিয়োগের মাধ্যমে ✔
খ) বাজেট তৈরির মাধ্যমে
গ) প্রকল্প গ্রহণের মাধ্যমে
ঘ) প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে
১৫। পাঠ্যবইয়ে উল্লিখিত দৃশ্যকল্প-১ এ রহমান সাহেবের পেশা কী?
ক) ব্যবসায়
খ) বিনিয়োগকারী
গ) চাকরি ✔
ঘ) ঠিকাদার
১৬। রহমান সাহেবকে তার প্রবাসি ছোট ভাই কত টাকা পাঠিয়েছিলেন?
ক) একলক্ষ
খ) তিনলক্ষ
গ) দুইলক্ষ ✔
ঘ) চারলক্ষ
১৭। কোন ধরনের বিনিয়োগে লোকসানের ঝুঁকি নেই?
ক) ব্যবসায়
খ) মাছ চাষ
গ) পশুপালন
ঘ) সঞ্চয়পত্র ক্রয় ✔
১৮। লাভের আশায় সজ্জিত অর্থ কোথাও লগ্নি করাকে কী বলে?
ক) বিনিয়োগ ✔
খ) বাজেট
গ) ব্যয়
ঘ) আয়
১৯। স্বল্পমেয়াদি বিনিয়োগের সময় কত?
ক) ১ বছর
খ) ২ বছর
গ) (১–২) বছর ✔
ঘ) ৪ বছর
২০। মধ্যমমেয়াদি বিনিয়োগ কত সময়ের জন্য করা হয়?
ক) ১ বছর
খ) (১–২) বছর
গ) (১–৩) বছর ✔
ঘ) (২-৫) বছর
২১। ৩ বছরের বেশি সময় ধরে বিনিয়োগকে বলা হয়-
ক) স্বল্পমেয়াদি বিনিয়োগ
খ) দীর্ঘমেয়াদি বিনিয়োগ ✔
গ) মধ্যমমেয়াদি বিনিয়োগ
ঘ) ক্ষুদ্রমেয়াদি বিনিয়োগ
২২। ব্যাংকের মেয়াদি আমানত, সরকারি সঞ্চয়পত্র প্রভৃতি কোন ধরনের পণ্য?
ক) মৌসুমি পণ্য
খ) ঋণ পণ্য
গ) মূলধনি পণ্য
ঘ) আমানতি পণ্য ✔
২৩। কোম্পানি মূলধনের ক্ষুদ্র অংশকে কী বলে?
ক) শেয়ার ✔
খ) বিনিয়োগ
গ) মূলধন
ঘ) ঋণ
২৪। কোন ধরনের বিনিয়োগে ঝুঁকি কম?
ক) সরকারি সঞ্চয়পত্র
খ) স্থায়ী সম্পদ বিনিয়োগ
গ) শেয়ারবাজার
ঘ) ব্যাংকে ফিক্সড ডিপোজিট ✔