মমতাজ উদ্দিন আহমেদের ‘সুখী মানুষ’ মূলত একটি নাটক। নাটকটি বুঝিয়ে দেয় যে, প্রকৃত সুখ ধনসম্পদে নয় বরং অন্তরের প্রশান্তিতে নিহিত। এই পোস্টে সুখী মানুষ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর লিখে দিলাম।
Table of Contents
সুখী মানুষ গল্পের জ্ঞানমূলক প্রশ্ন
১। ‘কবিরাজ’ শব্দের প্রমিত উচ্চারণ কী?
উত্তর: কোবিরাজ।
২। ‘ফতুয়া’ শব্দের অর্থ কী?
উত্তর: জামা।
৩। ‘অসুখ’ শব্দের সঠিক উচ্চারণ কী?
উত্তর: অশুখ।
৪। ‘দুঃখী’ শব্দের প্রমিত উচ্চারণ কী?
উত্তর: দুখি।
৫। ‘মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না।’- এটি কার সংলাপ?
উত্তর: হাসুর।
৬। ‘সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না।’- এটি কার সংলাপ?
উত্তর: কবিরাজের।
৭। ‘মানুষ এবং প্রাণী অমর নয়- এটি কার সংলাপ?
উত্তর: কবিরাজের।
৮। ‘মোড়ল’ শব্দের অর্থ কী?
উত্তর: গ্রামের প্রধান।
৯। ‘সোনাদানা’ শব্দটি প্রমিত উচ্চারণে কী হবে?
উত্তর: শোনাদানা হবে।
১০। ‘সুখী মানুষ’ নাটকের সংলাপে কোন ভাষা ব্যবহার করা হয়েছে?
উত্তর: প্রমিত ভাষা।
১১। নাটকে সংলাপ যাদের মুখ দিয়ে উচ্চারিত হয় তাদেরকে কী বলে?
উত্তর: চরিত্র।
১২। যাঁরা নাটক লেখেন— তাঁদের কী বলে?
উত্তর: নাট্যকার।
১৩। ‘নাটকে একজনের সঙ্গে অন্যজনের যেসব কথা হয় তাকে কী বলে?
উত্তর: সংলাপ।
১৪। ‘লোভে পাপ, পাপে মৃত্যু’- কবিরাজ এ কথা কাকে বলেছে?
উত্তর: মোড়লকে বলেছে।
১৫। ‘আমার তো কোনো জামা নেই ভাই!’— এটি কার সংলাপ?
উত্তর: কাঠুরে লোকটির।
১৬। ‘সুখী মানুষ’ নাটকটি কার লেখা?
উত্তর: মমতাজউদদীন আহমদের।
১৭। সুবর্ণপুরের মানুষকে কে বড়ো জ্বালিয়েছে?
উত্তর: মোড়ল।
১৮। ‘নাটতে’ শব্দের সমার্থক কোনটি?
উত্তর: গোসল করতে।
১৯। ‘আত্মীয়’ শব্দটির শুদ্ধ উচ্চারণ কী হবে?
উত্তর: আর্তিয়ো।
২০। ‘মানুষের কান্না দেখলে কে হাসে?
উত্তর: মোড়ল।
২১। ‘সুখী মানুষ’ নাটকে মোড়ল চরিত্রের বয়স কত?
উত্তর: পঞ্চাশ বছর।
২২। ‘সুখী মানুষ’ নাটকে কোন চরিত্রের বয়স সবচেয়ে কম?
উত্তর: রহমত।