কামরুল হাসানের ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধে লেখক বাংলাদেশের গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কুটিরশিল্প, তাঁতশিল্প, নকশিকাঁথা, মসলিন, জামদানি, খাদি, কাঁসা-পিতলের বাসন, পোড়ামাটির কাজ, কাঠের কাজ, শীতলপাটি, বাঁশের শিল্প এবং কাপড়ের পুতুলের মতো লোকশিল্পের বিভিন্ন দিক আলোচনা করেছেন। এই পোস্টে আমাদের লোকশিল্প বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ) লিখে দিলাম।
আমাদের লোকশিল্প বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
১। বাংলাদেশের মানুষের জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে কোনটি?
ক) কৃষি
খ) কুটিরশিল্প
গ) পশুপালন
ঘ) মৎস্যচাষ
উত্তরঃ খ) কুটিরশিল্প
২। ঢাকাই মসলিন তৈরি করতেন কারা?
ক) কুমোর
খ) পাল
গ) তাঁতি
ঘ) কামার
উত্তরঃ গ) তাঁতি
৩। মসলিন কাপড়ের জন্য কোন এলাকা বিখ্যাত ছিল?
ক) কুমিল্লা
খ) টাঙ্গাইল
গ) ডেমরা
ঘ) শাহজাদপুর
উত্তরঃ গ) ডেমরা
৪। মসলিন কাপড়ের অন্যতম বৈশিষ্ট্য কী ছিল?
ক) রঙিন হওয়া
খ) ভারী হওয়া
গ) সুক্ষ্ম হওয়া
ঘ) মোটা হওয়া
উত্তরঃ গ) সুক্ষ্ম হওয়া
৫। জামদানি শাড়ি মূলত কোথায় তৈরি হয়?
ক) নারায়ণগঞ্জ
খ) কুমিল্লা
গ) রাজশাহী
ঘ) খুলনা
উত্তরঃ ক) নারায়ণগঞ্জ
৬। নকশিকাঁথা তৈরির জন্য কত সময় লাগত?
ক) ১ মাস
খ) ৩ মাস
গ) ৬ মাস
ঘ) ১২ মাস
উত্তরঃ গ) ৬ মাস
৭। কোন ঋতুতে নকশিকাঁথা সেলাই করা হতো বেশি?
ক) গ্রীষ্ম
খ) বর্ষা
গ) শরৎ
ঘ) বসন্ত
উত্তরঃ খ) বর্ষা
৮। জামদানি শাড়ি তৈরির জন্য কোন নদীর পরিবেশ উপযোগী ছিল?
ক) মেঘনা
খ) যমুনা
গ) শীতলক্ষ্যা
ঘ) তিস্তা
উত্তরঃ গ) শীতলক্ষ্যা
৯। “কাটুনি” বলতে কী বোঝানো হয়?
ক) জামদানি বোনার কারিগর
খ) সুতা কাটার কারিগর
গ) মাটির কাজের কারিগর
ঘ) কাঠের কাজের কারিগর
উত্তরঃ খ) সুতা কাটার কারিগর
১০। কোন এলাকায় তাঁতশিল্প বেশি প্রচলিত?
ক) টাঙ্গাইল
খ) খুলনা
গ) বরিশাল
ঘ) সিলেট
উত্তরঃ ক) টাঙ্গাইল
১১। কোন কাপড় পুরোপুরি হাতে তৈরি হয়?
ক) খাদি
খ) জামদানি
গ) মসলিন
ঘ) নকশিকাঁথা
উত্তরঃ ক) খাদি
১২। খাদি কাপড় তৈরির জন্য তুলা কোথায় সংগ্রহ করা হতো?
ক) বাজার থেকে
খ) বিদেশ থেকে
গ) গ্রামে বসতবাড়ির আশপাশে
ঘ) সরকারি কারখানা থেকে
উত্তরঃ গ) গ্রামে বসতবাড়ির আশপাশে
১৩। পার্বত্য চট্টগ্রামের চাকমারা কোন শিল্পের সাথে জড়িত?
ক) কাঁসা-পিতলের কাজ
খ) তাঁতশিল্প
গ) মাটির শিল্প
ঘ) কাঠের নৌকা তৈরি
উত্তরঃ খ) তাঁতশিল্প
১৪। ঢাকার নবাবরা কোন বিশেষ ধরনের পাটি ব্যবহার করতেন?
ক) খেজুরপাতার পাটি
খ) কলাপাতার পাটি
গ) হাতির দাঁতের শীতলপাটি
ঘ) সিল্কের পাটি
উত্তরঃ গ) হাতির দাঁতের শীতলপাটি
১৫। কোন শহরে জামদানি তাঁতিরা বেশি বসবাস করেন?
ক) ময়মনসিংহ
খ) নওয়াপাড়া
গ) রাজশাহী
ঘ) কক্সবাজার
উত্তরঃ খ) নওয়াপাড়া
১৬। বাংলার কোন লোকশিল্প আজও আধুনিক গৃহসজ্জায় ব্যবহৃত হয়?
ক) নকশিকাঁথা
খ) কাঁসা-পিতলের সামগ্রী
গ) টেপা পুতুল
ঘ) বাঁশের তৈরি সামগ্রী
উত্তরঃ খ) কাঁসা-পিতলের সামগ্রী
১৭। মাটির টেপা পুতুলের সাথে কোন সম্প্রদায়ের শিল্পীদের সম্পর্ক আছে?
ক) কামার
খ) কুমোর
গ) তাঁতি
ঘ) পাল
উত্তরঃ খ) কুমোর
১৮। বাংলাদেশের কোন জেলার মাদুর বিখ্যাত?
ক) খুলনা
খ) বরিশাল
গ) রাজশাহী
ঘ) কুমিল্লা
উত্তরঃ ক) খুলনা
১৯। শীতলপাটি তৈরির জন্য কোন এলাকা প্রসিদ্ধ?
ক) রংপুর
খ) সিলেট
গ) বরিশাল
ঘ) ফরিদপুর
উত্তরঃ খ) সিলেট
২০। কোন উপকরণ দিয়ে টোপর তৈরি করা হয়?
ক) মাটি
খ) কাঠ
গ) সোলা
ঘ) কাঁসা
উত্তরঃ গ) সোলা
২১। হাতপাখা তৈরি হয় কোন উপকরণ দিয়ে?
ক) কাঠ
খ) মাটি
গ) তালপাতা
ঘ) পিতল
উত্তরঃ গ) তালপাতা
২২। কাঠের কারুকাজকে কী বলা হয়?
ক) মৃৎশিল্প
খ) হাসিয়া
গ) পিতলশিল্প
ঘ) তাঁতশিল্প
উত্তরঃ খ) হাসিয়া
২৩। ঢাকার নবাব পরিবার কোন লোকশিল্পের বিশেষ সংস্করণ তৈরি করিয়েছিল?
ক) জামদানি
খ) শীতলপাটি
গ) নকশিকাঁথা
ঘ) মসলিন
উত্তরঃ খ) শীতলপাটি
২৪। পোড়ামাটির কাজের সাথে কোন সম্প্রদায়ের লোকেরা বেশি জড়িত?
ক) কামার
খ) কুমোর
গ) তাঁতি
ঘ) পাল
উত্তরঃ খ) কুমোর
২৫। মৃৎশিল্পের অন্তর্ভুক্ত কোনটি?
ক) নকশিকাঁথা
খ) মাটির পুতুল
গ) কাঁসার বাসন
ঘ) জামদানি
উত্তরঃ খ) মাটির পুতুল
২৬। গ্রামবাংলার শিকারী পাখির জন্য কোন লোকশিল্প ব্যবহৃত হয়?
ক) টেপা পুতুল
খ) বাঁশের খাঁচা
গ) কাঠের নৌকা
ঘ) পিতলের বাসন
উত্তরঃ খ) বাঁশের খাঁচা
২৭। কোন উপাদান দিয়ে ‘শিকা’ তৈরি হয়?
ক) কাপড়
খ) বাঁশ
গ) দড়ি
ঘ) পিতল
উত্তরঃ গ) দড়ি
২৮। বাংলাদেশের লোকশিল্পকে কীভাবে সংরক্ষণ করা সম্ভব?
ক) বিদেশে রপ্তানি করে
খ) সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে
গ) নতুন প্রযুক্তি যোগ করে
ঘ) গ্রাম থেকে শিল্পীদের শহরে এনে
উত্তরঃ খ) সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে
২৯। কোনটি লোকশিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক?
ক) প্রযুক্তিগত উন্নয়ন
খ) ঐতিহ্য সংরক্ষণ
গ) যান্ত্রিক উৎপাদন
ঘ) রপ্তানি বৃদ্ধির চেষ্টা
উত্তরঃ খ) ঐতিহ্য সংরক্ষণ
৩০। ‘লোকশিল্প’ বলতে কী বোঝায়?
ক) বিদেশি দ্রব্য
খ) মেশিনে তৈরি শিল্প
গ) দেশি জিনিস দিয়ে হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্য
ঘ) আধুনিক প্রযুক্তির ব্যবহার
উত্তরঃ গ) দেশি জিনিস দিয়ে হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্য
৩১। ‘অমূল্য’ শব্দের অর্থ কী?
ক) যার মূল্য অনেক বেশি
খ) যার দাম কম
গ) যার মূল্য নির্ধারণ করা যায় না
ঘ) মূল্যহীন
উত্তরঃ গ) যার মূল্য নির্ধারণ করা যায় না
৩২। ‘অপ্রতুল’ শব্দের সঠিক অর্থ কী?
ক) প্রচুর
খ) যথেষ্ট নয়
গ) পর্যাপ্ত
ঘ) অতিরিক্ত
উত্তরঃ খ) যথেষ্ট নয়
৩৩। ‘লুপ্তপ্রায়’ বলতে কী বোঝায়?
ক) যেটি প্রচলিত
খ) যেটি লোপ পেতে বসেছে
গ) যেটি খুব জনপ্রিয়
ঘ) যেটি বেশি উৎপাদিত
উত্তরঃ খ) যেটি লোপ পেতে বসেছে
৩৪। ‘রেওয়াজ’ শব্দের অর্থ কী?
ক) নিয়ম বা রীতি
খ) আইন
গ) নতুন পদ্ধতি
ঘ) সিদ্ধান্ত
উত্তরঃ ক) নিয়ম বা রীতি
৩৫। ‘ঠিলা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) কাঠের বাক্স
খ) মাটির কলসি বা ঘট
গ) ধাতব পাত্র
ঘ) মাটির মূর্তি
উত্তরঃ খ) মাটির কলসি বা ঘট
৩৬। ‘টোপর’ কোন সম্প্রদায়ের বরের মাথার মুকুট?
ক) মুসলিম
খ) হিন্দু
গ) বৌদ্ধ
ঘ) খ্রিস্টান
উত্তরঃ খ) হিন্দু
৩৭। ‘টেকসই’ শব্দের অর্থ কী?
ক) শক্তপোক্ত বা মজবুত
খ) দুর্বল
গ) সহজে নষ্ট হয়
ঘ) একবার ব্যবহারযোগ্য
উত্তরঃ ক) শক্তপোক্ত বা মজবুত
৩৮। ‘সম্প্রসারণ’ বলতে কী বোঝায়?
ক) সংকোচন
খ) বিস্তার বা প্রসারিত করা
গ) ধ্বংস
ঘ) সরিয়ে ফেলা
উত্তরঃ খ) বিস্তার বা প্রসারিত করা
৩৯। ‘অনায়াসে’ শব্দের অর্থ কী?
ক) সহজে
খ) কষ্ট করে
গ) ধীরে ধীরে
ঘ) কঠিনভাবে
উত্তরঃ ক) সহজে
৪০। ‘খোদাই করা’ বলতে কী বোঝায়?
ক) রং করা
খ) খুঁচিয়ে খুঁচিয়ে আঁকা
গ) কাগজে লেখা
ঘ) মুছে ফেলা
উত্তরঃ খ) খুঁচিয়ে খুঁচিয়ে আঁকা
৪১। ‘ঘড়া’ শব্দের অর্থ কী?
ক) লোহার পাত্র
খ) কলসি
গ) কাঠের বাক্স
ঘ) ধাতব থালা
উত্তরঃ খ) কলসি
৪২। ‘ফরমাশকারী’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) যিনি আদেশ করেন
খ) যিনি তৈরি করেন
গ) যিনি বিক্রি করেন
ঘ) যিনি কিনে নেন
উত্তরঃ ক) যিনি আদেশ করেন
৪৩। ‘মৌসুম’ শব্দের অর্থ কী?
ক) নির্দিষ্ট সময় বা ঋতু
খ) জায়গার নাম
গ) খাদ্যদ্রব্য
ঘ) মানুষের নাম
উত্তরঃ ক) নির্দিষ্ট সময় বা ঋতু
৪৪। ‘সানকি’ বলতে কী বোঝায়?
ক) মাটির থালা
খ) কাঠের বাক্স
গ) লোহার পাত্র
ঘ) শীতের কাপড়
উত্তরঃ ক) মাটির থালা
৪৫। কামরুল হাসান কোথায় জন্মগ্রহণ করেন?
ক) ঢাকা
খ) রাজশাহী
গ) কলকাতা
ঘ) চট্টগ্রাম
উত্তরঃ গ) কলকাতা
৪৬। কামরুল হাসান কোন সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯১৮ খ্রিষ্টাব্দ
খ) ১৯২১ খ্রিষ্টাব্দ
গ) ১৯৩০ খ্রিষ্টাব্দ
ঘ) ১৯৪৫ খ্রিষ্টাব্দ
উত্তরঃ খ) ১৯২১ খ্রিষ্টাব্দ
৪৭। কামরুল হাসান মূলত কোন ক্ষেত্রে খ্যাতি অর্জন করেন?
ক) সাহিত্য
খ) চিত্রকলা
গ) সংগীত
ঘ) স্থাপত্য
উত্তরঃ খ) চিত্রকলা
৪৮। কামরুল হাসান কর্মজীবনে দীর্ঘদিন কোথায় অধ্যাপনা করেছেন?
ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
গ) ঢাকা আর্ট ইনস্টিটিউট
ঘ) রাজশাহী আর্ট কলেজ
উত্তরঃ গ) ঢাকা আর্ট ইনস্টিটিউট
৪৯। কামরুল হাসান কোন ধরনের উপকরণ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন?
ক) আধুনিক শিল্পের
খ) ঐতিহ্যবাহী স্থাপত্যের
গ) লোকশিল্পের
ঘ) প্রত্নতাত্ত্বিক নিদর্শনের
উত্তরঃ গ) লোকশিল্পের
৫০। কামরুল হাসান কোন সালে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৭৫ খ্রিষ্টাব্দ
খ) ১৯৮৮ খ্রিষ্টাব্দ
গ) ১৯৯২ খ্রিষ্টাব্দ
ঘ) ২০০০ খ্রিষ্টাব্দ
উত্তরঃ খ) ১৯৮৮ খ্রিষ্টাব্দ