গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ বিভিন্ন পরীক্ষায় আসার জন্য

বাংলা ব্যাকরণে সন্ধি বিচ্ছেদ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা আজকের পোস্টে আপনাদের বিগত বিভিন্ন চাকরি ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় যে সকল সন্ধি বারবার এসেছে, সেগুলো নিচের তালিকা করে দেখাবো। এগুলো পড়লেই সন্ধি বিচ্ছেদ কমন পাওয়া যাবে আশা করি।

Image with Link Descriptive Text

সন্ধি কাকে বলে

সন্ধি শব্দের অর্থ মিলন। পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের অংশের আলোচ্য বিষয়। সন্ধি প্রধানত দুই প্রকার। স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি। সন্ধির প্রধান সুবিধা হল উচ্চারণের। তবে বাংলা ক্রিয়া পদের কোন সন্ধি হয় না।

স্বরবর্ণের সন্ধি বিচ্ছেদ

রবীন্দ্ররবি + ইন্দ্র
পরীক্ষাপরি + ঈক্ষা
সতীন্দ্ৰসতী + ইন্দ্ৰ
অতীন্দ্রিয়অতি + ইন্দ্রিয়
বারীশবারি + ঈশ
সতীশসতী + ঈশ
অভীষ্টঅভি + ইষ্ট
অভীপ্সাঅভি + ঈন্সা
সুধীন্দ্রসুধী + ইন্দ্ৰ
দেবালয়দেব + আলয়
আশাতীতআশা + অতীত
রূপালিরূপা + আলি
জমানোজমা + আনো
বিদ্যালয়বিদ্যা + আলয়
মাত্রাধিক্যমাত্রা + আধিক্য
উত্তরাধিকারউত্তর + অধিকার
গ্রন্থাগারগ্রন্থ + আগার
রত্নাকররত্ন + আকর
পুরাধ্যক্ষপুর + অধ্যক্ষ
যথার্থযথা + অর্থ
কথামৃতকথা + অমৃত
কটাক্ষকট + অক্ষ
গঙ্গোর্মিগঙ্গা + ঊর্মি
বনৌষধিবন + ওষধি
মহৌষধিমহা + ওষধি
সূর্যোদয়সূর্য + উদয়
হিমালয়হিম + আলয়
হিমাচলহিম + অচল
নরাধমনর + অধম
পাগলামিপাগল + আমি
মরূদ্যানমরু + উদ্যান
ঢাকেশ্বরীঢাকা + ঈশ্বরী
হিতোপদেশহিত + উপদেশ
নবোঢ়ানব + উঢ়া
নীলোৎপলনীল + উৎপল
শিক্ষালয়শিক্ষা + আলয়
অপেক্ষাঅপ + ঈক্ষা
পূর্ণেন্দুপূর্ণ + ইন্দু
মহৈক্যমহা + ঐক্য
মহৈশ্বর্যমহা + ঐশ্বর্য
প্রশ্নোত্তরপ্রশ্ন + উত্তর
যথোচিতযথা + উচিত
অনূদিতঅনু + উদিত
গুরুক্তিগুরু + উক্তি
কটূক্তিকটু + উক্তি
শুভেচ্ছাশুভ + ইচ্ছা
মহৈকত্বমহা + একত্ব
ধর্মাধর্মধর্ম + অধর্ম
শশাঙ্কশশ + অঙ্ক
মহৌদার্যমহা + ঔদার্য
গতানুগতিকগত + অনুগতিক
একেকএক + এক
কথোপকথনকথা + উপকথন
জনৈক জন + এক
দৈনিকদিন + এক
মতৈক্যমত + ঐক্য
দৃষ্টান্তদৃষ্ট + অন্ত
ন্যূনাধিকনূন + অধিক
স্বাধীনস্ব + অধীন
স্বাধীনতাস্ব + অধীনতা
স্বায়ত্তস্ব + আয়ত্ত
উত্তমর্ণ উত্তম + ঋণ
অধমর্ণঅধম + ঋণ
দেবর্ষিদেব + ঋষি
ভয়ার্তভয় + ঋত
স্বেচ্ছাস্ব + ইচ্ছা
যথেষ্টযথা + ইষ্ট
ক্ষুধার্তক্ষুধা + ঋত
তৃষ্ণার্ততৃষ্ণা + ঋত
মহর্ষিমহা + ঋষি
শীতার্তশীত + ঋত
পর্যবেক্ষণপরি + অবেক্ষণ
পর্যালোচনাপরি + আলোচনা
প্রত্যেকপ্রতি + এক
দ্ব্যর্থদ্বি + অর্থ
পর্যন্তপরি + অন্ত
পর্যায়পরি + আয়
অত্যন্তঅতি + অন্ত
অত্যধিকঅতি + অধিক
প্রত্যাবর্তনপ্রতি + আবর্তন
প্রত্যাগমনপ্রতি + আগমন
প্রত্যুত্তরপ্রতি + উত্তর
অত্যুক্তিঅতি + উক্তি
অধ্যক্ষঅধি + অক্ষ
অর্ধেকঅর্ধ + এক
অত্যূর্ধ্বঅতি + ঊর্ধ্ব
অত্যাচারঅতি + আচার
আদ্যন্তআদি + অন্ত
ইত্যাদিইতি + আদি
আদ্যোপান্তআদ্য + উপান্ত
প্রত্যূষপ্রতি + ঊষ
ব্যর্থবি + অর্থ
হিতৈষীহিত + এষী
উপর্যুক্তউপরি + উক্ত
অধ্যুষিতঅধি + উষিত
মস্যাধারমসী + আধার
জলৌকাজল + ওকা
তথৈবতথা + এব
জাত্যভিমানজাতি + অভিমান
যদ্যপিযদি + অপি
প্রত্যুক্তিপ্রতি + উক্তি
ইত্যাকারইতি + আকার
উপর্যুপরিউপরি + উপরি
ভূর্ধ্বভূ + ঊর্ধ্ব
প্রতীতিপ্রতী + ইতি
স্বাগতসু + আগত
মন্বন্তরমনু + অন্তর
অন্বেষণঅনু + এষণ
অন্বিতঅনু + ইত
গবেষণাগো + এষণা
গায়কগৈ + অক
গবাদিগো + আদি
পাবকপৌ + অক
পবনপো + অন
ভাবুকভৌ + উক
পিত্ৰালয়পিতৃ + আলয়
স্বল্পসু + অল্প
পশ্বধমপশু + অধম
মাত্রিচ্ছামাতৃ + ইচ্ছা
পিত্রাদেশপিতৃ + আদেশ
লবণলো + অন
নাবিকনৌ + ইক
নায়কনৈ + অক
পবিত্রপো + ইত্ৰ
শয়নশে + অন
নয়ননে + অন
শ্রবণ শ্রু + অন
ছেলেমিছেলে + আমি
মিথ্যুকমিথ্যা + উক
যাচ্ছেতাইযা + ইচ্ছা + তাই
শতেকশত + এক
পনিরপনি + এর

ব্যঞ্জনবর্ণের সন্ধি বিচ্ছেদ

অসদাচারণঅসৎ + আচরণ
জগদীশজগৎ + ঈশ
বাগাড়ম্বরবাক্ + আড়ম্বর
মৃদঙ্গমৃৎ + অঙ্গ
দিগন্তদিক্ + অন্ত
সদানন্দসৎ + আনন্দ
সদুপায়সৎ + উপায়
দিগ্‌ভ্রান্তদিক্ + ভ্রান্ত
সদাশয়সৎ + আশয়
ষড়ঋতুষট্ + ঋতু
ষড়াননষট্ + আনন
ণিজন্তণিচ্ + অন্ত
তদবধিতৎ + অবধি
সুবন্তসুপ্ + অন্ত
উদ্ধারউৎ + হার
উচ্ছৃঙ্খলউৎ + শৃঙ্খল
উচ্ছ্বাসউৎ + শ্বাস
উল্লেখউৎ + লেখ
উল্লিখিতউৎ + লিখিত
উল্লঙ্ঘনউৎ + লঙ্ঘন
উল্লাসউৎ + লাস
উচ্ছিষ্টউদ্ + শিষ্ট
অনুচ্ছেদঅনু + ছেদ
পরিচ্ছদপরি + ছদ
বৃক্ষচ্ছায়াবৃক্ষ + ছায়া
বিচ্ছেদ বি + ছেদ
বিচ্ছিন্নবি + ছিন্ন
প্রচ্ছদপ্র + ছদ
কথাচ্ছলেকথা + ছলে
পরিচ্ছেদ পরি + ছেদ
মুখচ্ছবিমুখ + ছবি
প্রতিচ্ছবিপ্রতি + ছবি
উন্নয়নউৎ + নয়ন
উন্নতউৎ + নত
উচ্ছেদউৎ + ছেদ
উচ্ছলউৎ + ছল
চলচ্চিত্রচলৎ + চিত্র
সচ্চরিত্রসৎ + চরিত্র
শরচ্চন্দ্রশরৎ + চন্দ্র
সচ্চিন্তাসৎ + চিন্তা
জগন্নাথজগৎ + নাথ
মৃন্ময়মৃৎ + ময়
উন্মনাউৎ + মনা
বিপচ্ছায়াবিপদ + ছায়া
বাঙ্ময়বাক্ + ময়
বিপজ্জনকবিপদ্ + জনক
সঞ্চয়সম্ + চয়
সন্তাপসম্ + তাপ
বজ্জাতবদ্ + জাত
সম্মানসম্ + মান
সন্ধানসম্ + ধান
বিদ্বজ্জনবিদ্বৎ + জন
যাবজ্জীবনযাবৎ + জীবন
জগজ্জীবনজগৎ + জীবন
সঙ্গীতসম্ + গীত
বিপজ্জালবিপদ + জাল
সন্ধিসম্ + ধি
সন্নিহিতসম্ + নিহিত
শান্তশাম্ + ত
কুজ্বটিকাকুৎ + ঝটিকা
উড্ডীয়মানউৎ + ডীয়মান
অহংকারঅহম + কার
অলংকারঅলম্ + কার
সংগতসম্ + গত
সংখ্যাসম্ + খ্যা
উড্ডীনউৎ + ডীন
বৃহঢক্কাবৃহৎ + ঢক্কা
তজ্জন্যতৎ + জন্য
শঙ্কাশম্ + কা
উজ্জ্বলউৎ + জ্বল
সংশয়সম্ + শয়
কিংবদন্তিকিম্ + বদন্তি
সংবাদসম + বাদ
কিংবাকিম্ + বা
প্রিয়ংবদাপ্রিয়ম্ + বদা
সংলাপসম্ + লাপ
সংবিধানসম্ + বিধান
সর্বংসহাসর্বম্ + সহা
সংসারসম্ + সার
সংরক্ষণসম্ + রক্ষণ
সংযমসম্ + যম
সংযোজনসম্ + যোজন
সংহারসম্ + হার
সংবর্ধনাসম্ + বৰ্ধনা
তৎসমতদ্ + সম
বিপৎসংকুলবিপদ + সংকুল
উত্থানউৎ + স্থান
কাঁচকলাকাঁচা + কলা
ঘোড়গাড়িঘোড়া + গাড়ি
পরিষ্কারপরি + কার
ঘোড়দৌড়ঘোড়া + দৌড়
নাতবৌনাতি + বৌ
সংস্কারসম্ + কার
সংস্কৃতসম্ + কৃত
সংস্কৃতিসম্ + কৃতি
পরিষ্কৃতপরি + কৃত
উত্থাপনউৎ + স্থাপন
একচ্ছত্রএক + ছত্র
পদ্ধতিপদ্ + হতি
তদ্ধিততদ্ + হিত
উদ্ধৃতউৎ + হৃত
কদ্দিনকত + দিন
এদ্দূরএত + দূর
উদ্ভবউৎ + ভব
বাগদানবাক্‌ + দান
ষড়যন্ত্রষট্ + যন্ত্র
তদ্ভবতৎ + ভব
তদ্রূপতৎ + রূপ
ভবিষ্যদ্বাণীভবিষ্যৎ + বাণী
কিন্নরকিম্ + নর
দংশনদন্ + শন
সংশপ্তকসম্ + শপ্তক
ক্ষুৎপিপাসাক্ষুধ + পিপাসা
ষষ্ঠষষ্ + থ্
বৃষ্টিবৃষ্ + তি
কৃষ্টিকৃষ্ + তি
আকৃষ্টআকৃষ্ + ত
বিমুগ্ধবিমুহ্ + ত
তুষ্টতুষ্ + ত
দুগ্ধদুহ্ + ত
লব্ধলভ + ত
বুদ্ধবুধ + ত
চার্বাকচারু + বাক্
ক্ষুন্নিবৃত্তি ক্ষুধ + নিবৃত্তি
গণ্যগ + য
যজ্ঞযজ্ + ন
রাজ্ঞীরাজ্ + নী
যাচ্ঞাযাচ্ + না
তৎকালতদ্ + কাল
উদ্ঘাটন উৎ + ঘাটন
উদ্যোগউৎ + যোগ
তন্ময় ত‍ + ময়
তন্মধ্যেত‍ + মধ্যে

বিসর্গ সন্ধি বিচ্ছেদ

মনোযোগমনঃ + যোগ
মনোহরমনঃ + হর
মনোনয়নমনঃ + নয়ন
মনোরমমনঃ + রম
আশীর্বাদআশীঃ + বাদ
আবির্ভাবআবিঃ + ভাব
চতুর্থ চতুঃ + থ
ভূয়োদশীভূয়ঃ + দর্শী
নিরাকারনিঃ + আকার
অকুতোভয়অকুতঃ + ভয়
ত্রয়োদশত্রয়ঃ + দশ
তিরোধানতিরঃ + ধান
নিরবধিনিঃ + অবধি
জ্যোতিরিন্দ্রজ্যোতিঃ + ইন্দ্র
ততোধিকততঃ + অধিক
নিরাময়নিঃ + আময়
ইতোমধ্যেইতঃ + মধ্যে
তপোবনতপঃ + বন
দুর্ভাগ্যদুঃ + ভাগ্য
দুর্নিবারদুঃ + নিবার
দুর্ঘটনাদুঃ + ঘটনা
দুর্গতিদুঃ + গতি
দুর্নীতিদুঃ + নীতি
পুনর্মিলনপুনঃ + মিলন
পুনরধিকারপুনঃ + অধিকার
প্রাতরাশপ্রাতঃ + আশ
দুশ্চিন্তাদুঃ + চিন্তা
পুনরুজ্জীবনপুনঃ + উজ্জীবন
পুনরায়পুনঃ + আয়
নির্মাণনিঃ + মান
দুশ্চরিত্রদুঃ + চরিত্র
নিশ্চয়নিঃ + চয়
আবিষ্কারআবিঃ + কার
শিরশ্ছেদশিরঃ + ছেদ
ধনুষ্টঙ্কারধনুঃ + টঙ্কার
নিষ্ঠুরনিঃ + ঠুর
পুনরুক্তপুনঃ + উক্ত
নিশ্ছিদ্রনিঃ + ছিদ্র
নমস্কারনমঃ + কার
চতুষ্পদচতুঃ + পদ
নিষ্পাপনিঃ + পাপ
নিষ্ফলনিঃ + ফল
নিষ্করনিঃ + কর
ভ্রাতুষ্পুত্রভ্রাতুঃ + পুত্র
মনস্কামনামনঃ + কামনা
দুষ্কৃতিদুঃ + কৃতি
দুষ্করদুঃ + কর
তিরস্কারতিরঃ + কার
চতুষ্কোণচতুঃ + কোণ
অন্তরঙ্গঅন্তঃ + অঙ্গ
ভাস্করভাঃ + কর
নিষ্পন্ননিঃ + পন্ন
বাচস্পতিবাচঃ + পতি
নীরোগনিঃ + রোগ
নিষ্পত্তিনিঃ + পত্তি
অন্তর্গতঅন্তঃ + গত
অন্তর্ভুক্তঅন্তঃ + ভুক্ত
অন্তরীপঅন্তঃ + ঈপ
 নীরসনিঃ + রস
পুরস্কারপুরঃ + কার
নীরবনিঃ + রব
পদস্খলনপদঃ + খলন
নিষ্ঠানিঃ + ঠা
মনস্তাপমনঃ + তাপ
বয়োধিকবয়ঃ + অধিক
নিরীহনিঃ+ ঈহ
নিরুপায়নিঃ + উপায়
নিরাকরণ নিঃ + আকরণ
অধোগতিঅধঃ + গতি
সদ্যোজাতসদ্যঃ + জাত
যশোলাভযশঃ + লাভ
শেয়োলাভশ্রেয়ঃ + লাভ
দুর্বারদুঃ + বার
চতুরঙ্গ চতুঃ + অঙ্গ
দুরবস্থাদুঃ + অবস্থা
দুরাত্মাদুঃ + আত্মা
দুরাশাদুঃ + আশা
নিরন্ননিঃ + অন্ন
দুর্দান্তদুঃ + দন্ত
দুর্যোগদুঃ + যোগ
জ্যোতির্ময়জ্যোতিঃ + ময়
দুশ্ছেদ্যদুঃ + ছেদ্য
ইতস্ততইতঃ + তত
পুনর্মুদ্রণপুনঃ + মুদ্রণ
অন্তর্ধানঅন্তঃ + ধান
পুনরুক্তিপুনঃ + উক্তি
নির্ণয়নিঃ + নয়
দুর্লভদুঃ + লভ
ধনুর্বিদ্যাধনুঃ + বিদ্যা
দূরপনেয়দুঃ + অপনেয়
দুরূহদুঃ + উহ
অন্তরীক্ষঅন্তঃ + ঈক্ষ
প্রাতরুখানপ্রাতঃ + উত্থান
নিঃস্তব্ধ/ নিস্তব্ধনিঃ + স্তব্ধ
দুঃস্থ/ দুস্থ দুঃ + স্থ
নিঃস্পন্দ/ নিস্পন্দনিঃ + স্পন্দ

নিপাতনে সিদ্ধ সন্ধি

কুলটাকুল + অটা
বৃহস্পতিবৃহৎ + পতি
বনস্পতিবন্ + পতি
গবাক্ষগো + অক্ষ
দ্যুলোকদিব্‌ + লোক
পতঞ্জলিপতৎ + অঞ্জলি
পরস্পরপর + পর
গোষ্পদগো + পদ
বিশ্বামিত্রবিশ্ব + মিত্র
আশ্চর্যআ + চর্য
একাদশএক্ + দশ
বিম্বোষ্ঠবিম্ব + ওষ্ঠ
অন্যান্যঅন্য + অন্য
তস্করতৎ + কর
মনীষামনস্ + ঈষা
সীমন্তসীমন্ + অন্ত
ষোড়শষট্ + দশ
প্রৌঢ়প্র + উঢ়
মার্তণ্ডমার্ত + অণ্ড
শুদ্ধোদনশুদ্ধ + ওদন
স্বৈরস্ব + ঈর
অক্ষৌহিনীঅক্ষ + উহিনী
শিরঃপীড়াশিরঃ + পীড়া
অধঃপতনঅধঃ + পতন
দুঃশাসনদুঃ + শাসন
বয়ঃসন্ধিবয়ঃ + সন্ধি
মনঃকষ্টমনঃ + কষ্ট
দুঃস্বপ্নদুঃ + স্বপ্ন
প্রাতঃকালপ্রাতঃ + কাল
মনঃক্ষুণ্ণমনঃ + ক্ষুণ্ণ
অন্তকরণঅন্তঃ + করণ
অহর্নিশঅহঃ + নিশা
নিঃসন্দেহনিঃ + সন্দেহ
অহরহঅহঃ + অহ
অতঃপর অতঃ + পর

সম্পর্কিত প্রশ্নাবলী (FAQ)

বনস্পতি এর সন্ধি বিচ্ছেদ কি?

বনস্পতি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। বনস্পতি= বন্ + পতি

পরীক্ষা সন্ধি বিচ্ছেদ কি?

পরীক্ষা হচ্ছে স্বরবর্ণের সন্ধি। পরীক্ষা= পরি + ঈক্ষা

লবণ এর সন্ধি বিচ্ছেদ কি?

লবণ হচ্ছে স্বরবর্ণের সন্ধি। লবণ= লো + অন

রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কি?

রবীন্দ্র হচ্ছে স্বরবর্ণের সন্ধি। রবীন্দ্র= রবি + ইন্দ্র

অহর্নিশ এর সন্ধি বিচ্ছেদ কি?

অহর্নিশ হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। অহর্নিশ= অহঃ + নিশা

সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারনের সুবিধা। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের অংশের আলোচ্য বিষয়।

পর্যন্ত সন্ধি বিচ্ছেদ কি?

পর্যন্ত হচ্ছে স্বরবর্ণের সন্ধি। পর্যন্ত এর সন্ধি হচ্ছে পরি + অন্ত

দ্যুলোক এর সন্ধি বিচ্ছেদ কি?

দ্যুলোক হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। দ্যুলোক এর সন্ধি হচ্ছে দিব্‌ + লোক

বিচ্ছেদ এর সন্ধি বিচ্ছেদ কি?

বিচ্ছেদ হচ্ছে ব্যঞ্জনবর্ণের সন্ধি। এর সন্ধি হচ্ছে বি + ছেদ

নাবিক এর সন্ধি বিচ্ছেদ কি?

নাবিক হচ্ছে স্বরবর্ণের সন্ধি। নাবিক এর সন্ধি হচ্ছে নৌ + ইক

হিতৈষী এর সন্ধি বিচ্ছেদ কি?

হিতৈষী হচ্ছে স্বরবর্ণের সন্ধি। হিতৈষী এর সন্ধি হচ্ছে হিত + এষী

নবান্ন সন্ধি বিচ্ছেদ কি?

নবান্ন হচ্ছে স্বরবর্ণের সন্ধি। নবান্ন এর সন্ধি হচ্ছে নব + অন্ন

সন্ধি কাকে বলে?

সন্ধি শব্দের অর্থ মিলন। পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের অংশের আলোচ্য বিষয়। সন্ধি প্রধানত দুই প্রকার। স্বরসন্ধি ও ব্যঞ্জনসন্ধি। সন্ধির প্রধান সুবিধা হল উচ্চারণের। তবে বাংলা ক্রিয়া পদের কোন সন্ধি হয় না।

Related Posts