লখার একুশে গল্পের মূলভাব ও বহুনির্বাচনী প্রশ্ন উত্তর

আবুবকর সিদ্দিকের ‘লখার একুশে’ গল্পে ভাষা শুধু মুখের নয়, মনেরও। ভালোবাসা, শ্রদ্ধা, আত্মত্যাগ—এসব বোবা মানুষও বুঝে। লখা মুখে কিছু বলতে না পারলেও, তার হৃদয়ের ভাষায় সে একুশে ফেব্রুয়ারির শ্রদ্ধা নিবেদন করছে। এই পোস্টে লখার একুশে গল্পের মূলভাব ও বহুনির্বাচনী প্রশ্ন উত্তর লিখে দিলাম।

লখার একুশে গল্পের মূলভাব

আবুবকর সিদ্দিকের ‘লখার একুশে’ গল্পে এক গরিব টোকাই ছেলের কাহিনি বলা হয়েছে, যার নাম লখা। সে ফুটপাতে ঘুমায়, গায়ে জামা নেই, খাবার নেই, কষ্ট আর দুঃখই তার জীবন। মা সারাদিন ভিক্ষা করে আর লখা দিন কাটায় খেলাধুলা, এঁটো খেয়ে আর কাগজ কুড়িয়ে। এক ভোরবেলা লখা চুপিচুপি ঘুমন্ত মায়ের পাশ থেকে উঠে পড়ে। কুয়াশার মধ্যে সে চলে যায় রেললাইনের ওপারে এক গাছে, যেখানে টুকটুকে লাল ফুল ফুটে আছে। অনেক কষ্ট করে, শরীর ছিঁড়ে, রক্ত ঝরিয়ে লখা ফুলগুলো তোলে। কারণ আজ একুশে ফেব্রুয়ারি—ভাষা শহিদদের প্রতি ভালোবাসা দেখাতে হবে। শহরে মিছিল চলছে, মানুষ প্রভাতফেরিতে যাচ্ছে শহিদ মিনারে ফুল দিতে। লখাও মিছিলে হাঁটে, তার শরীর খোলা, হাতে রক্তমাখা লাল ফুলের গুচ্ছ। সবাই গান গায়, কিন্তু লখা পারে না—সে জন্ম থেকেই বোবা। তবুও সে চেষ্টা করে আঁ আঁ করে গলার সুর মেলাতে। লখা বোবা হলেও তার মন বোবা নয়, তার ভিতরে ভাষার প্রতি গভীর ভালোবাসা।

লখার একুশে গল্পের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর (MCQ)

১। লখা কোথায় ঘুমায়?
ক) গ্যারাজে
খ) ফুটপাতে
গ) স্কুলে
ঘ) স্টেশনে
উত্তর: খ) ফুটপাতে


২। লখার মা কী করে জীবন চালায়?
ক) কাপড় সেলাই করে
খ) বাড়ি বাড়ি কাজ করে
গ) ভিক্ষা করে
ঘ) ফুল বিক্রি করে
উত্তর: গ) ভিক্ষা করে


৩। লখা কোন খেলাটি খেলে সময় কাটায়?
ক) ক্রিকেট
খ) ফুটবল
গ) গুলি
ঘ) দড়ি লাফ
উত্তর: গ) গুলি


৪। লখা কেমন ধরনের ছেলে?
ক) ভীতু ও দুষ্টু
খ) ভদ্র ও লাজুক
গ) মেধাবী ও শান্ত
ঘ) গম্ভীর ও নিরীহ
উত্তর: ক) ভীতু ও দুষ্টু


৫। লখার গায়ে কী ধরনের পোশাক থাকে?
ক) শীতের চাদর
খ) কোট
গ) উদোম গা
ঘ) পাতলা জামা
উত্তর: গ) উদোম গা


৬। লখা গাছ থেকে কী তুলতে চেয়েছিল?
ক) আম
খ) ফুল
গ) পাতা
ঘ) কাঁঠাল
উত্তর: খ) ফুল


৭। লখা কোথায় ফুল দিতে চেয়েছিল?
ক) মসজিদে
খ) শহিদ মিনারে
গ) স্কুলে
ঘ) দোকানে
উত্তর: খ) শহিদ মিনারে


৮। লখা কোন উৎসবে অংশ নিতে চায়?
ক) বিজয় দিবস
খ) শহিদ দিবস
গ) বাংলা নববর্ষ
ঘ) স্বাধীনতা দিবস
উত্তর: খ) শহিদ দিবস


৯। লখা গাছ থেকে নেমে এলে তার শরীর কেমন ছিল?
ক) পরিষ্কার
খ) রক্তাক্ত
গ) সুস্থ
ঘ) ভিজে
উত্তর: খ) রক্তাক্ত


১০। লখা কোন সময় গাছের দিকে যায়?
ক) সন্ধ্যায়
খ) দুপুরে
গ) ভোররাতে
ঘ) বিকেলে
উত্তর: গ) ভোররাতে


১১। “জিতে গেছি আমি” কথাটি কে বলে?
ক) লেখক
খ) মা
গ) ইশতিয়াক
ঘ) লখা
উত্তর: ঘ) লখা


১২। “শরীর জ্বলে যাচ্ছে”—এর কারণ কী?
ক) জ্বর
খ) ফুল তোলার সময় গায়ে আঁচড় লেগেছে
গ) আগুনে পুড়ে গেছে
ঘ) রোদে ভিজেছে
উত্তর: খ) ফুল তোলার সময় গায়ে আঁচড় লেগেছে


১৩। লখার গলা দিয়ে কী ধরনের শব্দ বের হয়?
ক) পরিষ্কার কথা
খ) ফিসফিস শব্দ
গ) আঁ আঁ আঁ
ঘ) চিৎকার
উত্তর: গ) আঁ আঁ আঁ


১৪। লখা কোন অক্ষমতা নিয়ে জন্মায়?
ক) অন্ধ
খ) বোবা
গ) খর্বাকৃতি
ঘ) বধির
উত্তর: খ) বোবা


১৫। ‘রক্তের মতো টুকটুকে লাল ফুল’ কোন গাছের ডালে থাকে?
ক) পলাশ
খ) শিমুল
গ) কৃষ্ণচূড়া
ঘ) গাঁদা
উত্তর: ক) পলাশ


১৬। ‘লখার একুশে’ গল্পটি কাদের প্রতি শ্রদ্ধা জানায়?
ক) মুক্তিযোদ্ধা
খ) ভাষাশহিদ
গ) লেখক
ঘ) বুদ্ধিজীবী
উত্তর: খ) ভাষাশহিদ


১৭। লখা কীভাবে শহিদ মিনারে পৌঁছায়?
ক) বাসে
খ) দৌড়ে
গ) হেঁটে
ঘ) মায়ের সঙ্গে
উত্তর: গ) হেঁটে


১৮। “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”—গানটি লখা কীভাবে গায়?
ক) জোরে
খ) গলা মেলায় না
গ) আঁ আঁ করে
ঘ) আবৃত্তি করে
উত্তর: গ) আঁ আঁ করে


১৯। লখার শহিদ দিবস পালনের ইচ্ছার মধ্যে কী প্রকাশ পায়?
ক) সাহস ও ভালোবাসা
খ) দুঃখ ও লজ্জা
গ) লোভ
ঘ) ভয়
উত্তর: ক) সাহস ও ভালোবাসা


২০। “ধোঁয়া-ধোঁয়া কুয়াশা” কোন সময় দেখা যায়?
ক) সন্ধ্যায়
খ) সকালে
গ) দুপুরে
ঘ) রাতে
উত্তর: খ) সকালে


২১। লখা গাছের ডাল থেকে কাঁটা লাগলে কী করে?
ক) ছিঁড়ে ফেলে
খ) কাঁদে
গ) থেমে যায়
ঘ) মা-কে ডাকে
উত্তর: ক) ছিঁড়ে ফেলে


২২। ‘লখার একুশে’ গল্পটি আমাদের কী শিক্ষা দেয়?
ক) টাকার গুরুত্ব
খ) মাতৃভাষার প্রতি শ্রদ্ধা
গ) প্রযুক্তির ব্যবহার
ঘ) ভ্রমণের অভিজ্ঞতা
উত্তর: খ) মাতৃভাষার প্রতি শ্রদ্ধা


আরও পড়ুনঃ কাবুলিওয়ালা গল্পের মূলভাব, বিষয়বস্তু ও বহুনির্বাচনী প্রশ্ন উত্তর

Related Posts

Leave a Comment