কান্ডারী হুশিয়ার কবিতার মূলভাব ও প্রশ্ন উত্তর – ৯ম শ্রেণির বাংলা

‘কান্ডারী হুশিয়ার’ কবিতায় কাজী নজরুল ইসলাম পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার। ব্রিটিশ শাসনামলে পরাধীন ভারতবর্ষের অবস্থা জানিয়েছেন। এই পোস্টে কান্ডারী হুশিয়ার কবিতার মূলভাব ও প্রশ্ন উত্তর – ৯ম শ্রেণির বাংলা লিখে দিলাম।

Image with Link Descriptive Text

কান্ডারী হুশিয়ার কবিতার মূলভাব

“কান্ডারী হুশিয়ার” কবিতায় কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পরাধীন ভারতবর্ষে জাতীয় জীবনে চরম সংকটের সময় কবি মানুষকে স্বাধীনতার জন্য জাগাতে চেয়েছেন। ব্রিটিশদের শোষণ আর জাতির অভ্যন্তরীণ বিভেদ এ দেশবাসীর দুর্বলতাকে চরমে নিয়ে গিয়েছিল। নজরুল সেই বিভেদ ভুলে একতার ডাক দিয়েছেন এবং জাতির অধিকার ফিরিয়ে আনতে বলেছেন। তিনি হিন্দু-মুসলিম বিভেদ ভুলে দেশমাতৃকার মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইতিহাসের উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন কিভাবে স্বাধীনতার জন্য লড়াইয়ে বাঙালির রক্ত ঝরেছে। পলাশির প্রান্তর থেকে শুরু করে ফাঁসির মঞ্চে গিয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করার সাহসিকতার কথা তুলে ধরেছেন নজরুল। অতীতের সেই সংগ্রামী চেতনায় উজ্জীবিত হয়ে অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ে সকলকে এগিয়ে আসার অনুপ্রেরণা দিয়েছেন তিনি। কবি শেষমেষ জাতির এই সংকটময় মুহূর্তে দক্ষ নেতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে জাতিকে সতর্ক করেছেন, যেন তাঁরা মুক্তির জন্য প্রস্তুত থাকে।

কান্ডারী হুশিয়ার কবিতার প্রশ্ন উত্তর

১। “কান্ডারি হুঁশিয়ার’ কবিতায় কাদের ফাঁসি হয়েছে বলে বলা হয়েছে?
উত্তর: ভারতবর্ষের মুক্তিকামী সৈনিকদের।

২। ‘দুর্গম গিরি কান্তার-মরু’ বলতে কী বোঝায়?
উত্তর: স্বাধীনতা সংগ্রামের প্রতিকূল অবস্থা।

৩। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৯৯ সালে।

৪। ‘সান্ত্রী’ শব্দের অর্থ কী?
উত্তর: সৈনিক।

৫। ‘কান্ডারি হুঁশিয়ার’ কবিতায় সংগ্রামী পথে কাদেরকে এগিয়ে যেতে বলা হয়েছে?
উত্তর: হিন্দু-মুসলিম সকলকে।

৬। ‘কান্ডারি! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?’ – কে পথ ভুলবে বলে আশঙ্কা করা হয়েছে?
উত্তর: দেশনায়ক (কান্ডারি)।

৭। ‘অগ্নি-বীণা’ কার বিখ্যাত কাব্যগ্রন্থ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

৮। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ সালে।

৯। ‘কান্ডারি হুঁশিয়ার’ কবিতার কবির মতে, জাতি ডুবে মরছে কেন?
উত্তর: পরাধীনতার কারণে।

১০। ‘কান্ডারি হুঁশিয়ার’ কবিতাটি কতটি পর্বে বিভক্ত?
উত্তর: ছয়টি।

১১। “বিষের বাঁশী’, ‘ভাঙার গান’, ‘সাম্যবাদী’ কার রচিত কাব্যগ্রন্থ?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

১২। ‘কিশলয়ের জন্ম মৃত্যু’ গল্পে উল্লিখিত কিশলয়ের ধারে কে থাকে?
উত্তর: আলো।

১৩। ‘কান্ডারি হুঁশিয়ার’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উত্তর: ‘সর্বহারা’।

১৪। ‘খঞ্জর’ অর্থ কী?
উত্তর: এক প্রকার ছোরা, যার দুই দিকেই ধার।

১৫। ‘কান্ডারি হুঁশিয়ার’ কবিতায় ভারতবর্ষে কীসের বিভেদ ও দাঙ্গা চলার কথা বলা হয়েছে?
উত্তর: জাতি বিভেদ ও সাম্প্রদায়িক দাঙ্গা।

১৬। কাজী নজরুল ইসলাম রচিত একটি গল্পগ্রন্থের নাম লেখ।
উত্তর: ‘শিউলিমালা’।

১৭। ‘বাঁধন-হারা’, ‘মৃত্যুক্ষুধা’,’ কুহেলিকা’ উপন্যাস কে রচনা করেছেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

১৮। ‘কান্ডারি হুঁশিয়ার’ কবিতাটি কতটি চরণ রয়েছে?
উত্তর: ২৬টি।

১৯। কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধগ্রন্থের নাম লেখ।
উত্তর: ‘যুগবাণী’।

২০। কে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

২১। ‘কান্ডারি হুঁশিয়ার’ কবিতায় কোন যুদ্ধের কথা বর্ণিত আছে?
উত্তর: পলাশি যুদ্ধের।

২২। “কান্ডারি হুঁশিয়ার’ কবিতাটি কে রচনা করেছেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

২৩। ‘লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে’- ‘নিশীথ’ শব্দের অর্থ কী?
উত্তর: গভীর রাত্রি।

২৪। কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর: অগ্নি-বীণা।

২৫। ‘অগ্নি-বীণা’ কাব্যগ্রন্থের মূল বিষয় কী?
উত্তর: বিদ্রোহ ও সংগ্রাম।

২৬। কাজী নজরুল ইসলাম কোন বছর মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৯৭৬ সালে।

২৭। কাজী নজরুল ইসলাম রচিত কোন বইয়ের মূল বিষয় সাম্যবাদ?
উত্তর: বিষের বাঁশী।

২৮। কোন কবিতায় দেশনায়কের প্রতি আহ্বান করা হয়েছে?
উত্তর: কান্ডারি হুঁশিয়ার।

আরও পড়ুনঃ জন্মভূমি কবিতার মূলভাব ও প্রশ্ন উত্তর

Related Posts

Leave a Comment