আমার পথ MCQ প্রশ্ন উত্তর (বহুনির্বাচনি প্রশ্ন)

নজরুল ইসলামের প্রবন্ধ “আমার পথ” তার চিন্তা ও দর্শনের একটি অসামান্য রচনা, যেখানে ব্যক্তি ও সমাজের মধ্যে সত্যের সম্পর্ক এবং আত্মপরিচয়ের গুরুত্বকে নতুন দৃষ্টিতে তুলে ধরা হয়েছে। এই পোস্টে আমার পথ MCQ প্রশ্ন উত্তর (বহুনির্বাচনি প্রশ্ন) -একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।

Image with Link Descriptive Text

আমার পথ mcq

১। ভুলের মাধ্যমে কী অর্জন করা সম্ভব?
ক) ভুল
খ) সত্য
গ) মিথ্যা
ঘ) ভণ্ডামি
উত্তর: খ) সত্য

২। ‘আমার পথ’ প্রবন্ধে কোন বিশ্বখ্যাত নেতার উল্লেখ করা হয়েছে?
ক) নেলসন ম্যান্ডেলা
খ) জর্জ ওয়াশিংটন
গ) মাওসে তুং
ঘ) মহাত্মা গান্ধী
উত্তর: ঘ) মহাত্মা গান্ধী

৩। নজরুলের মতে, কোন ধর্ম সবচেয়ে বড়?
ক) হিন্দুধর্ম
খ) ইসলাম ধর্ম
গ) বৌদ্ধধর্ম
ঘ) মানবধর্ম
উত্তর: ঘ) মানবধর্ম

৪। কোন ধরনের মানুষ অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
ক) যার নিজের ধর্মে বিশ্বাস আছে
খ) যার নিজের প্রতি বিশ্বাস আছে
গ) যার সব ধর্মে বিশ্বাস আছে
ঘ) যার কোনো ধর্ম বিশ্বাস নেই
উত্তর: ক) যার নিজের ধর্মে বিশ্বাস আছে

৫। কাকে ভয় দেখিয়ে কেউ কখনো পরাজিত করতে পারবে না?
ক) যে নিজেকে চেনে
খ) যে নিজেকে চেনে না
গ) যে অন্যকে চেনে
ঘ) যে অন্যকে চেনে না
উত্তর: ক) যে নিজেকে চেনে

৬। মানুষ কীভাবে নিজের মধ্যে শক্তি অনুভব করতে পারে?
ক) অপরকে জানার মাধ্যমে
খ) নিজেকে চেনার মাধ্যমে
গ) অপরের কল্যাণের মাধ্যমে
ঘ) অপরের সম্মানের মাধ্যমে
উত্তর: খ) নিজেকে চেনার মাধ্যমে

৭। কখন মানুষ নিজের সত্যকে অস্বীকার করে ফেলে?
ক) যখন নিজের সত্যকে জানে
খ) যখন নিজেকে চিনতে পারে
গ) যখন খুব বেশি বিনয় দেখায়
ঘ) যখন অহংকারী চিত্তের হয়
উত্তর: গ) যখন খুব বেশি বিনয় দেখায়

৮। ‘আমি আছি’ এই বাক্যে ‘আমার পথ’ প্রবন্ধে কী প্রতিফলিত হয়েছে?
ক) গান্ধীজি আছেন
খ) কবিগুরু আছেন
গ) আমার অস্তিত্ব
ঘ) কবির অস্তিত্ব
উত্তর: গ) আমার অস্তিত্ব

৯। নিজের ওপর অটুট বিশ্বাস রাখতে মহাত্মা গান্ধী কী শেখাচ্ছিলেন?
ক) প্রাবন্ধিক
খ) আত্মশক্তির অধিকারী
গ) মহাত্মা গান্ধী
ঘ) সত্য পথের সারথি
উত্তর: গ) মহাত্মা গান্ধী

১০। ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক কার বাণী গ্রহণ করতে অস্বীকার করেছেন?
ক) স্মৃতিবাক্য
খ) অনুকরণীয় বাক্য
গ) বেদবাক্য
ঘ) আদর্শ বাক্য
উত্তর: গ) বেদবাক্য

১১। ‘আমার পথ’ প্রবন্ধের লেখক সাহিত্য সমাজে কীভাবে পরিচিত ছিলেন?
ক) প্রাবন্ধিক
খ) কবি
গ) ঔপন্যাসিক
ঘ) গীতিকার
উত্তর: খ) কবি

১২। কাজী নজরুল ইসলাম কি হিসেবে অধিক পরিচিত?
ক) বিদ্রোহী কবি
খ) গীতিকার
গ) নাট্যকার
ঘ) ঔপন্যাসিক
উত্তর: ক) বিদ্রোহী কবি

১৩। কবি নজরুলকে কোথায় সমাহিত করা হয়েছে?
ক) জাতীয় মসজিদের পাশে
খ) জাতীয় কবরস্থানে
গ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ) সংসদ ভবনের পাশে
উত্তর: গ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

১৪। ছোটবেলায় কবি নজরুল কোন দলে গান গাইতেন?
ক) আপেরার
খ) যাত্রার
গ) লেটোর
ঘ) কবিগানের
উত্তর: গ) লেটোর

১৫। কাজী নজরুল ইসলাম কোন বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
ক) ১৩০৩
খ) ১৩০৪
গ) ১৩০৫
ঘ) ১৩০৬
উত্তর: ঘ) ১৩০৬

১৬। কাজী নজরুল ইসলামের পিতার নাম কী?
ক) কাজী ফকির আহমেদ
খ) কাজী জাফরুল্লাহ
গ) কাজী শরাফত উল্লাহ
ঘ) কাজী নজির আহমদ
উত্তর: ক) কাজী ফকির আহমেদ

১৭। কাজী নজরুল ইসলামের মাতার নাম কী?
ক) সালেহা খাতুন
খ) আলেয়া খাতুন
গ) জাহেদা খাতুন
ঘ) রাহেলা খাতুন
উত্তর: গ) জাহেদা খাতুন

১৮। কাজী নজরুল ইসলাম কোন ধরনের পরিবারে জন্মগ্রহণ করেছিলেন?
ক) উচ্চবিত্ত
খ) মধ্যবিত্ত
গ) স্বাবলম্বী
ঘ) দরিদ্র
উত্তর: ঘ) দরিদ্র

১৯। কাজী নজরুল ইসলাম কবে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন?
ক) ১৯১৫
খ) ১৯১৬
গ) ১৯১৭
ঘ) ১৯১৮
উত্তর: গ) ১৯১৭

২০। কবে কাজী নজরুল ইসলামকে এদেশে বরণ করা হয়?
ক) স্বাধীনতার পূর্বে
খ) কবি খ্যাতির পরে
গ) স্বাধীনতার পরে
ঘ) মৃত্যুর পরে
উত্তর: গ) স্বাধীনতার পরে

২১। ‘বাঁধনহারা’ কিসের একটি গ্রন্থ?
ক) গল্পগ্রন্থ
খ) কাব্যগ্রন্থ
গ) প্রবন্ধগ্রন্থ
ঘ) উপন্যাস
উত্তর: ঘ) উপন্যাস

২২। মহাত্মা গান্ধী মানুষকে কী শেখাতে চেয়েছিলেন?
ক) স্বাবলম্বন ও অটুট বিশ্বাস
খ) অবলম্বন ও অটুট বিশ্বাস
গ) পরনির্ভরশীল ও অটুট বিশ্বাস
ঘ) দাসত্ব ও অটুট বিশ্বাস
উত্তর: ক) স্বাবলম্বন ও অটুট বিশ্বাস

২৩। নজরুলের মতে, যদি মানুষ নিজের সত্যকে কর্ণধার হিসেবে জানে, তবে তার ওপর কী প্রভাব পড়ে?
ক) অবলম্বনের বিশ্বাস
খ) আত্মশক্তির বিশ্বাস
গ) দাসত্বের বিশ্বাস
ঘ) পরাশক্তির বিশ্বাস
উত্তর: খ) আত্মশক্তির বিশ্বাস

২৪। গান্ধীজির শিক্ষা অনুসরণ করলে ভারতবর্ষের মানুষ কী হবে না?
ক) পরনির্ভরশীল
খ) আত্মনির্ভরশীল
গ) স্বাবলম্বন
ঘ) দাস
উত্তর: ক) পরনির্ভরশীল

২৫। ‘মেকি’ শব্দের সঠিক অর্থ কী?
ক) আসমান
খ) মিথ্যা
গ) অভিবাদন
ঘ) সত্য
উত্তর: খ) মিথ্যা

২৬। ‘কুর্নিশ’ শব্দের অর্থ কী?
ক) অভিবাদন
খ) প্রেম
গ) মমতা
ঘ) মানবিকতা
উত্তর: ক) অভিবাদন

২৭। ‘আগুনের ঝাণ্ডা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) অগ্নেয়গিরি
খ) অগ্নিকাণ্ড
গ) অগ্নিপতাকা
ঘ) ধোঁকা
উত্তর: গ) অগ্নিপতাকা

২৮। যে ব্যক্তি নেতৃত্ব দানের সামর্থ্য রাখে, তাকে কী বলা হয়?
ক) কর্ণধার
খ) যোগ্যব্যক্তি
গ) শীর্ষ ব্যক্তি
ঘ) প্রধান সেনাপতি
উত্তর: ক) কর্ণধার

২৯। ‘আগুনের সম্মার্জনা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) মেজে ঘষে পরিষ্কার করা
খ) সত্য পথে আগুনের ঝাণ্ডা
গ) নেতৃত্বে প্রদানের হাতিয়ার
ঘ) সত্য পথে আগুনের পতাকা
উত্তর: খ) সত্য পথে আগুনের ঝাণ্ডা

৩০। ‘আমার পথ’ প্রবন্ধটির লেখক কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) আনিসুজ্জামান
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) মীর মশাররফ হোসেন
উত্তর: ক) কাজী নজরুল ইসলাম

৩১। ‘আমার পথ’ কী ধরনের রচনা?
ক) উপন্যাস
খ) ছোটগল্প
গ) প্রবন্ধ
ঘ) অভিভাষণ
উত্তর: গ) প্রবন্ধ

৩২। ‘আমার পথ’ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক) যুগ-বাণী
খ) রুদ্র-মঙ্গল
গ) দুর্দিনের যাত্রী
ঘ) রাজবন্দির জবানবন্দি
উত্তর: খ) রুদ্র-মঙ্গল

৩৩। কাজী নজরুল ইসলাম মানুষের মধ্যে কী গুণে মিলিয়ে ওঠার জন্য চেষ্টা করেছেন?
ক) সত্য ও নির্ভীক
খ) দৃঢ়সংকল্প
গ) মানবতাবাদী
ঘ) জীবনবাদী
উত্তর: ক) সত্য ও নির্ভীক

৩৪। ‘আমার পথ’ প্রবন্ধের ক্ষেত্রে কোন বাক্যটি সঠিক?
ক) আত্মনির্ভরতা স্বাধীনতা অর্জনের প্রথম কথা
খ) স্বাবলম্বী হওয়ার মাধ্যমে আমরা সক্রিয় হয়ে উঠেছি
গ) ভারতবাসী নিজের সত্যকেই নিজের কর্ণধার বলে মানে
ঘ) স্পষ্ট কথা বলায় একটা সবিনয় নিশ্চয়তা থাকে
উত্তর: ক) আত্মনির্ভরতা স্বাধীনতা অর্জনের প্রথম কথা

৩৫। ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে মানুষ কীভাবে নিজেকে ছোট করে ফেলে?
ক) খুব বেশি বিনয় দেখাতে গিয়ে
খ) খুব বেশি ক্ষমাশীলতা প্রকাশ করতে গিয়ে
গ) খুব বেশি মহত্ত্ব প্রকাশ করতে গিয়ে
ঘ) খুব বেশি সহানুভূতিশীল হতে গিয়ে
উত্তর: ক) খুব বেশি বিনয় দেখাতে গিয়ে

৩৬। ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিক কাকে নমস্কার জানিয়েছেন?
ক) পাঞ্জেরিকে
খ) ধূমকেতুকে
গ) জননেতাকে
ঘ) সত্যকে
উত্তর: ঘ) সত্যকে

৩৭। কী মানুষকে পথ দেখাবে, এমনটা প্রাবন্ধিক বিশ্বাস করেন?
ক) সত্য
খ) জননেতা
গ) গুরু
ঘ) দৃষ্টিভঙ্গি
উত্তর: ক) সত্য

৩৮। ‘আমার পথ’ প্রবন্ধে নজরুলের ‘আমি’ ভাবনা কোন অনুভূতির উচ্ছ্বাস সৃষ্টি করে?
ক) আনন্দের
খ) হতাশার
গ) সিন্ধুর
ঘ) কাজের উচ্ছ্বাস
উত্তর: গ) সিন্ধুর

৩৯। ‘আমার পথ’ প্রবন্ধে নজরুল কীসের জয়গান গেয়েছেন?
ক) নিজের সত্যের
খ) নিজের অস্তিত্বের
গ) নিজের অহমিকার
ঘ) নিজের কাজের
উত্তর: ক) নিজের সত্যের

৪০। কাজী নজরুল ইসলামের কোনটি উপন্যাস?
ক) মৃত্যু-ক্ষুধা
খ) রিক্তের বেদন
গ) ব্যথার দান
ঘ) রুদ্র-মঙ্গল
উত্তর: ক) মৃত্যু-ক্ষুধা

৪১। ‘রাজবন্দির জবানবন্দি’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
ক) কাব্যগ্রন্থ
খ) প্রবন্ধ
গ) উপন্যাস
ঘ) গল্পগ্রন্থ
উত্তর: খ) প্রবন্ধ

৪২। কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন?
ক) ১৩৮১
খ) ১৩৮৩
গ) ১৩৮৫
ঘ) ১৩৮৭
উত্তর: খ) ১৩৮৩

৪৩। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসেবে সমধিক পরিচিত ছিলেন কেন?
ক) শাসকগোষ্ঠীর বিরোধিতার জন্য
খ) ধনিকগোষ্ঠীর বিরোধিতার জন্য
গ) অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য
ঘ) কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য
উত্তর: গ) অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য

৪৪। এক হাতে বাঁশি আরেক হাতে রণতূর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল— এখানে ‘বাঁশি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) প্রকৃতি
খ) প্রেম
গ) সংগীত
ঘ) কাব্য
উত্তর: খ) প্রেম

৪৫। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংগীতকে কীভাবে সমৃদ্ধ করেছেন?
ক) সনেট ধারার কবিতা রচনা করে
খ) বাংলা গদ্যকে সহজতরভাবে উপস্থাপন করে
গ) নতুন বিষয় ও নতুন শব্দ যুক্ত করে
ঘ) মহাকাব্য রচনা করে
উত্তর: গ) নতুন বিষয় ও নতুন শব্দ যুক্ত করে

৪৬। বাংলাদেশের স্বাধীনতার পর কাজী নজরুল ইসলামকে দেশের নাগরিকত্ব দেয়ার প্রয়োজন ছিল কেন?
ক) বিদ্রোহী কবিতা রচনার জন্য
খ) রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার জন্য
গ) জন্মসূত্রে ভারতের নাগরিক ছিলেন বলে
ঘ) জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক ছিলেন বলে
উত্তর: গ) জন্মসূত্রে ভারতের নাগরিক ছিলেন বলে

৪৭। রইস সাহেব পেশাগত জীবনে বিভিন্ন সময়ে প্রতিরক্ষা বাহিনীতে চাকরি, পত্রিকা সম্পাদনা, অভিনয় প্রভৃতিতে জড়িত ছিলেন। রইস সাহেবের সাথে কোন সাহিত্যিকের সাদৃশ্য লক্ষ করা যায়?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) সুকান্ত ভট্টাচার্য
গ) কাজী মোতাহার হোসেন
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর: ঘ) কাজী নজরুল ইসলাম

৪৮। নজরুল ইসলাম যে সত্যের কথা প্রবন্ধে বলেছেন, তার সাথে কী সাদৃশ্য রয়েছে?
ক) অন্ধকারের
খ) আলোর
গ) কুসংস্কারের
ঘ) জড়তার
উত্তর: খ) আলোর

৪৯। কাজী নজরুল ইসলাম সবসময় মনেপ্রাণে কী চেয়েছেন?
ক) ভারতবর্ষের মানুষ মুক্তি পাক
খ) ভারতবর্ষের মানুষ পরাধীন থাকুক
গ) ভারতবর্ষের মানুষ দাসত্ব করুক
ঘ) ভারতবর্ষের মানুষ অশিক্ষিত থাকুক
উত্তর: ক) ভারতবর্ষের মানুষ মুক্তি পাক

৫০। নজরুলের সত্য অন্তরে ধারণ করলে একজন মানুষের ক্ষেত্রে কী হবে?
ক) সঠিক পথ পাবে
খ) সুখ্যাতি অর্জন করবে
গ) বিত্তশালী হবে
ঘ) অন্ধকারে নিমজ্জিত হবে
উত্তর: ক) সঠিক পথ পাবে

৫১। অন্তরে গোলামের ভাব দূর না হলে মানুষের মনের কী কাটবে না?
ক) অসারতা
খ) চাটুকারিতা
গ) দাসত্বপনা
ঘ) অন্ধকার
উত্তর: গ) দাসত্বপনা

৫২। আত্মাকে চিনলে মানুষের ভেতর কী আসে?
ক) দাসত্বপনা
খ) দাম্ভিকতা
গ) আত্মনির্ভরতা
ঘ) নিষ্ক্রিয়তা
উত্তর: গ) আত্মনির্ভরতা

৫৩। বাঙালিদের যেদিন আত্মনির্ভরতা আসবে, সেদিন বাঙালি সত্যি-সত্যিই কী হবে?
ক) স্বাধীন হবে
খ) পরাধীন থাকবে
গ) দাসত্বপনা করবে
ঘ) চাটুকারিতা করবে
উত্তর: ক) স্বাধীন হবে

৫৪। যার ভীত দুর্বল, তাকে কী করতে হবে?
ক) উপড়ে ফেলতে হবে
খ) ঘৃণা করতে হবে
গ) তোষামোদ করতে হবে
ঘ) রেখে দিতে হবে
উত্তর: ঘ) রেখে দিতে হবে

৫৫। ‘আমার পথ’ প্রবন্ধে লেখক কেন বিনয়ের চেয়ে মিথ্যাকে উত্তম বলেছেন?
ক) বিনয় নিজের সত্যকে ঢেকে দেয় বলে
খ) বিনয় মানুষকে অহংকারী করে বলে
গ) বিনয়ে মানুষের হীন স্বার্থ লুকিয়ে থাকে বলে
ঘ) বিনয় এক ধরনের অভিনয় বলে
উত্তর: ক) বিনয় নিজের সত্যকে ঢেকে দেয় বলে

৫৬। সফিক নিজেকে গুরু বলে জানে। ‘আমার পথ’ প্রবন্ধের বর্ণনা অনুযায়ী, সফিকের এই দর্শন কী নামে পরিচিত?
ক) ঈশ্বরকে চেনার পথ
খ) পৃথিবীকে চেনার মাধ্যমে
গ) আত্মাকে চেনার স্বীকারোক্তি
ঘ) আত্মপরিচয়ের ভ্রান্তি
উত্তর: গ) আত্মাকে চেনার স্বীকারোক্তি

৫৭। কোন পরিস্থিতিতে মানুষ নিজের সত্য জানার পর অন্যকে কুর্নিশ করে না?
ক) নিজে বলবান হলে
খ) নিজেকে চিনলে
গ) নিজে আদর্শবান হলে
ঘ) মহাজ্ঞানী হলে
উত্তর: খ) নিজেকে চিনলে

৫৮। পরাবলম্বন মানুষের প্রকৃতিতে কী ধরনের পরিবর্তন আনে?
ক) সক্রিয়
খ) নিষ্ক্রিয়
গ) উদ্যমী
ঘ) সাহসী
উত্তর: খ) নিষ্ক্রিয়

৫৯। “আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে।” – এর কারণ কী?
ক) মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে
খ) মানুষের ধর্মবিশ্বাস অটল হয় বলে
গ) দেহতাত্ত্বিক জ্ঞান অর্জন হয় বলে
ঘ) মনে অপার্থিব ভাবনা আসে বলে
উত্তর: ক) মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে

৬০। ‘আমার পথ’ প্রবন্ধে লেখক বাইরের গোলামি বলতে কী বোঝাতে চেয়েছেন?
ক) ঈশ্বরের গোলামি করা
খ) মিথ্যার গোলামি করা
গ) ব্যক্তি ও সমাজের গোলামি করা
ঘ) পরিবারের গোলামি করা
উত্তর: গ) ব্যক্তি ও সমাজের গোলামি করা

৬১। নতুন কিছু সৃষ্টি করতে হলে কী পদক্ষেপ নিতে হবে?
ক) পুরাতনের ধ্বংস
খ) পুরাতনের সংস্কার
গ) পুরাতনের সমন্বয়
ঘ) পুরাতনের পূজা
উত্তর: ক) পুরাতনের ধ্বংস

৬২। কোন ধরনের ভয় নজরুলকে বিপথে নিয়ে যেতে পারবে না?
ক) ভূত-পেত্নির ভয়
খ) রাজভয়-লোকভয়
গ) সমাজ-সংস্কৃতির ভয়
ঘ) দানবের ভয়
উত্তর: খ) রাজভয়-লোকভয়

৬৩। যদি মানুষ তার সত্যকে চেনে, তবে তার অন্তরে কী থাকতে পারে না?
ক) সত্যের ভয়
খ) মিথ্যার ভয়
গ) হিংসা-বিদ্বেষের ভয়
ঘ) লোকভয়
উত্তর: খ) মিথ্যার ভয়

৬৪। নিজেকে চিনলে মানুষের মধ্যে কী অনুভূতি চলে আসে?
ক) ভয়
খ) জোর
গ) শত্রুর ভয়
ঘ) ক্ষমতা
উত্তর: খ) জোর

৬৫। আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি কোনটি?
ক) সত্যকে পথপ্রদর্শনকারী বলে জানা
খ) মিথ্যাকে গুরু বলে জানা
গ) ধন-সম্পদকে সত্য বলে জানা
ঘ) পার্থিব জগৎকে সত্য বলে জানা
উত্তর: ক) সত্যকে পথপ্রদর্শনকারী বলে জানা

৬৬। ‘আমার পথ’ প্রবন্ধের লেখক কখন মানুষকে নিজের সত্যকে অস্বীকার করতে দেখেছেন?
ক) দম্ভ দেখাতে গিয়ে
খ) অহংকার দেখাতে গিয়ে
গ) বিনয় দেখাতে গিয়ে
ঘ) দ্বেষ দেখাতে গিয়ে
উত্তর: গ) বিনয় দেখাতে গিয়ে

৬৭। নজরুলের মতে, বিনয়ের চেয়ে কোন জিনিসটি ভালো?
ক) অহংকারের পৌরুষ
খ) বিজয়ের পৌরুষ
গ) দত্তের পৌরুষ
ঘ) কলঙ্কের পৌরুষ
উত্তর: ক) অহংকারের পৌরুষ

৬৮। স্পষ্ট কথা বললে কী প্রকাশ পায়?
ক) দুর্বিনীত
খ) সত্য
গ) মিথ্যা
ঘ) অহংকার
উত্তর: ক) দুর্বিনীত

Related Posts

Leave a Comment