গোলাম মোস্তফার ‘জীবন বিনিময়’ একটি হৃদয়বিদারক, মহৎ আত্মত্যাগের কবিতা। বাবরের চরিত্রে ফুটে উঠেছে এক পিতার নিঃস্বার্থ ভালোবাসা, যা নিজের জীবন দিয়েও সন্তানের প্রাণ বাঁচাতে চায়। এই পোস্টে জীবন বিনিময় কবিতার MCQ প্রশ্ন উত্তর – বহুনির্বাচনি লিখে দিলাম।
জীবন বিনিময় কবিতার mcq
১। কোন বাদশার পুত্র মৃত্যুপথযাত্রী ছিল?
ক) হুমায়ুন
খ) আকবর
গ) বাবর
ঘ) শাহজাহান
উত্তর: গ) বাবর
২। হুমায়ুন কার পুত্র?
ক) শাহজাহান
খ) বাবর
গ) আওরঙ্গজেব
ঘ) আকবর
উত্তর: খ) বাবর
৩। হুমায়ুন কিসে আক্রান্ত হয়?
ক) জ্বর
খ) বসন্ত
গ) দুরারোগ্য ব্যাধি
ঘ) যক্ষা
উত্তর: গ) দুরারোগ্য ব্যাধি
৪। পুত্রের রোগ সারাতে কে চেষ্টা করে?
ক) সেনাপতি
খ) দরবেশ
গ) হেকিম, কবিরাজ, দরবেশ
ঘ) ফকির
উত্তর: গ) হেকিম, কবিরাজ, দরবেশ
৫। ‘জীবন-প্রদীপ নিভিয়া আসিছে’ – এখানে কী বোঝানো হয়েছে?
ক) জীবন শুরু হয়েছে
খ) মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে
গ) প্রদীপ নিভে গেছে
ঘ) রাত্রি হয়েছে
উত্তর: খ) মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে
৬। বাবর কোথায় বসে প্রার্থনা করেন?
ক) সিংহাসনে
খ) মসজিদে
গ) নিরিবিলি গৃহতলে
ঘ) যুদ্ধক্ষেত্রে
উত্তর: গ) নিরিবিলি গৃহতলে
৭। প্রার্থনায় বাবর কী চাইলেন?
ক) হুমায়ুন সুস্থ হোক
খ) তিনি রাজত্ব পান
গ) মৃত্যু দূর হোক
ঘ) যুদ্ধ জয় হোক
উত্তর: ক) হুমায়ুন সুস্থ হোক
৮। বাবরের কাছে কে পরামর্শ দেন প্রাণদানের কথা?
ক) হুমায়ুন
খ) কবিরাজ
গ) দরবেশ
ঘ) ভৃত্য
উত্তর: গ) দরবেশ
৯। বাবরের সবচেয়ে প্রিয় ধন কী ছিল?
ক) রত্ন
খ) সাম্রাজ্য
গ) নিজের জীবন
ঘ) সেনাবাহিনী
উত্তর: গ) নিজের জীবন
১০। প্রার্থনার ভাষা কেমন ছিল?
ক) ক্রুদ্ধ
খ) করুণ ও আন্তরিক
গ) ঠান্ডা
ঘ) রাগান্বিত
উত্তর: খ) করুণ ও আন্তরিক
১১। ‘ফুকারি উঠিল’ – এখানে কোন ভাব প্রকাশ পায়?
ক) আনন্দ
খ) ঘৃণা
গ) হৃদয়ের আকুতি
ঘ) উপহাস
উত্তর: গ) হৃদয়ের আকুতি
১২। বাবরের প্রার্থনা আল্লাহ কি করেন?
ক) অগ্রাহ্য করেন
খ) গ্রহণ করেন
গ) উপেক্ষা করেন
ঘ) বিলম্ব করেন
উত্তর: খ) গ্রহণ করেন
১৩। হুমায়ুন কীভাবে সুস্থ হয়?
ক) অলৌকিকভাবে
খ) বাবরের ত্যাগে
গ) চিকিৎসায়
ঘ) বিশ্রামে
উত্তর: খ) বাবরের ত্যাগে
১৪। বাবর কী করেন হুমায়ুনের প্রাণের বিনিময়ে?
ক) যুদ্ধ করেন
খ) আত্মাহুতি দেন
গ) পালিয়ে যান
ঘ) নিরব থাকেন
উত্তর: খ) আত্মাহুতি দেন
১৫। ‘মরিয়া বাবর অমর হয়েছে’ – এখানে কী বোঝানো হয়েছে?
ক) তার মৃত্যু হয়েছে
খ) সে অমর হয়ে গেছে তার আত্মত্যাগে
গ) সে স্বর্গে গেছে
ঘ) তাকে সবাই ভুলেছে
উত্তর: খ) সে অমর হয়ে গেছে তার আত্মত্যাগে
১৬। ‘তিমির রাতের তোরণে তোরণে উষার পূর্বাভাস’ – চিত্রকল্পটি কী বোঝায়?
ক) অন্ধকার
খ) সূর্যোদয়ের ইঙ্গিত
গ) যুদ্ধ
ঘ) কান্না
উত্তর: খ) সূর্যোদয়ের ইঙ্গিত
১৭। ‘স্তব্ধ-নীরব গৃহতল’ – এর মানে কী?
ক) প্রার্থনার নিস্তব্ধতা
খ) কোলাহল
গ) শূন্যতা
ঘ) মৃত্যু
উত্তর: ক) প্রার্থনার নিস্তব্ধতা
১৮। দরবেশ বাবরকে কোন শর্ত দেন?
ক) যুদ্ধ বন্ধ করতে
খ) সন্তানের চিকিৎসা করতে
গ) সবচেয়ে প্রিয় ধন উৎসর্গ করতে
ঘ) দেশ ত্যাগ করতে
উত্তর: গ) সবচেয়ে প্রিয় ধন উৎসর্গ করতে
১৯। ‘পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়’ – এর মানে কী?
ক) মৃত্যুই সর্বশ্রেষ্ঠ
খ) ভালোবাসা মৃত্যু জয় করেছে
গ) মৃত্যুর কাছে হার মানা
ঘ) জীবন ক্ষণস্থায়ী
উত্তর: খ) ভালোবাসা মৃত্যু জয় করেছে
২০। ‘বিনিময়’ শব্দের অর্থ কী?
ক) সংগ্রহ
খ) আহ্বান
গ) সংগ্রাম
ঘ) বদল
উত্তর: ঘ) বদল
২১। ‘ভিষকবৃন্দ’ বলতে বোঝানো হয়েছে—
ক) কবিরাজ
খ) হেকিম
গ) চিকিৎসকগণ
ঘ) দরবেশ
উত্তর: গ) চিকিৎসকগণ
২২। কবিতার মাধ্যমে বাবরকে কীভাবে তুলে ধরা হয়েছে?
ক) নির্দয় রাজা
খ) যোদ্ধা
গ) আত্মত্যাগী পিতা
ঘ) দুর্বল শাসক
উত্তর: গ) আত্মত্যাগী পিতা
২৩। বাবরের আত্মত্যাগ কী বোঝায়?
ক) ভালোবাসার শক্তি
খ) রাজ্য হারানো
গ) যুদ্ধবিরতি
ঘ) ধর্মীয় দায়িত্ব
উত্তর: ক) ভালোবাসার শক্তি
২৪। কবিতার শিরোনাম ‘জীবন বিনিময়’ বলতে বোঝানো হয়েছে—
ক) জীবন কেনা
খ) যুদ্ধজয়
গ) জীবনের বদলে জীবন দান
ঘ) জীবনের অবসান
উত্তর: গ) জীবনের বদলে জীবন দান
২৫। ‘নিদ’ শব্দের অর্থ কী?
ক) স্বপ্ন
খ) ঘুম
গ) মৃত্যু
ঘ) নিরবতা
উত্তর: খ) ঘুম
২৬। বাবরের মৃত্যু কীভাবে ঘটেছিল?
ক) দুর্বৃত্তের হাতে
খ) প্রাকৃতিকভাবে
গ) পুত্রের প্রাণের বিনিময়ে
ঘ) বিষ খেয়ে
উত্তর: গ) পুত্রের প্রাণের বিনিময়ে
২৭। ‘অন্ধ তিমিরে করুণ ধ্বনি’ – এখানে কী বোঝানো হয়েছে?
ক) যুদ্ধের ডাক
খ) কান্নার আওয়াজ
গ) মৃত্যু চিন্তা
ঘ) নিঃসঙ্গতার শব্দ
উত্তর: খ) কান্নার আওয়াজ
২৮। ‘অমর’ শব্দের প্রকৃত অর্থ কী?
ক) মৃত
খ) স্মরণীয়
গ) যা মৃত্যু নেই
ঘ) দুঃখজনক
উত্তর: গ) যা মৃত্যু নেই
২৯। বাবর কেমন রাজা ছিলেন কবিতার বক্তব্য অনুযায়ী?
ক) নিষ্ঠুর
খ) কৃপণ
গ) ত্যাগী ও স্নেহশীল
ঘ) ক্ষমতালিপ্সু
উত্তর: গ) ত্যাগী ও স্নেহশীল
৩০। ‘বাদশাজাদা’ শব্দটি কাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে?
ক) বাবর
খ) হুমায়ুন
গ) শাহজাহান
ঘ) আকবর
উত্তর: খ) হুমায়ুন
৩১। ‘শেলসম’ শব্দের অর্থ কী?
ক) তীক্ষ্ণ অস্ত্রের মতো
খ) কোমল
গ) গোলাপি
ঘ) ঝর্ণার শব্দ
উত্তর: ক) তীক্ষ্ণ অস্ত্রের মতো
৩২। ‘শঙ্কা’ শব্দের অর্থ কী?
ক) নির্ভরতা
খ) ভয়
গ) আনন্দ
ঘ) প্রার্থনা
উত্তর: খ) ভয়
৩৩। ‘অন্তরবি’ শব্দটি দিয়ে কী বোঝানো হয়েছে?
ক) হৃদয়ের ভাষা
খ) মেঘলা আকাশ
গ) অস্তগামী সূর্য
ঘ) প্রিয় মানুষ
উত্তর: গ) অস্তগামী সূর্য
৩৪। ‘দৃপ্ত’ শব্দটি এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) অহংকারী
খ) উদ্দীপিত
গ) সাহসী
ঘ) নির্লজ্জ
উত্তর: খ) উদ্দীপিত
৩৫। ‘সবচেয়ে যে শ্রেষ্ঠ ধন’ বলতে কী বোঝানো হয়েছে?
ক) পুত্র
খ) রাজ্য
গ) অর্থ
ঘ) নিজের জীবন
উত্তর: ঘ) নিজের জীবন
৩৬। ‘ধেয়ানে’ শব্দের অর্থ কী?
ক) কল্পনায়
খ) চিন্তায়
গ) ধ্যানে
ঘ) স্বপ্নে
উত্তর: গ) ধ্যানে
৩৭। ‘সুপ্তিমগ্ন’ শব্দের অর্থ কী?
ক) প্রার্থনায় মগ্ন
খ) ঘুমে অচেতন
গ) ব্যথায় কাতর
ঘ) শান্ত ও নিরব
উত্তর: খ) ঘুমে অচেতন
৩৮। ‘ফুকারি’ শব্দের অর্থ কী?
ক) কাঁদা
খ) হাসা
গ) চিৎকার করে ডাকা
ঘ) গুনগুন করা
উত্তর: গ) চিৎকার করে ডাকা
৩৯। ‘কবুল’ শব্দের অর্থ কী?
ক) প্রত্যাখ্যান
খ) মিথ্যা
গ) গৃহীত/স্বীকৃত
ঘ) ধ্বংস
উত্তর: গ) গৃহীত/স্বীকৃত
৪০। ‘তিমির রাতের তোরণে উষার পূর্বাভাস’ কথাটির রূপক অর্থ কী?
ক) রাজ্য পতন
খ) আনন্দের শেষে দুঃখ
গ) আঁধার কাটিয়ে নতুন আশার সূচনা
ঘ) পূর্ণিমার আগমন
উত্তর: গ) আঁধার কাটিয়ে নতুন আশার সূচনা
৪১। ‘প্রার্থনারত’ শব্দের অর্থ কী?
ক) মনোযোগহীন
খ) ঘুমন্ত
গ) কাতর
ঘ) দোয়ায় লিপ্ত
উত্তর: ঘ) দোয়ায় লিপ্ত
৪২। গোলাম মোস্তফা কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) খুলনা
খ) যশোর
গ) মাগুরা
ঘ) কুষ্টিয়া
উত্তর: খ) যশোর
৪৩। গোলাম মোস্তফার জন্মস্থান কোথায়?
ক) শৈলকুপা
খ) কেশবপুর
গ) বাঘারপাড়া
ঘ) মনোহরদী
উত্তর: ক) শৈলকুপা
৪৪। গোলাম মোস্তফা কোন কলেজ থেকে বি.এ. পাস করেন?
ক) প্রেসিডেন্সি কলেজ
খ) রিপন কলেজ
গ) সিটি কলেজ
ঘ) কারমাইকেল কলেজ
উত্তর: খ) রিপন কলেজ
৪৫। গোলাম মোস্তফা কর্মজীবনে কোন পেশায় নিযুক্ত ছিলেন?
ক) অধ্যাপক
খ) প্রধান শিক্ষক
গ) সাংবাদিক
ঘ) কবি
উত্তর: খ) প্রধান শিক্ষক
৪৬। নিচের কোনটি গোলাম মোস্তফার কাব্যগ্রন্থ?
ক) ভাঙ্গাবুক
খ) বুলবুলিস্তান
গ) বিশ্বনবী
ঘ) কালামে ইকবাল
উত্তর: খ) বুলবুলিস্তান
৪৭। ‘ভাঙ্গাবুক’ কোন ধরনের গ্রন্থ?
ক) কাব্য
খ) জীবনী
গ) উপন্যাস
ঘ) অনুবাদ
উত্তর: গ) উপন্যাস
৪৮। ‘বিশ্বনবী’ বইটি কোন ধরণের রচনা?
ক) উপন্যাস
খ) জীবনী
গ) কাব্য
ঘ) অনুবাদ
উত্তর: খ) জীবনী
৪৯। নিচের কোনটি অনূদিত গ্রন্থ নয়?
ক) কালামে ইকবাল
খ) আল কুরআন
গ) শিকওয়া ও জওয়াবে শিকওয়া
ঘ) রক্তরাগ
উত্তর: ঘ) রক্তরাগ
৫০। গোলাম মোস্তফা কবে মৃত্যুবরণ করেন?
ক) ১৯৬২
খ) ১৯৬৩
গ) ১৯৬৪
ঘ) ১৯৬৫
উত্তর: গ) ১৯৬৪
আরও পড়ুনঃ উমর ফারুক কবিতার MCQ প্রশ্ন উত্তর – বহুনির্বাচনি
Related Posts
- ঝরনার গান কবিতার ব্যাখ্যা, মূলভাব ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
- ফুলের বিবাহ গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর
- আমার দেশ কবিতার মূলভাব ও বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
- আত্মস্মৃতি গল্পের মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৯ম শ্রেণির বাংলা
- নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রশ্ন উত্তর ও MCQ – ৯ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি