“আমি কোনো আগন্তুক নই” কবিতায় আহসান হাবীব জন্মভূমির প্রতি ভালোবাসা এবং ঐক্যবদ্ধতার অনুভূতি মানব মনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরে। এই পোস্টে আমি কোনো আগন্তুক নই MCQ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর ৯ম-১০ম শ্রেণির বাংলা লিখে দিলাম।
Table of Contents
আমি কোনো আগন্তুক নই MCQ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১। নিশিন্দা শব্দের অর্থ কী?
ক) ধানের মঞ্জরি
খ) অভাবী শ্রেণির প্রতিনিধি
গ) গ্রামীণ এক ধরনের গাছ
ঘ) গভীর রাত
উত্তরঃ গ) গ্রামীণ এক ধরনের গাছ
২। “আমি কোনো আগন্তুক নই” কবিতায় কে কবিকে চেনে বলে উল্লেখ করেছেন?
ক) জোনাকি
খ) বাঁশবাগান
গ) জমিনের ফুল
ঘ) মাছরাঙা
উত্তরঃ ঘ) মাছরাঙা
৩। “তারা জানে আমি কোনো আত্মীয় নই”— এ চরণে কবি কাদের কথা বলেছেন?
ক) খররৌদ্র, জলজ বাতাস
খ) কার্তিকের ধান, চিরোল পাতা
গ) নিশিন্দার ছায়া, ধানের মঞ্জরি
ঘ) জলজ বাতাস, টলমল শিশির
উত্তরঃ ক) খররৌদ্র, জলজ বাতাস
৪। “হাত রাখো বৈঠায় লাঙলে”— প্রকাশ পেয়েছে বাংলার—
ক) সৌন্দর্য
খ) জীবনধারা
গ) সমৃদ্ধি
ঘ) অভাব
উত্তরঃ খ) জীবনধারা
৫। “আমি কোনো আগন্তুক নই” কবিতায় বাতাস ছিল কেমন?
ক) তপ্ত
খ) স্নিগ্ধ
গ) জলজ
ঘ) কোমল
উত্তরঃ গ) জলজ
৬। কদম আলী কিসে নত?
ক) বার্ধক্য
খ) ক্লান্তিতে
গ) হতাশায়
ঘ) চিন্তায়
উত্তরঃ ক) বার্ধক্য
৭। কবি আহসান হাবীবের কবিতায় কিসের বিরুদ্ধে বক্তব্য ফুটে উঠেছে?
ক) শোষণ ও অনাচার
খ) সামাজিক বৈষম্য
গ) সাম্প্রদায়িকতা
ঘ) পরাধীনতা
উত্তরঃ খ) সামাজিক বৈষম্য
৮। কবি আহসান হাবীবের শরীরে কী লেগে আছে?
ক) ধানের মনঞ্জুরি
খ) টলমল শিশির
গ) জলজ বাতাস
ঘ) মাটির সুবাস
উত্তরঃ ঘ) মাটির সুবাস
৯। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক) ছায়াহরিণ
খ) সারা দুপুর
গ) আশায় বসতি
ঘ) রাত্রিশেষ
উত্তরঃ ঘ) রাত্রিশেষ
১০। ‘স্নিগ্ধ মাটির সুবাস’ দ্বারা কবি কী বুঝিয়েছেন?
ক) মনোহর প্রকৃতি
খ) আকর্ষণীয় গ্রামবাংলা
গ) কাদামাটির গন্ধ
ঘ) গ্রামের সঙ্গে যোগসূত্র
উত্তরঃ গ) কাদামাটির গন্ধ
১১। অকাল বার্ধক্যে নত কে?
ক) জমিলার মা
খ) সখিনার মা
গ) কদম আলী
ঘ) সগীর আলী
উত্তরঃ গ) কদম আলী
১২। “খোদার কসম আমি ভিনদেশি পথিক নই/ আমি কোনো আগন্তুক নই”— কবির এই বলিষ্ঠ উচ্চারণের পেছনে যে চেতনা সক্রিয় ছিল—
ক) ধর্মভীরুতা
খ) স্বদেশপ্রীতি
গ) প্রকৃতিপ্রেম
ঘ) সাম্যবাদ
উত্তরঃ খ) স্বদেশপ্রীতি
১৩। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় জমিলার মায়ের রান্নাঘর কেমন?
ক) ধু-ধু মরুভূমির মতো
খ) শূন্য খা-খা
গ) নদীর কিনারের মতো
ঘ) অপরিষ্কার
উত্তরঃ খ) শূন্য খা-খা
১৪। কদম আলী অকাল বার্ধক্যে নত কেন?
ক) অভাবে
খ) সুখে
গ) চিন্তায়
ঘ) দুঃখে
উত্তরঃ ক) অভাবে
১৫। “আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি”— কে বলেছেন?
ক) আহসান হাবীব
খ) জমিলার মা
গ) কদম আলী
ঘ) রহিমা
উত্তরঃ ক) আহসান হাবীব
১৬। পুবের পুকুরের পাড়ে কী গাছ অবস্থিত?
ক) জারুল
খ) জামরুল
গ) ডুমুর
ঘ) নিশিন্দা
উত্তরঃ গ) ডুমুর
১৭। কবি আহসান হাবীব কোন পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন?
ক) দেশ বাংলা
খ) দৈনিক বাংলা
গ) বাংলার বাণী
ঘ) দৈনিক সংবাদ
উত্তরঃ খ) দৈনিক বাংলা
১৮। শিশিরের সাথে সম্পৃক্ত কোন মাস?
ক) পৌষ
খ) জ্যৈষ্ঠ
গ) শ্রাবণ
ঘ) ভাদ্র
উত্তরঃ ক) পৌষ
১৯। ডুমুরের ডাল কেমন?
ক) ঝাঁকড়া
খ) মোটা
গ) চিকন
ঘ) জাঁকালো
উত্তরঃ ক) ঝাঁকড়া
২০। কবি বৈঠায় লাঙলে হাত রাখতে বলেছেন কেন?
ক) পরশ অনুভবের জন্য
খ) শপথ নেওয়ার জন্য
গ) অস্তিত্ব প্রমাণের জন্য
ঘ) কবিকে খুঁজে পেতে
উত্তরঃ ক) পরশ অনুভবের জন্য
২১। “খোদার কসম আমি ভিনদেশি পথিক নই।” — এখানে কবির কোন অনুভূতি প্রকাশ পেয়েছে?
ক) প্রত্যয়
খ) প্রতিজ্ঞা
গ) আক্ষেপ
ঘ) আশা
উত্তরঃ ক) প্রত্যয়
২২। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় মাছরাঙার দৃষ্টি কেমন ছিল?
ক) স্থির
খ) অস্থির
গ) ঘোলাটে
ঘ) পানসে
উত্তরঃ ক) স্থির
২৩। চিরোল পাতায় কী দেখা যায়?
ক) বৃষ্টি
খ) ঘাসফড়িং
গ) কুয়াশা
ঘ) টলমল শিশির
উত্তরঃ ঘ) টলমল শিশির
২৪। কবি কী রকম পথিক নন?
ক) ভিনদেশি
খ) ভ্রান্ত
গ) শাশ্বত
ঘ) জাগ্রত
উত্তরঃ ক) ভিনদেশি
২৫। কবি কার ক্লান্ত চোখের আঁধার চেনেন?
ক) কদম আলীর
খ) আগন্তুকের
গ) জমিলার মার
ঘ) অবোধ বালকের
উত্তরঃ ক) কদম আলীর
২৬। কোথায় কবির হাতের স্পর্শ লেগে আছে বলে কবিতায় উল্লেখ করা হয়েছে?
ক) ডুমুরের ডালে
খ) বৈঠায় লাঙলে
গ) জমিনের ফুলে
ঘ) মাটিতে
উত্তরঃ খ) বৈঠায় লাঙলে
২৭। নিচের কোনটি আহসান হাবীবের গ্রন্থ?
ক) উদাত্ত পৃথিবী
খ) ধূসর পাণ্ডুলিপি
গ) সিরাজুম মুনীরা
ঘ) আশায় বসতি
উত্তরঃ ঘ) আশায় বসতি
২৮। কোন পাখি কবিকে চেনে?
ক) মাছরাঙা
খ) কাক
গ) বক
ঘ) দোয়েল
উত্তরঃ ক) মাছরাঙা
২৯। কবিতার সাক্ষী পুকুরটি কোন দিকে অবস্থিত?
ক) পূর্ব
খ) পশ্চিম
গ) উত্তর
ঘ) দক্ষিণ
উত্তরঃ ক) পূর্ব
৩০। এখানে ‘স্বাপ্নিক নিয়ম’ বলতে বোঝানো হয়েছে—
ক) কল্পনা
খ) বাস্তবতা
গ) চেতনা
ঘ) স্বপ্ন
উত্তরঃ গ) চেতনা
৩১। “আমি কোনো আগন্তুক নই” কবিতায় চারপাশের প্রকৃতিকে অনুভব করা যায়—
ক) প্রত্যক্ষভাবে
খ) ঘুমিয়ে
গ) নিজ সত্তায়
ঘ) হাতের স্পর্শ
উত্তরঃ ক) প্রত্যক্ষভাবে
৩২। নিশিন্দার ছায়া কিসের চাদরে ঢাকা?
ক) গোধূলির
খ) মেঘের
গ) স্পর্শ করে
ঘ) জ্যোৎস্নার
উত্তরঃ ঘ) জ্যোৎস্নার
৩৩। “এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারাদেশে”— এতে যা ফুটে উঠেছে—
ক) স্বদেশপ্রেমের আকুলতা
খ) স্বদেশ বিচ্ছেদের প্রতিকূলতা
গ) স্বদেশ অনুভবের উদ্বেলতা
ঘ) স্বদেশ সান্নিধ্যের সর্বব্যাপকতা
উত্তরঃ ঘ) স্বদেশ সান্নিধ্যের সর্বব্যাপকতা
৩৪। আহসান হাবীবের শরীরে লেগে আছে—
ক) মাটির সুবাস
খ) জলজ বাতাস
গ) স্বপ্নের ছায়া
ঘ) টলমল শিশির
উত্তরঃ ক) মাটির সুবাস
৩৫। “আমি কোনো আগন্তুক নই” কবিতায় বাতাস কেমন ছিল?
ক) তপ্ত
খ) জলজ
গ) কোমল
ঘ) স্নিগ্ধ
উত্তরঃ ঘ) স্নিগ্ধ
৩৬। “আমি কোনো আগন্তুক নই” কবিতায় কবি ‘স্নিগ্ধ মাটির সুবাস’ বলতে কী বুঝিয়েছেন?
ক) সুবাসিত মাটি
খ) মাটির কোমলতা
গ) কাজল কালো মাটি
ঘ) মায়াবী ও আকর্ষণীয় গ্রামবাংলা
উত্তরঃ ঘ) মায়াবী ও আকর্ষণীয় গ্রামবাংলা
৩৭। কোন সময়ের পাখিরা কবিকে চেনে?
ক) সকালের
খ) ক্লান্ত দুপুরের
গ) ক্লান্ত বিকেলের
ঘ) স্নিগ্ধ বিকেলের
উত্তরঃ গ) ক্লান্ত বিকেলের
৩৮। আহসান হাবীব-এর কিশোরপাঠ্য উপন্যাস কোনটি?
ক) ছুটির দিন দুপুরে
খ) মেঘ বলে চৈত্রে যাবো
গ) রানী খালের সাঁকো
ঘ) জোছনা রাতের গল্প
উত্তরঃ গ) রানী খালের সাঁকো
৩৯। নিশিন্দার ছায়া কী?
ক) প্রকৃতির সুর
খ) জ্যোৎস্নার স্মৃতি
গ) গাছের ছায়া
ঘ) বার্ধক্য জনিত ক্লান্ত চেহারা
উত্তরঃ গ) গাছের ছায়া
৪০। “আমি কোনো আগন্তুক নই” কবিতার সমাপ্তি ঘটেছে কোন অনুভূতি দিয়ে?
ক) নিজ সত্তার সুদৃঢ় ঘোষণা
খ) সৌন্দর্য
গ) মুগ্ধতায়
ঘ) না পাওয়ার বেদনা
উত্তরঃ ক) নিজ সত্তার সুদৃঢ় ঘোষণা
৪১। ‘অভ্যাগত’ শব্দটির অর্থ কী?
ক) নিমন্ত্রিত অতিথি
খ) অগ্রপথিক
গ) মেজবান
ঘ) ভিনদেশি পথিক
উত্তরঃ ক) নিমন্ত্রিত অতিথি
৪২। কবির দেখা থালাগুলো কীরূপ?
ক) ভেজা
খ) গন্ধযুক্ত
গ) শুকনো
ঘ) পরিষ্কার
উত্তরঃ গ) শুকনো
৪৩। জমিলার মা গাঁয়ের কোন শ্রেণির প্রতিনিধি?
ক) অভাবী
খ) সুখী
গ) দুঃখী
ঘ) অনাথ কিশোরীর
উত্তরঃ ক) অভাবী
৪৪। আহসান হাবীবের জন্ম কত সালে?
ক) ১৯১৮
খ) ১৯১৭
গ) ১৯১৬
ঘ) ১৯১৫
উত্তরঃ খ) ১৯১৭
৪৫। “আমি কোনো আগন্তুক নই” কবিতায় কখনকার মেঘ ক্লান্ত?
ক) নিশিরাইতের আঁধারের
খ) বিকেলের
গ) কার্তিকের
ঘ) রাতের
উত্তরঃ খ) বিকেলের
৪৬। কবি আহসান হাবীবের পেশা কী ছিল?
ক) রাজনীতি
খ) সাংবাদিকতা
গ) শিক্ষকতা
ঘ) কবিতা লেখা
উত্তরঃ খ) সাংবাদিকতা
৪৭। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক) ছায়াহরিণ
খ) সারা দুপুর
গ) রাত্রিশেষ
ঘ) আশায় বসতি
উত্তরঃ গ) রাত্রিশেষ
৪৮। “আমি কোনো আগন্তুক নই” কবিতায় বিস্তর জোনাকি কোথায়?
ক) পচা ডোবায়
খ) সুপারি বনে
গ) বাঁশবাগানে
ঘ) ডুমুরের ডালে
উত্তরঃ গ) বাঁশবাগানে
৪৯। কার ক্লান্ত চোখে আঁধার নেমেছে?
ক) জমিলার মায়ের
খ) কদম আলীর
গ) অবোধ বালকের
ঘ) সগীর আলীর
উত্তরঃ খ) কদম আলীর
৫০। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির সামনে কী?
ক) শূন্য খাঁ খাঁ রান্নাঘর
খ) সরু পথ
গ) ধানের ক্ষেত
ঘ) ধু-ধু নদীর কিনার
উত্তরঃ ঘ) ধু-ধু নদীর কিনার
৫১। মৃত্তিকাসংলগ্নতা ফুটে উঠেছে কোন কবিতায়?
ক) সেইদিন এই মাঠ
খ) আমি কোনো আগন্তুক নই
গ) সাহসী জননী বাংলা
ঘ) আমার পরিচয়
উত্তরঃ খ) আমি কোনো আগন্তুক নই
৫২। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবি পুবের কোনটিকে সাক্ষী করেছেন?
ক) ধানের ক্ষেত
খ) নদী
গ) পুকুর
ঘ) আকাশ
উত্তরঃ গ) পুকুর
৫৩। “আমি ছিলাম এখানে,-এখানে থাকার নাম সর্বত্রই থাকা”— কবি কোন নিয়মে সর্বত্রই থাকেন?
ক) প্রকৃতির
খ) স্বাভাবিক
গ) সময়ের
ঘ) স্বাপ্নিক
উত্তরঃ ঘ) স্বাপ্নিক
৫৪। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় মাছরাঙা কোন গাছে বসে আছে?
ক) ডুমুর
খ) জাবুল
গ) জামরুল
ঘ) নিশিন্দা
উত্তরঃ ক) ডুমুর
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
৫৫. আহসান হাবীবের সাংবাদিক জীবনে প্রবেশের কারণ-
i. সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ
ii. সাংবাদিকতাকে কর্মজীবনের জীবিকারূপে গ্রহণ
iii. সংবাদপত্রের সাহিত্য সম্পাদক হওয়ার বাসনা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) ii ও iii
উত্তর: খ) i ও ii
৫৬. “তাঁর কবিতার স্নিগ্ধতা পাঠকচিত্তে এক মধুর আবেশ সৃষ্টি করে।” এ বাক্যে ফুটে উঠেছে কবি আহসান হাবীবের কবিতার-
i. লালিত্য
ii. মাধুর্য
iii. মায়াময়তা
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৫৭. কবি আসমানের তারাকে সাক্ষী মেনেছেন, কারণ-
i. আকাশের তারা ত্রিকালদর্শী
ii. মিটি মিটি আলো জ্বেলে সে সবাইকে দেখে
iii. আকাশের তারা কবিদের খুব পছন্দ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) i ও iii
ঘ) ii ও iii
উত্তর: খ) i ও ii
৫৮. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার কদম আলীর অকাল বার্ধক্যের জন্য দায়ী করা যায়-
i. অভাবকে
ii. পুষ্টিহীনতাকে
iii. পরিশ্রমকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৫৯. মাছরাঙার স্থিরদৃষ্টিতে তাকিয়ে থাকার কারণ-
i. মাছ শিকার
ii. শিকারে মনোসংযোগ
iii. গোসল করবে বলে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) i ও ii
ঘ) i ও iii
উত্তর: গ) i ও ii
৬০. কবি আহসান হাবীবের মানসিক দৃঢ়তার প্রকাশ ঘটেছে যে লাইনে-
i. আমি কোনো অভ্যাগত নই
ii. খোদার কসম আমি ভিনদেশি পথিক নই
iii. আমি কোনো আগন্তুক নই
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৬১. অভ্যাগত-
i. আগন্তুক
ii. নিমন্ত্রিত অতিথি
iii. গৃহে এসেছে এমন ব্যক্তি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৬২. কবির ভিনদেশি পথিক না হওয়ার কারণ-
i. এ ব্যাপারে আসমানের তারা, জমিনের ফুল সাক্ষী
ii. পুবের পুকুর, ঝাঁকড়া ডুমুর ও মাছরাঙা কবিকে চেনে
iii. এ ব্যাপারে কবি স্রষ্টার নামে কসম করেন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
Related Posts
- অলিখিত উপাখ্যান গল্পের প্রশ্ন উত্তর – ৯ম শ্রেণির বাংলা
- ঝর্ণার গান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর
- শীতের সকাল অনুচ্ছেদ রচনা সকল শ্রেণির জন্য
- বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- আকাশ পরী গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা