“আকাশপরি” গল্পটি একটি মায়ের গভীর দুঃখ এবং যন্ত্রণার কাহিনি, যিনি মুক্তিযুদ্ধের ফলে তার আদরের মেয়ে হারিয়ে ফেলেছেন। গল্পের মাধ্যমে মা তার মেয়েকে স্মরণ করে, কল্পনায় কথা বলেন এবং প্রতিনিয়ত তাকে অনুভব করেন। এই পোস্টে আকাশ পরী গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা দিলাম।
Table of Contents
আকাশ পরী গল্পের মূলভাব
‘আকাশপরি’ গল্পে একজন মা সারাক্ষণ তার মেয়ের চিন্তায় বিভোর থাকেন। কল্পনায় তাকে নিয়ে ভাবেন, কথা বলেন। অথচ বাস্তবে তাকে কাছে পান না । মেয়েকে না পেয়ে মায়ের কষ্ট হয়, কান্না পায়। এছাড়া এই অসহায় মায়ের কষ্ট অনুভব করা ছাড়া আর কিছুই করার থাকে না। কেউ মারা গেলে তিনি সেখানে যেতে পারেন না। মায়ের এমন পরিণতির কারণ হলো তিনি তার আদরের মেয়েটিকে হারিয়ে ফেলেছেন। মেয়েটি তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। আকাশের পরি হয়ে গেছে। উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পুঁতে রাখা ভূমিমাইন বিস্ফোরণে এমন অনেকে অকালে ঝরে গেছে। মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানি সেনারা এ দেশ ত্যাগ করে চলে যায়। তখনও রয়ে যায় তাদের পুঁতে রাখা ভূমিমাইন। পরবর্তীতে এগুলোর বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়। অনেকে পঙ্গুত্ববরণ করে। যুদ্ধ শেষ হলেও এর ভয়াবহতা থেকে মুক্তি পায় না দেশের মানুষ। স্বাধীন দেশেও নিরাপদে থাকতে পারে না তারা। যেখানে স্বাধীনতাপ্রাপ্তির আনন্দে সকলের আনন্দে উল্লসিত নির্বিঘ্ন জীবন কাটানোর কথা, সেখানে ভয়াবহ যুদ্ধ উপকরণ ভূমিমাইনের বিস্ফোরণ বহু পরিবারকে নিঃশেষ করে দেয়। অনেকেই তাদের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করে। আবার অনেকে তাদের প্রিয়জন হারিয়ে যন্ত্রণাময় জীবন অতিবাহিত করে। গল্পের মাকেও এমন দুঃখের মধ্য দিয়ে জীবন কাটাতে দেখা যায়। এই মা ভূমিমাইন নিষিদ্ধ করার আন্দোলনের সমর্থক। তিনি মাইনমুক্ত সুন্দর ও নিরাপদ পৃথিবীর স্বপ্ন দেখেন ।
আকাশ পরী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন
১। ‘যুদ্ধ’ বিখ্যাত গ্রন্থটি কার লেখা?
উত্তর: ‘যুদ্ধ’ বিখ্যাত গ্রন্থটি সেলিনা হোসেনের লেখা।
২। ‘আকাশপরি’ গল্পে মেয়েটি কার কপালে হাত রাখল?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে মেয়েটি মায়ের কপালে হাত রাখল।
৩। ‘আকাশপরি’ গল্পে কে ভোরের আলো ভীষণ ভালোবাসে?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে মা ভোরের আলো ভীষণ ভালোবাসে।
৪। ‘আকাশপরি’ গল্পে কার চোখ দিয়ে জল গড়ায়?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে মায়ের চোখ দিয়ে জল গড়ায়।
৫। ‘আকাশপরি’ গল্পে তপুর কী হয়েছে?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে তপুর ডেঙ্গু জ্বর হয়েছে।
৬। ‘আকাশপরি’ গল্পে কে শিশু হাসপাতালে ভর্তি?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে তপু শিশু হাসপাতালে ভর্তি।
৭। ‘আকাশপরি’ গল্পে ভূমিমাইনের বিরুদ্ধে স্লোগান কী ছিল?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে ভূমিমাইনের বিরুদ্ধে স্লোগান ছিল— ‘মাইনমুক্ত পৃথিবীর জন্য লড়ে যেতে চাই’।
৮। ‘আকাশপরি’ গল্পে ভূমিমাইনের বিরুদ্ধে প্রতিবাদী প্রতীক কী ছিল?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে বিশাল চেয়ারটি ছিল ভূমিমাইনের বিরুদ্ধে প্রতিবাদী প্রতীক।
৯। ‘আকাশপরি’ গল্পে বিদেশ থেকে মা কী কিনে আনে?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে বিদেশ থেকে মা সুগন্ধি মোম কিনে আনে।
১০। ‘আকাশপরি’ গল্পে মা অভিভূত হয় কেন?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে মা শিশুদের আন্তরিকতায় অভিভূত হয়।
১১। ‘আকাশপরি’ গল্পে কে খিলখিল করে হেসে ওঠে?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে মেয়েটি খিলখিল করে হেসে ওঠে।
১২। ‘আকাশপরি’ গল্পে কাকে দেখে শিশুরা ছুটে এলো?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে মাকে দেখে শিশুরা ছুটে এলো।
১৩। ‘আকাশপরি’ গল্পে ভূমিমাইন কী?
উত্তর: মাটির নিচে পুঁতে রাখা হয় এমন বোমা।
১৪। জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উত্তর: জাতিসংঘের সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের জেনেভা।
১৫। শহিদ বুদ্ধিজীবী কবরস্থান ঢাকার কোথায় অবস্থিত?
উত্তর: শহিদ বুদ্ধিজীবী কবরস্থান ঢাকার মিরপুরে অবস্থিত।
১৬। ‘গায়ত্রী সন্ধ্যা’, ‘পোকামাকড়ের ঘরবসতি’— গ্রন্থগুলোর লেখক কে?
উত্তর: ‘যাপিত জীবন’, ‘গায়ত্রী সন্ধ্যা’, ‘মানুষটি’, ‘পোকামাকড়ের ঘরবসতি’— গ্রন্থগুলোর লেখক সেলিনা হোসেন।
১৭। ‘আকাশপরি’ গল্পে ভূমিমাইন নিষিদ্ধ করার আন্দোলনের কথা বলা হয়েছে?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে ভূমিমাইন নিষিদ্ধ করার আন্দোলনের কথা বলা হয়েছে।
১৮। ‘আকাশপরি’ গল্পে মায়ের নাকে কোন ফুলের গন্ধ আসে?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে মায়ের নাকে কামিনী ফুলের গন্ধ আসে।
১৯। ‘আকাশপরি’ গল্পে আকাশে উড়ে বেড়ায়?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে আকাশপরি আকাশে উড়ে বেড়ায়।
২০। ‘আকাশপরি’ গল্পে ভূমিমাইনের বিরুদ্ধে প্রতিবাদী প্রতীক কী ছিল?
উত্তর: ‘আকাশপরি’ গল্পে বিশাল চেয়ারটি ছিল ভূমিমাইনের বিরুদ্ধে প্রতিবাদী প্রতীক।
আকাশ পরী গল্পের বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)
১. সেলিনা হোসেন কত সালে জন্মগ্রহণ করেন?
(ক) ১৯৪০
(খ) ১৯৪৭
(গ) ১৯৪৫
(ঘ) ১৯৬২
উত্তরঃ (খ) ১৯৪৭
২. ‘দপ্তর’ অর্থ কী?
(ক) অফিস
(খ) ফাইলপত্র
(গ) আখড়া
(ঘ) চকলেট
উত্তরঃ (ক) অফিস
৩. দুই টুকরো পাউরুটির মাঝখানে সবজি ও মাংস দিয়ে বানানো খাবার বিশেষের নাম কী?
(ক) বার্গার
(খ) অমলেট
(গ) স্যান্ডউইচ
(ঘ) পিজা
উত্তরঃ (গ) স্যান্ডউইচ
৪. ‘আকাশপরি’ গল্পে কে ভোরের আলো ভীষণ ভালোবাসে?
(ক) লেখক
(খ) মেয়ে
(গ) মা
(ঘ) পরি
উত্তরঃ (গ) মা
৫. ‘আকাশপরি’ গল্পে মা বিদেশ থেকে কী কিনে আনেন?
(ক) খেলনা
(খ) মোম
(গ) হাত
(ঘ) নাক
উত্তরঃ (ক) খেলনা
৬. ‘আকাশপরি’ গল্পে ভূমিমাইনের কারণে মানুষ কী হারায়?
(ক) খেলনা
(খ) মোম
(গ) হাত
(ঘ) নাক
উত্তরঃ (খ) মোম
৭. ‘আকাশপরি’ গল্পে মা তার মেয়েকে নিয়ে কোন দেশে গিয়েছিল।
(ক) সুইজারল্যান্ড
(খ) ইংল্যান্ড
(গ) ভারত
(ঘ) পাকিস্তান
উত্তরঃ (ক) সুইজারল্যান্ড
৮. ‘আকাশপরি’ গল্পে ‘তপু’ মায়ের কী হয়?
(ক) বান্ধবীর ছেলে
(খ) বান্ধবীর মেয়ে
(গ) মেয়ের ছেলে
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) বান্ধবীর ছেলে
৯. ‘আকাশপরি’ গল্পে তপুকে দেখতে মা কোথায় যায়?
(ক) জেলখানায়
(খ) স্কুলে
(গ) শিশু হাসপাতালে
(ঘ) শিশুপার্কে
উত্তরঃ (গ) শিশু হাসপাতালে
১০. ‘আকাশপরি’ গল্পে তপুর কী হয়েছিল?
(ক) করোনা
(খ) অ্যাজমা
(গ) ক্যান্সার
(ঘ) ডেঙ্গু
উত্তরঃ (ঘ) ডেঙ্গু
১১. ‘আকাশপরি’ গল্পে মা হাসপাতালে পৌঁছানোর কত ঘণ্টা আগে তপু মারা যায়?
(ক) ২ ঘণ্টা
(খ) ১ ঘণ্টা
(গ) ৩ ঘণ্টা
(ঘ) ৪ ঘণ্টা
উত্তরঃ (ক) ২ ঘণ্টা
১২. ‘আকাশপরি’ গল্পে মেয়ের কবর কোথায়?
(ক) বনানী কবরস্থান
(খ) আজিমপুর কবরস্থান
(গ) জুরাইন কবরস্থান
(ঘ) বুদ্ধিজীবী কবরস্থান
উত্তরঃ (ঘ) বুদ্ধিজীবী কবরস্থান
১৩. ‘আকাশপরি’ গল্পে প্লেট ভেঙে গেলে কে এগিয়ে আসে?
(ক) এষা
(খ) বাবা
(গ) মা
(ঘ) তপু
উত্তরঃ (খ) ক+খ
১৪. ‘আকাশপরি’ গল্পে শিশুদের আন্তরিকতায় মা কী হয়?
(ক) স্মৃতিকাতর
(খ) বিষণ্ণ
(গ) দুঃখী
(ঘ) অভিভূত
উত্তরঃ (ঘ) অভিভূত
১৫. ‘আকাশপরি’ গল্পে শিশুরা মায়ের কাছে আগামী ঈদের জন্য কী চায়?
(ক) সালামি
(খ) ৩ টাকা
(গ) ফুল
(ঘ) জামা
উত্তরঃ (ঘ) জামা
১৬. ‘আকাশপরি’ গল্পে মায়ের নাকে কোন ফুলের গন্ধ আসে?
(ক) গোলাপ
(খ) বকুল
(গ) রজনীগন্ধা
(ঘ) কামিনী
উত্তরঃ (ঘ) কামিনী
১৭. ‘আকাশপরি’ কোন ধরনের রচনা?
(ক) গল্প
(খ) প্রবন্ধ
(গ) উপন্যাস
(ঘ) কবিতা
উত্তরঃ (গ) উপন্যাস
১৮. নিচের কোন গ্রন্থটি সেলিনা হোসেনের লেখা?
(ক) যাপিত জীবন
(খ) নৌকাডুবি
(গ) শ্রীকান্ত
(ঘ) দত্তা
উত্তরঃ (ক) যাপিত জীবন
১৯. নিচের কোন গ্রন্থটি সেলিনা হোসেনের লেখা নয়?
(ক) মানুষটি
(খ) গায়ত্রী সন্ধ্যা
(গ) যুদ্ধ
(ঘ) নীলপরি
উত্তরঃ (ঘ) নীলপরি
২০. সেলিনা হোসেন মূলত কী হিসেবে পরিচিত?
(ক) ভাষাতাত্ত্বিক
(খ) কথাসাহিত্যিক
(গ) নাট্যকার
(ঘ) কবি
উত্তরঃ (খ) কথাসাহিত্যিক
আরও পড়ুনঃ নিমগাছ গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি
আরও পড়ুনঃ অলিখিত উপাখ্যান গল্পের মূলভাব, সংক্ষিপ্ত প্রশ্ন ও বহুনির্বাচনি