আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন -একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা

সুকান্ত ভট্টাচার্যের “আঠারো বছর বয়স” কবিতাটি এক অসাধারণ রচনা। এই কবিতায় সুকান্ত কিশোর বয়সের দুঃসাহস, উদ্যম, এবং সংগ্রামের চিত্র এঁকেছেন। এই পোস্টে আঠারো বছর বয়স কবিতার ব্যাখ্যা – একাদশ দ্বাদশ শ্রেণির বাংলা লিখে দিলাম।

Image with Link Descriptive Text

আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন

১। কবি সুকান্ত ভট্টাচার্যের অকালমৃত্যু হয় কত বছর বয়সে?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্যের অকালমৃত্যু হয় ২১ বছর বয়সে।

২। ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি সবকিছুর পরও কিসের জয়ধ্বনি শুনতে পান?
উত্তর: ‘আঠারো বছর বয়স’ কবিতায় কবি সবকিছুর পরও আঠারোর জয়ধ্বনি শুনতে পান।

৩। আঠারো বছর বয়সে কিসের ঝুলি শূন্য থাকে না?
উত্তর: আঠারো বছর বয়সে প্রাণ দেয়া-নেয়ার ঝুলিটা শূন্য থাকে না।

৪। যৌবনে বয়সের কোন সময়ে দেহ কেঁপে ওঠে?
উত্তর: যৌবনে বয়সে আগন্তুক কালো লক্ষ দীর্ঘশ্বাসের বেদনায় দেহ কেঁপে ওঠে।

৫। আঠারো বছরের তরুণেরা কিসের মতো চলে?
উত্তর: আঠারো বছরের তরুণেরা বাষ্পের বেগে স্টিমারের মতো চলে।

৬। শপথের কোলাহলে কারা আত্মাকে সমর্পণ করে?
উত্তর: যারা আঠারো বছর বয়সী তরুণ, তারাই শপথের কোলাহলে আত্মাকে সমর্পণ করে।

৭। যৌবন কিসের মতো চলতে জানে?
উত্তর: যৌবন বাষ্পের বেগে স্টিমারের মতো চলতে জানে।

৮। আঠারো বছর বয়স কিসের মতো নয়?
উত্তর: আঠারো বছর ভীরু, কাপুরুষের মতো নয়।

৯। পাথর বাধা কোন বয়সে ভাঙা সম্ভব?
উত্তর: পাথর বাধা আঠারো বছর বয়সে ভাঙা সম্ভব।

১০। কবি কোন বয়সে সংশয় খুঁজে পাননি?
উত্তর: কবি আঠারো বছর বয়সে কোনো সংশয় খুঁজে পাননি।

১১। কোন বয়সে অবিশ্রান্ত আঘাত আসে?
উত্তর: আঠারো বছর বয়সে অবিশ্রান্ত আঘাত আসে।

১২। ‘পূর্বাভাস’ কী ধরনের রচনা?
উত্তর: ‘পূর্বাভাস’ একটি কাব্যগ্রন্থ।

১৩। কোন সময় বা বয়স বিপদের মুখে অগ্রণী ভূমিকা পালন করে?
উত্তর: আঠারো বছর বয়স বিপদের মুখে অগ্রণী ভূমিকা পালন করে।

১৪। কবির মতে আঠারো বছর বয়স বেদনায় কেমন করে কাঁপে?
উত্তর: কবির মতে আঠারো বছর বয়স বেদনায় থরোথরো করে কাঁপে।

১৫। আঠারো বছর বয়স কী জানে না?
উত্তর: আঠারো বছর বয়স কাঁদতে জানে না।

১৬। রক্তদান কী কাজ?
উত্তর: রক্তদান পুণ্য কাজ।

১৭। যৌবনে প্রতিনিয়ত কী উঁকি দিয়ে যায়?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য বিরচিত ‘আঠারো বছর বয়স’ কবিতায় নানা দুঃসাহসী স্বপ্ন, কল্পনা ও ভাবের উদ্যোগ যৌবনে নিত্য উকি দিয়ে যায়।

১৮। কোন সময় হাল ঠিকমতো রাখা কষ্টকর হয়ে পড়ে?
উত্তর: দুর্যোগের সময় হাল ঠিকমতো রাখা কষ্টকর হয়ে পড়ে।

১৯। আঠারো বছর বয়সে আঘাত কীভাবে আসে?
উত্তর: আঠারো বছর বয়সে আঘাত অবিশ্রান্তভাবে আসে।

২০। লক্ষ দীর্ঘশ্বাসে আঠারো বছর বয়সে রং কী হয়?
উত্তর: লক্ষ দীর্ঘশ্বাসে আঠারো বছর বয়সে রং কালো হয়।

২১। কবি সুকান্ত ভট্টাচার্যকে আমরা কোন যুগের বিদ্রোহী কবি বলতে পারি?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্যকে আমরা রবীন্দ্র-নজরুলোত্তর যুগের বিদ্রোহী কবি বলতে পারি।

২২। কোন বয়সে কানে আসে অসংখ্য মন্ত্রণা?
উত্তর: আঠারো বছর বয়সে কানে আসে অসংখ্য মন্ত্রণা।

২৩। কোন বয়সে জয়ধ্বনি শোনা যায়?
উত্তর: আঠারো বছর বয়সে জয়ধ্বনি শোনা যায়।

২৪। কে আঠারো জয়ধ্বনি শুনেছেন?
উত্তর: কবি আঠারো জয়ধ্বনি শুনেছেন।

২৫। যৌবনে পায়ের আঘাতে পাথর বাধা ভাঙতে চায়?
উত্তর: যৌবনে পায়ের আঘাতে পাথর বাধা ভাঙতে চায়।

২৬। আঠারো বছর বয়সে স্পর্ধা কী নেয়?
উত্তর: আঠারো বছর বয়সে স্পর্ধা মাথা তোলার ঝুঁকি নেয়।

২৭। কোন ক্ষেত্রে আঠারো বছর বয়স থামে না?
উত্তর: পথ চলার ক্ষেত্রে আঠারো বছর বয়স থামে না।

২৮। যৌবন কিসের মতো চলতে জানে?
উত্তর: যৌবন বাষ্পের বেগে স্টিমারের মতো চলতে জানে।

২৯। আঠারো বছর বয়স কী নয়?
উত্তর: ভীরু, কাপুরুষ নয়।

৩০। ‘রক্তদানের পুণ্য’ শব্দটি কাদের সাথে সাদৃশ্যপূর্ণ?
উত্তর: তরুণদের।

আঠারো বছর বয়স কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন

৩১. সুকান্ত ভট্টাচার্য কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯২৬ সালে।

৩২. সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: গোপালগঞ্জ।

৩৩. সুকান্ত ভট্টাচার্য কোন যুগের বিদ্রোহী তরুণ কবি?
উত্তর: রবীন্দ্র ও নজরুলোত্তর যুগের।

৩৪. সুকান্ত ভট্টাচার্য কোন সংঘের সঙ্গে জড়িত ছিলেন?
উত্তর: ফ্যাসিবিরোধী লেখক-শিল্পী সংঘ।

৩৫. সুকান্ত ভট্টাচার্য তাঁর কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন কীসের পক্ষে?
উত্তর: বিপ্লব ও মুক্তির পক্ষে।

৩৬. আঠারো বছর বয়সের কী নেই?
উত্তর: ভয়।

৩৭. সুকান্ত ভট্টাচার্য কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৪৭ সালে।

৩৮. আঠারো বছর বয়সে কী কানে আসে?
উত্তর: মন্ত্রণা।

৩৯. প্রাণবন্ত তরুণেরা কী দেখে ক্ষুব্ধ হয়?
উত্তর: অত্যাচার-শোষণ দেখে।

৪০. তারুণ্য স্বপ্ন দেখে কেন?
উত্তর: নতুন জীবনের প্রত্যাশায়।

৪১. ‘আঠারো বছর বয়স’ কবিতায় প্রতি চরণে মাত্রার বিন্যাসটি কেমন?
উত্তর: ৬+৬+২

৪২. ‘আঠারো বছর বয়সের ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া’ এ মহান মন্ত্রের বাহন কোনটি?
উত্তর: আত্মত্যাগ।

৪৩. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?
উত্তর: ছাড়পত্র।

৪৪. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কয় মাত্রার ছন্দে রচিত?
উত্তর: ছয় মাত্রার।

৪৫. এ দেশের বুকে কেন আঠারোকে নেমে আসতে বলা হয়েছে?
উত্তর: এ বয়স সাহসী, দুর্বার গতিসম্পন্ন ও কল্যাণব্রতী।

৪৬. ‘আঠারো বছর বয়স’ এর প্রধান বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তন ধাবমানতা।

৪৭. ‘আঠারো বছর বয়স’ কী ধরনের কবিতা?
উত্তর: জাতীয় চেতনামূলক।

৪৮. ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৪৮ সালে।

৪৯. ‘আঠারো বছর বয়স’ এর বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: আত্মপ্রত্যয়।

৫০. ‘আঠারো বছর বয়স’ কবিতার মূল বক্তব্য কী?
উত্তর: তারুণ্য ও যৌবনশক্তিকে জাতীয় শক্তিতে রূপান্তর।

৫১. ‘আঠারো বছর বয়স’ কবিতার প্রথম স্তবকে কী প্রকাশিত হয়েছে?
উত্তর: তারুণ্যের ভয়াবহ রূপ।

৫২. দুর্যোগের সময় কী ঠিকমতো রাখা ভার?
উত্তর: হাল।

৫৩. আঠারো বছর বয়সে কীসের প্রস্তুতি নিতে হয়?
উত্তর: স্বনির্ভর হওয়ার।

৫৪. আঠারো বছর বয়স দুর্বার কেন?
উত্তর: প্রচন্ড বেগে ধাবিত হয় বলে।

৫৫. ‘এ দেশের বুকে আঠারো আসুক নেমে’ – এ চরণে আঠারো বলতে কী বুঝায়?
উত্তর: জাগরণ।

৫৬. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন ছন্দে লেখা?
উত্তর: মাত্রাবৃত্ত।

৫৭. ‘ঘুম নেই’ কোন জাতীয় রচনা?
উত্তর: কাব্যগ্রন্থ।

Related Posts

Leave a Comment