বাংলা ব্যাকরণে সন্ধি বিচ্ছেদ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা আজকের পোস্টে আপনাদের বিগত বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যে সকল সন্ধি বারবার এসেছে, সেগুলো নিচের তালিকা করে দেখাবো। এগুলো পড়লেই সন্ধি বিচ্ছেদ কমন পাওয়া যাবে আশা করি।
সন্ধি কাকে বলে
সন্ধি শব্দের অর্থ মিলন। পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের অংশের আলোচ্য বিষয়। সন্ধি প্রধানত দুই প্রকার। স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি। সন্ধির প্রধান সুবিধা হল উচ্চারণের। তবে বাংলা ক্রিয়া পদের কোন সন্ধি হয় না।
Table of Contents
স্বরবর্ণের সন্ধি বিচ্ছেদ
রবীন্দ্র | রবি + ইন্দ্র |
পরীক্ষা | পরি + ঈক্ষা |
সতীন্দ্ৰ | সতী + ইন্দ্ৰ |
অতীন্দ্রিয় | অতি + ইন্দ্রিয় |
বারীশ | বারি + ঈশ |
সতীশ | সতী + ঈশ |
অভীষ্ট | অভি + ইষ্ট |
অভীপ্সা | অভি + ঈন্সা |
সুধীন্দ্র | সুধী + ইন্দ্ৰ |
দেবালয় | দেব + আলয় |
আশাতীত | আশা + অতীত |
রূপালি | রূপা + আলি |
জমানো | জমা + আনো |
বিদ্যালয় | বিদ্যা + আলয় |
মাত্রাধিক্য | মাত্রা + আধিক্য |
উত্তরাধিকার | উত্তর + অধিকার |
গ্রন্থাগার | গ্রন্থ + আগার |
রত্নাকর | রত্ন + আকর |
পুরাধ্যক্ষ | পুর + অধ্যক্ষ |
যথার্থ | যথা + অর্থ |
কথামৃত | কথা + অমৃত |
কটাক্ষ | কট + অক্ষ |
গঙ্গোর্মি | গঙ্গা + ঊর্মি |
বনৌষধি | বন + ওষধি |
মহৌষধি | মহা + ওষধি |
সূর্যোদয় | সূর্য + উদয় |
হিমালয় | হিম + আলয় |
হিমাচল | হিম + অচল |
নরাধম | নর + অধম |
পাগলামি | পাগল + আমি |
মরূদ্যান | মরু + উদ্যান |
ঢাকেশ্বরী | ঢাকা + ঈশ্বরী |
হিতোপদেশ | হিত + উপদেশ |
নবোঢ়া | নব + উঢ়া |
নীলোৎপল | নীল + উৎপল |
শিক্ষালয় | শিক্ষা + আলয় |
অপেক্ষা | অপ + ঈক্ষা |
পূর্ণেন্দু | পূর্ণ + ইন্দু |
মহৈক্য | মহা + ঐক্য |
মহৈশ্বর্য | মহা + ঐশ্বর্য |
প্রশ্নোত্তর | প্রশ্ন + উত্তর |
যথোচিত | যথা + উচিত |
অনূদিত | অনু + উদিত |
গুরুক্তি | গুরু + উক্তি |
কটূক্তি | কটু + উক্তি |
শুভেচ্ছা | শুভ + ইচ্ছা |
মহৈকত্ব | মহা + একত্ব |
ধর্মাধর্ম | ধর্ম + অধর্ম |
শশাঙ্ক | শশ + অঙ্ক |
মহৌদার্য | মহা + ঔদার্য |
গতানুগতিক | গত + অনুগতিক |
একেক | এক + এক |
কথোপকথন | কথা + উপকথন |
জনৈক | জন + এক |
দৈনিক | দিন + এক |
মতৈক্য | মত + ঐক্য |
দৃষ্টান্ত | দৃষ্ট + অন্ত |
ন্যূনাধিক | নূন + অধিক |
স্বাধীন | স্ব + অধীন |
স্বাধীনতা | স্ব + অধীনতা |
স্বায়ত্ত | স্ব + আয়ত্ত |
উত্তমর্ণ | উত্তম + ঋণ |
অধমর্ণ | অধম + ঋণ |
দেবর্ষি | দেব + ঋষি |
ভয়ার্ত | ভয় + ঋত |
স্বেচ্ছা | স্ব + ইচ্ছা |
যথেষ্ট | যথা + ইষ্ট |
ক্ষুধার্ত | ক্ষুধা + ঋত |
তৃষ্ণার্ত | তৃষ্ণা + ঋত |
মহর্ষি | মহা + ঋষি |
শীতার্ত | শীত + ঋত |
পর্যবেক্ষণ | পরি + অবেক্ষণ |
পর্যালোচনা | পরি + আলোচনা |
প্রত্যেক | প্রতি + এক |
দ্ব্যর্থ | দ্বি + অর্থ |
পর্যন্ত | পরি + অন্ত |
পর্যায় | পরি + আয় |
অত্যন্ত | অতি + অন্ত |
অত্যধিক | অতি + অধিক |
প্রত্যাবর্তন | প্রতি + আবর্তন |
প্রত্যাগমন | প্রতি + আগমন |
প্রত্যুত্তর | প্রতি + উত্তর |
অত্যুক্তি | অতি + উক্তি |
অধ্যক্ষ | অধি + অক্ষ |
অর্ধেক | অর্ধ + এক |
অত্যূর্ধ্ব | অতি + ঊর্ধ্ব |
অত্যাচার | অতি + আচার |
আদ্যন্ত | আদি + অন্ত |
ইত্যাদি | ইতি + আদি |
আদ্যোপান্ত | আদ্য + উপান্ত |
প্রত্যূষ | প্রতি + ঊষ |
ব্যর্থ | বি + অর্থ |
হিতৈষী | হিত + এষী |
উপর্যুক্ত | উপরি + উক্ত |
অধ্যুষিত | অধি + উষিত |
মস্যাধার | মসী + আধার |
জলৌকা | জল + ওকা |
তথৈব | তথা + এব |
জাত্যভিমান | জাতি + অভিমান |
যদ্যপি | যদি + অপি |
প্রত্যুক্তি | প্রতি + উক্তি |
ইত্যাকার | ইতি + আকার |
উপর্যুপরি | উপরি + উপরি |
ভূর্ধ্ব | ভূ + ঊর্ধ্ব |
প্রতীতি | প্রতী + ইতি |
স্বাগত | সু + আগত |
মন্বন্তর | মনু + অন্তর |
অন্বেষণ | অনু + এষণ |
অন্বিত | অনু + ইত |
গবেষণা | গো + এষণা |
গায়ক | গৈ + অক |
গবাদি | গো + আদি |
পাবক | পৌ + অক |
পবন | পো + অন |
ভাবুক | ভৌ + উক |
পিত্ৰালয় | পিতৃ + আলয় |
স্বল্প | সু + অল্প |
পশ্বধম | পশু + অধম |
মাত্রিচ্ছা | মাতৃ + ইচ্ছা |
পিত্রাদেশ | পিতৃ + আদেশ |
লবণ | লো + অন |
নাবিক | নৌ + ইক |
নায়ক | নৈ + অক |
পবিত্র | পো + ইত্ৰ |
শয়ন | শে + অন |
নয়ন | নে + অন |
শ্রবণ | শ্রু + অন |
ছেলেমি | ছেলে + আমি |
মিথ্যুক | মিথ্যা + উক |
যাচ্ছেতাই | যা + ইচ্ছা + তাই |
শতেক | শত + এক |
পনির | পনি + এর |
ব্যঞ্জনবর্ণের সন্ধি বিচ্ছেদ
অসদাচারণ | অসৎ + আচরণ |
জগদীশ | জগৎ + ঈশ |
বাগাড়ম্বর | বাক্ + আড়ম্বর |
মৃদঙ্গ | মৃৎ + অঙ্গ |
দিগন্ত | দিক্ + অন্ত |
সদানন্দ | সৎ + আনন্দ |
সদুপায় | সৎ + উপায় |
দিগ্ভ্রান্ত | দিক্ + ভ্রান্ত |
সদাশয় | সৎ + আশয় |
ষড়ঋতু | ষট্ + ঋতু |
ষড়ানন | ষট্ + আনন |
ণিজন্ত | ণিচ্ + অন্ত |
তদবধি | তৎ + অবধি |
সুবন্ত | সুপ্ + অন্ত |
উদ্ধার | উৎ + হার |
উচ্ছৃঙ্খল | উৎ + শৃঙ্খল |
উচ্ছ্বাস | উৎ + শ্বাস |
উল্লেখ | উৎ + লেখ |
উল্লিখিত | উৎ + লিখিত |
উল্লঙ্ঘন | উৎ + লঙ্ঘন |
উল্লাস | উৎ + লাস |
উচ্ছিষ্ট | উদ্ + শিষ্ট |
অনুচ্ছেদ | অনু + ছেদ |
পরিচ্ছদ | পরি + ছদ |
বৃক্ষচ্ছায়া | বৃক্ষ + ছায়া |
বিচ্ছেদ | বি + ছেদ |
বিচ্ছিন্ন | বি + ছিন্ন |
প্রচ্ছদ | প্র + ছদ |
কথাচ্ছলে | কথা + ছলে |
পরিচ্ছেদ | পরি + ছেদ |
মুখচ্ছবি | মুখ + ছবি |
প্রতিচ্ছবি | প্রতি + ছবি |
উন্নয়ন | উৎ + নয়ন |
উন্নত | উৎ + নত |
উচ্ছেদ | উৎ + ছেদ |
উচ্ছল | উৎ + ছল |
চলচ্চিত্র | চলৎ + চিত্র |
সচ্চরিত্র | সৎ + চরিত্র |
শরচ্চন্দ্র | শরৎ + চন্দ্র |
সচ্চিন্তা | সৎ + চিন্তা |
জগন্নাথ | জগৎ + নাথ |
মৃন্ময় | মৃৎ + ময় |
উন্মনা | উৎ + মনা |
বিপচ্ছায়া | বিপদ + ছায়া |
বাঙ্ময় | বাক্ + ময় |
বিপজ্জনক | বিপদ্ + জনক |
সঞ্চয় | সম্ + চয় |
সন্তাপ | সম্ + তাপ |
বজ্জাত | বদ্ + জাত |
সম্মান | সম্ + মান |
সন্ধান | সম্ + ধান |
বিদ্বজ্জন | বিদ্বৎ + জন |
যাবজ্জীবন | যাবৎ + জীবন |
জগজ্জীবন | জগৎ + জীবন |
সঙ্গীত | সম্ + গীত |
বিপজ্জাল | বিপদ + জাল |
সন্ধি | সম্ + ধি |
সন্নিহিত | সম্ + নিহিত |
শান্ত | শাম্ + ত |
কুজ্বটিকা | কুৎ + ঝটিকা |
উড্ডীয়মান | উৎ + ডীয়মান |
অহংকার | অহম + কার |
অলংকার | অলম্ + কার |
সংগত | সম্ + গত |
সংখ্যা | সম্ + খ্যা |
উড্ডীন | উৎ + ডীন |
বৃহঢক্কা | বৃহৎ + ঢক্কা |
তজ্জন্য | তৎ + জন্য |
শঙ্কা | শম্ + কা |
উজ্জ্বল | উৎ + জ্বল |
সংশয় | সম্ + শয় |
কিংবদন্তি | কিম্ + বদন্তি |
সংবাদ | সম + বাদ |
কিংবা | কিম্ + বা |
প্রিয়ংবদা | প্রিয়ম্ + বদা |
সংলাপ | সম্ + লাপ |
সংবিধান | সম্ + বিধান |
সর্বংসহা | সর্বম্ + সহা |
সংসার | সম্ + সার |
সংরক্ষণ | সম্ + রক্ষণ |
সংযম | সম্ + যম |
সংযোজন | সম্ + যোজন |
সংহার | সম্ + হার |
সংবর্ধনা | সম্ + বৰ্ধনা |
তৎসম | তদ্ + সম |
বিপৎসংকুল | বিপদ + সংকুল |
উত্থান | উৎ + স্থান |
কাঁচকলা | কাঁচা + কলা |
ঘোড়গাড়ি | ঘোড়া + গাড়ি |
পরিষ্কার | পরি + কার |
ঘোড়দৌড় | ঘোড়া + দৌড় |
নাতবৌ | নাতি + বৌ |
সংস্কার | সম্ + কার |
সংস্কৃত | সম্ + কৃত |
সংস্কৃতি | সম্ + কৃতি |
পরিষ্কৃত | পরি + কৃত |
উত্থাপন | উৎ + স্থাপন |
একচ্ছত্র | এক + ছত্র |
পদ্ধতি | পদ্ + হতি |
তদ্ধিত | তদ্ + হিত |
উদ্ধৃত | উৎ + হৃত |
কদ্দিন | কত + দিন |
এদ্দূর | এত + দূর |
উদ্ভব | উৎ + ভব |
বাগদান | বাক্ + দান |
ষড়যন্ত্র | ষট্ + যন্ত্র |
তদ্ভব | তৎ + ভব |
তদ্রূপ | তৎ + রূপ |
ভবিষ্যদ্বাণী | ভবিষ্যৎ + বাণী |
কিন্নর | কিম্ + নর |
দংশন | দন্ + শন |
সংশপ্তক | সম্ + শপ্তক |
ক্ষুৎপিপাসা | ক্ষুধ + পিপাসা |
ষষ্ঠ | ষষ্ + থ্ |
বৃষ্টি | বৃষ্ + তি |
কৃষ্টি | কৃষ্ + তি |
আকৃষ্ট | আকৃষ্ + ত |
বিমুগ্ধ | বিমুহ্ + ত |
তুষ্ট | তুষ্ + ত |
দুগ্ধ | দুহ্ + ত |
লব্ধ | লভ + ত |
বুদ্ধ | বুধ + ত |
চার্বাক | চারু + বাক্ |
ক্ষুন্নিবৃত্তি | ক্ষুধ + নিবৃত্তি |
গণ্য | গ + য |
যজ্ঞ | যজ্ + ন |
রাজ্ঞী | রাজ্ + নী |
যাচ্ঞা | যাচ্ + না |
তৎকাল | তদ্ + কাল |
উদ্ঘাটন | উৎ + ঘাটন |
উদ্যোগ | উৎ + যোগ |
তন্ময় | ত + ময় |
তন্মধ্যে | ত + মধ্যে |
বিসর্গ সন্ধি বিচ্ছেদ
মনোযোগ | মনঃ + যোগ |
মনোহর | মনঃ + হর |
মনোনয়ন | মনঃ + নয়ন |
মনোরম | মনঃ + রম |
আশীর্বাদ | আশীঃ + বাদ |
আবির্ভাব | আবিঃ + ভাব |
চতুর্থ | চতুঃ + থ |
ভূয়োদশী | ভূয়ঃ + দর্শী |
নিরাকার | নিঃ + আকার |
অকুতোভয় | অকুতঃ + ভয় |
ত্রয়োদশ | ত্রয়ঃ + দশ |
তিরোধান | তিরঃ + ধান |
নিরবধি | নিঃ + অবধি |
জ্যোতিরিন্দ্র | জ্যোতিঃ + ইন্দ্র |
ততোধিক | ততঃ + অধিক |
নিরাময় | নিঃ + আময় |
ইতোমধ্যে | ইতঃ + মধ্যে |
তপোবন | তপঃ + বন |
দুর্ভাগ্য | দুঃ + ভাগ্য |
দুর্নিবার | দুঃ + নিবার |
দুর্ঘটনা | দুঃ + ঘটনা |
দুর্গতি | দুঃ + গতি |
দুর্নীতি | দুঃ + নীতি |
পুনর্মিলন | পুনঃ + মিলন |
পুনরধিকার | পুনঃ + অধিকার |
প্রাতরাশ | প্রাতঃ + আশ |
দুশ্চিন্তা | দুঃ + চিন্তা |
পুনরুজ্জীবন | পুনঃ + উজ্জীবন |
পুনরায় | পুনঃ + আয় |
নির্মাণ | নিঃ + মান |
দুশ্চরিত্র | দুঃ + চরিত্র |
নিশ্চয় | নিঃ + চয় |
আবিষ্কার | আবিঃ + কার |
শিরশ্ছেদ | শিরঃ + ছেদ |
ধনুষ্টঙ্কার | ধনুঃ + টঙ্কার |
নিষ্ঠুর | নিঃ + ঠুর |
পুনরুক্ত | পুনঃ + উক্ত |
নিশ্ছিদ্র | নিঃ + ছিদ্র |
নমস্কার | নমঃ + কার |
চতুষ্পদ | চতুঃ + পদ |
নিষ্পাপ | নিঃ + পাপ |
নিষ্ফল | নিঃ + ফল |
নিষ্কর | নিঃ + কর |
ভ্রাতুষ্পুত্র | ভ্রাতুঃ + পুত্র |
মনস্কামনা | মনঃ + কামনা |
দুষ্কৃতি | দুঃ + কৃতি |
দুষ্কর | দুঃ + কর |
তিরস্কার | তিরঃ + কার |
চতুষ্কোণ | চতুঃ + কোণ |
অন্তরঙ্গ | অন্তঃ + অঙ্গ |
ভাস্কর | ভাঃ + কর |
নিষ্পন্ন | নিঃ + পন্ন |
বাচস্পতি | বাচঃ + পতি |
নীরোগ | নিঃ + রোগ |
নিষ্পত্তি | নিঃ + পত্তি |
অন্তর্গত | অন্তঃ + গত |
অন্তর্ভুক্ত | অন্তঃ + ভুক্ত |
অন্তরীপ | অন্তঃ + ঈপ |
নীরস | নিঃ + রস |
পুরস্কার | পুরঃ + কার |
নীরব | নিঃ + রব |
পদস্খলন | পদঃ + খলন |
নিষ্ঠা | নিঃ + ঠা |
মনস্তাপ | মনঃ + তাপ |
বয়োধিক | বয়ঃ + অধিক |
নিরীহ | নিঃ+ ঈহ |
নিরুপায় | নিঃ + উপায় |
নিরাকরণ | নিঃ + আকরণ |
অধোগতি | অধঃ + গতি |
সদ্যোজাত | সদ্যঃ + জাত |
যশোলাভ | যশঃ + লাভ |
শেয়োলাভ | শ্রেয়ঃ + লাভ |
দুর্বার | দুঃ + বার |
চতুরঙ্গ | চতুঃ + অঙ্গ |
দুরবস্থা | দুঃ + অবস্থা |
দুরাত্মা | দুঃ + আত্মা |
দুরাশা | দুঃ + আশা |
নিরন্ন | নিঃ + অন্ন |
দুর্দান্ত | দুঃ + দন্ত |
দুর্যোগ | দুঃ + যোগ |
জ্যোতির্ময় | জ্যোতিঃ + ময় |
দুশ্ছেদ্য | দুঃ + ছেদ্য |
ইতস্তত | ইতঃ + তত |
পুনর্মুদ্রণ | পুনঃ + মুদ্রণ |
অন্তর্ধান | অন্তঃ + ধান |
পুনরুক্তি | পুনঃ + উক্তি |
নির্ণয় | নিঃ + নয় |
দুর্লভ | দুঃ + লভ |
ধনুর্বিদ্যা | ধনুঃ + বিদ্যা |
দূরপনেয় | দুঃ + অপনেয় |
দুরূহ | দুঃ + উহ |
অন্তরীক্ষ | অন্তঃ + ঈক্ষ |
প্রাতরুখান | প্রাতঃ + উত্থান |
নিঃস্তব্ধ/ নিস্তব্ধ | নিঃ + স্তব্ধ |
দুঃস্থ/ দুস্থ | দুঃ + স্থ |
নিঃস্পন্দ/ নিস্পন্দ | নিঃ + স্পন্দ |
নিপাতনে সিদ্ধ সন্ধি
কুলটা | কুল + অটা |
বৃহস্পতি | বৃহৎ + পতি |
বনস্পতি | বন্ + পতি |
গবাক্ষ | গো + অক্ষ |
দ্যুলোক | দিব্ + লোক |
পতঞ্জলি | পতৎ + অঞ্জলি |
পরস্পর | পর + পর |
গোষ্পদ | গো + পদ |
বিশ্বামিত্র | বিশ্ব + মিত্র |
আশ্চর্য | আ + চর্য |
একাদশ | এক্ + দশ |
বিম্বোষ্ঠ | বিম্ব + ওষ্ঠ |
অন্যান্য | অন্য + অন্য |
তস্কর | তৎ + কর |
মনীষা | মনস্ + ঈষা |
সীমন্ত | সীমন্ + অন্ত |
ষোড়শ | ষট্ + দশ |
প্রৌঢ় | প্র + উঢ় |
মার্তণ্ড | মার্ত + অণ্ড |
শুদ্ধোদন | শুদ্ধ + ওদন |
স্বৈর | স্ব + ঈর |
অক্ষৌহিনী | অক্ষ + উহিনী |
শিরঃপীড়া | শিরঃ + পীড়া |
অধঃপতন | অধঃ + পতন |
দুঃশাসন | দুঃ + শাসন |
বয়ঃসন্ধি | বয়ঃ + সন্ধি |
মনঃকষ্ট | মনঃ + কষ্ট |
দুঃস্বপ্ন | দুঃ + স্বপ্ন |
প্রাতঃকাল | প্রাতঃ + কাল |
মনঃক্ষুণ্ণ | মনঃ + ক্ষুণ্ণ |
অন্তকরণ | অন্তঃ + করণ |
অহর্নিশ | অহঃ + নিশা |
নিঃসন্দেহ | নিঃ + সন্দেহ |
অহরহ | অহঃ + অহ |
অতঃপর | অতঃ + পর |
সম্পর্কিত প্রশ্নাবলী (FAQ)
বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কি?
বনস্পতি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। বনস্পতি= বন্ + পতি
পরীক্ষা সন্ধি বিচ্ছেদ কি?
পরীক্ষা হচ্ছে স্বরবর্ণের সন্ধি। পরীক্ষা= পরি + ঈক্ষা
লবণ এর সন্ধি বিচ্ছেদ কি?
লবণ হচ্ছে স্বরবর্ণের সন্ধি। লবণ= লো + অন
রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কি?
রবীন্দ্র হচ্ছে স্বরবর্ণের সন্ধি। রবীন্দ্র= রবি + ইন্দ্র
অহর্নিশ এর সন্ধি বিচ্ছেদ কি?
অহর্নিশ হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। অহর্নিশ= অহঃ + নিশা
সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারনের সুবিধা। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের অংশের আলোচ্য বিষয়।
পর্যন্ত সন্ধি বিচ্ছেদ কি?
পর্যন্ত হচ্ছে স্বরবর্ণের সন্ধি। পর্যন্ত এর সন্ধি হচ্ছে পরি + অন্ত
দ্যুলোক এর সন্ধি বিচ্ছেদ কি?
দ্যুলোক হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। দ্যুলোক এর সন্ধি হচ্ছে দিব্ + লোক
বিচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ কি?
বিচ্ছেদ হচ্ছে ব্যঞ্জনবর্ণের সন্ধি। এর সন্ধি হচ্ছে বি + ছেদ
নাবিক এর সন্ধি বিচ্ছেদ কি?
নাবিক হচ্ছে স্বরবর্ণের সন্ধি। নাবিক এর সন্ধি হচ্ছে নৌ + ইক
হিতৈষী এর সন্ধি বিচ্ছেদ কি?
হিতৈষী হচ্ছে স্বরবর্ণের সন্ধি। হিতৈষী এর সন্ধি হচ্ছে হিত + এষী
নবান্ন সন্ধি বিচ্ছেদ কি?
নবান্ন হচ্ছে স্বরবর্ণের সন্ধি। নবান্ন এর সন্ধি হচ্ছে নব + অন্ন
সন্ধি কাকে বলে?
সন্ধি শব্দের অর্থ মিলন। পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের অংশের আলোচ্য বিষয়। সন্ধি প্রধানত দুই প্রকার। স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি। সন্ধির প্রধান সুবিধা হল উচ্চারণের। তবে বাংলা ক্রিয়া পদের কোন সন্ধি হয় না।
Related Posts
- ১৭০+ বাংলা ব্যাকরণ প্রশ্ন বিগত বিসিএস পরীক্ষার (১০ম-৪৪তম বিসিএস)
- বাংলাদেশ সম্পর্কিত ১৫০টি গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান ২০২৪
- বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান ৬০টি প্রশ্ন ও উত্তরসহ
- বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম pdf
- কর্ণফুলী টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান pdf ৬০টি প্রশ্ন ও উত্তরসহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
- কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত জীবনী ও তার কবিতাসমূহ
- পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (৭০+প্রশ্ন ও উত্তর)
- ৪৬ তম বিসিএস প্রশ্ন সমাধান pdf (বিসিএস প্রশ্ন pdf)
- ৩৫০+ এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন চাকরির পড়াশুনার জন্য