“আমি কোনো আগন্তুক নই” কবিতায় আহসান হাবীব তাঁর জন্মভূমির সঙ্গে অটুট সম্পর্কের গভীরতা তুলে ধরেছেন। কবির ভাষায় গ্রামীণ জীবনযাত্রার প্রতিটি দিক—ধানক্ষেত, নদী, মাঠ—সবই যেন তাঁর আত্মার অঙ্গ। এই পোস্টে আমি কোনো আগন্তুক নই জ্ঞানমূলক প্রশ্ন উত্তর – ৯ম-১০ম শ্রেণির বাংলা লিখে দিলাম।
আমি কোনো আগন্তুক নই জ্ঞানমূলক প্রশ্ন
১। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘রাত্রিশেষ’।
২। কদম আলী কিসে নত?
উত্তর: কদম আলী অকাল বার্ধক্যে নত।
৩। অকাল বার্ধক্যে নত কে?
উত্তর: অকাল বার্ধক্যে নত কদম আলী।
৪। কবি কোন দেশি পথিক নন?
উত্তর: কবি ভিনদেশি পথিক নন।
৫। ধানের মঞ্জরি বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: ধানের মঞ্জরি হলো ধানের মুকুল বা শিষ।
৬। ‘আশায় বসতি’ কী ধরনের রচনা?
উত্তর: ‘আশায় বসতি’ আহসান হাবীবের কাব্যগ্রন্থ।
৭। কবি আহসান হাবীব-এর হাতের স্পর্শ কোথায় লেগে আছে?
উত্তর: কবি আহসান হাবীবের হাতের স্পর্শ লেগে আছে বৈঠায় ও লাঙলে।
৮। ধানের মঞ্জরি কী?
উত্তর: ধানের মঞ্জরি হলো মুকুল বা শিষ।
৯। কোন পাখি কবিকে চেনে?
উত্তর: মাছরাঙা পাখি কবিকে চেনে।
১০। কোন পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে আহসান হাবীব মৃত্যুবরণ করেন?
উত্তর: ‘দৈনিক বাংলা’ পত্রিকার সাহিত্য সম্পাদক থাকাকালে আহসান হাবীব মৃত্যুবরণ করেন।
১১। আহসান হাবীব কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: আহসান হাবীব ১৯১৭ সালে জন্মগ্রহণ করেন।
১২। আহসান হাবীব কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: আহসান হাবীব পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
১৩। আহসান হাবীব কোন পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন?
উত্তর: আহসান হাবীব ‘দৈনিক বাংলা’ পত্রিকার সাহিত্য সম্পাদক ছিলেন।
১৪। কত সালে আহসান হাবীব মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৮৫ সালে আহসান হাবীব মৃত্যুবরণ করেন।
১৫। আসমানের তারা কার সাক্ষী?
উত্তর: আসমানের তারা কবির সাক্ষী।
১৬। ‘নিশিরাইত’ অর্থ কী?
উত্তর: ‘নিশিরাইত’ অর্থ গভীর রাত।
১৭। কার দৃষ্টি স্থির?
উত্তর: মাছরাঙার দৃষ্টি স্থির।
১৮। মাছরাঙা কাকে চেনে?
উত্তর: মাছরাঙা কবিকে চেনে।
১৯। কে কোনো অভ্যাগত নন?
উত্তর: কবি কোনো অভ্যাগত নন।
২০। ‘আগন্তুক’ অর্থ কী?
উত্তর: ‘আগন্তুক’ অর্থ আগমন করেছে এমন অপরিচিত কেউ।
২১। কবি কার নামে শপথ নিয়েছেন?
উত্তর: কবি খোদার নামে শপথ নিয়েছেন।
২২। এখানে থাকা মানে কোথায় থাকা?
উত্তর: এখানে থাকা মানে সারাদেশে থাকা।
২৩। জ্যোৎস্নার চাদরে কী ঢাকা?
উত্তর: জ্যোৎস্নার চাদরে নিশিন্দার ছায়া ঢাকা।
২৪। কার চোখ ক্লান্ত?
উত্তর: কদম আলীর চোখ ক্লান্ত।
২৫। কবি কার চিরচেনা স্বজন?
উত্তর: কবি কদম আলীর চিরচেনা স্বজন।
২৬। কোথায় কবির হাতের স্পর্শ লেগে আছে?
উত্তর: বৈঠায় এবং লাঙলে কবির হাতের স্পর্শ লেগে আছে।
২৭। মাটিতে কার গন্ধ পাওয়া যাবে?
উত্তর: মাটিতে কবির গন্ধ পাওয়া যাবে।
২৮। কবি নদীকে কী নদী বলেছেন?
উত্তর: কবি নদীকে ‘উধাও নদী’ বলেছেন।
২৯। কে মুগ্ধ এক অবোধ বালক?
উত্তর: কবি মুগ্ধ এক অবোধ বালক।
Related Posts
- স্মৃতিস্তম্ভ কবিতার প্রশ্ন উত্তর -আলাউদ্দিন আল আজাদ -৯ম শ্রেণির বাংলা
- মেট্রোরেল সম্পর্কে অনুচ্ছেদ (সহজ ভাষায় সকল ক্লাসের জন্য)
- পল্লিসাহিত্য মূলভাব – মুহম্মদ শহীদুল্লাহ- ৯ম-১০ম শ্রেণির বাংলা
- বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বাবাকে পত্র বা চিঠি লেখার নিয়ম
- স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি