নজরুল ইসলামের ‘উমর ফারুক’ কবিতার প্রতিটি চরণেই ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর (রা.)-এর মহত্ব, চারিত্রিক দৃঢ়তা, ন্যায়ের প্রতি অটলতা এবং সাধারণ মানুষের প্রতি তার অপার মমতার ছবি তুলে ধরা হয়েছে। এই পোস্টে উমর ফারুক কবিতার MCQ প্রশ্ন উত্তর – বহুনির্বাচনি লিখে দিলাম।
Table of Contents
উমর ফারুক কবিতার mcq
সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
১। ‘তিমির রাত্রি’ কবিতাংশে কোন প্রাকৃতিক দৃশ্যের কথা বলা হয়েছে?
ক) ভোরবেলা
খ) অন্ধকার রাত্রি
গ) বৃষ্টির দিন
ঘ) সূর্যাস্তের সময়
উত্তর: খ) অন্ধকার রাত্রি
২। ‘আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন’ – এই বাক্যে কী বোঝানো হয়েছে?
ক) মুয়াজ্জিন আজান দিতে ভুলে গেছেন
খ) আজানের সঠিক ধ্বনি নেই
গ) মুয়াজ্জিন জানে না আজানের ইতিহাস
ঘ) মুয়াজ্জিন অসুস্থ
উত্তর: গ) মুয়াজ্জিন জানে না আজানের ইতিহাস
৩। ‘তকবির’ শব্দের অর্থ কী?
ক) নামাজ
খ) পবিত্রতা
গ) আল্লাহু আকবার বলা
ঘ) দোয়া
উত্তর: গ) আল্লাহু আকবার বলা
৪। ‘গগনে মরুর শশী’ বলতে বোঝানো হয়েছে –
ক) সূর্য
খ) তারা
গ) চাঁদ
ঘ) ধূমকেতু
উত্তর: গ) চাঁদ
৫। ‘ইসলাম-রবি’ বলতে ইসলামকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক) চাঁদের
খ) আলো
গ) তারকার
ঘ) সূর্যের
উত্তর: ঘ) সূর্যের
৬। ‘শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে এ জগতের’ – এখানে কার শাসনের কথা বলা হয়েছে?
ক) মুহাম্মদ (সঃ)
খ) আবু বকর (রা)
গ) উমর ফারুক (রা)
ঘ) ওসমান (রা)
উত্তর: গ) উমর ফারুক (রা)
৭। ‘ফিরদৌস’ শব্দের অর্থ কী?
ক) স্বর্গ
খ) নরক
গ) রাজপ্রাসাদ
ঘ) উম্মে হাবিবা
উত্তর: ক) স্বর্গ
৮। ‘লোহিত-সাগরে লালে-লাল হয়ে মরি’ – এখানে কী বোঝানো হয়েছে?
ক) সাহসিকতা
খ) রক্তে ভেজা যুদ্ধ
গ) সূর্যাস্ত
ঘ) বিজয় উৎসব
উত্তর: খ) রক্তে ভেজা যুদ্ধ
৯। ‘পরশ-মানিক’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে –
ক) এক ধরনের পাথর
খ) যাদুকরী বস্তু
গ) ইসলামের প্রভাব
ঘ) অলঙ্কার
উত্তর: গ) ইসলামের প্রভাব
১০। ‘উমর ফারুক’ কবিতার রচয়িতা কে?
ক) সুকান্ত ভট্টাচার্য
খ) কাজী নজরুল ইসলাম
গ) আলাউদ্দীন আল আজাদ
ঘ) গোলাম মোস্তফা
উত্তর: খ) কাজী নজরুল ইসলাম
১১। ‘ফারুক’ শব্দের অর্থ কী?
ক) আলো
খ) বিশ্বাসী
গ) সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণায়ক
ঘ) যোদ্ধা
উত্তর: গ) সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণায়ক
১২। হজরত উমরের খেলাফতের সময়কাল কত?
ক) ১০ বছর
খ) ১৫ বছর
গ) ১২ বছর
ঘ) ৮ বছর
উত্তর: ক) ১০ বছর
১৩। কবিতায় উমর ফারুকের প্রধান গুণ কী ছিল?
ক) ধন-সম্পদ
খ) কবিত্ব
গ) ন্যায়বিচার
ঘ) শক্তি
উত্তর: গ) ন্যায়বিচার
১৪। ‘কাঁদিছে নিরাশ এ ধরণী’ – এই বাক্যে ধরণীর অনুভূতি কী?
ক) আনন্দ
খ) উৎসব
গ) দুঃখ
ঘ) নিরাসক্তি
উত্তর: গ) দুঃখ
১৫। ‘সাইমুম’ শব্দের অর্থ কী?
ক) প্রশান্ত হাওয়া
খ) উষ্ণ মরুপ্রবাহ
গ) ঠান্ডা বাতাস
ঘ) ঝড়ো বৃষ্টি
উত্তর: খ) উষ্ণ মরুপ্রবাহ
১৬। কবিতায় ‘রক্তস্নাত তরবারি’ কার অস্ত্র বোঝানো হয়েছে?
ক) হযরত আলী
খ) হযরত ওমর
গ) হযরত খালেদ
ঘ) হযরত উমর ফারুক
উত্তর: ঘ) হযরত উমর ফারুক
১৭। ‘রৌদ্র-ঝলমল দিন’ কোন বিষয়ের প্রতীক?
ক) স্বাধীনতা
খ) কঠোরতা
গ) ইসলামি জয়
ঘ) দুঃখ
উত্তর: গ) ইসলামি জয়
১৮। ‘মশক’ শব্দের অর্থ কী?
ক) কাঠের পাত্র
খ) চামড়ার পানি বহনের থলে
গ) ধাতুর বাটি
ঘ) ঢাক
উত্তর: খ) চামড়ার পানি বহনের থলে
১৯। ‘ফিরদৌস কাঁপে তার পায়ে’ – এর মাধ্যমে কী বোঝানো হয়েছে?
ক) দোযখের কষ্ট
খ) স্বর্গও তার প্রতি শ্রদ্ধানত
গ) আতঙ্ক
ঘ) অলীক কল্পনা
উত্তর: খ) স্বর্গও তার প্রতি শ্রদ্ধানত
২০। কবিতায় উমর ফারুক কেমন শাসক হিসেবে চিত্রিত?
ক) দয়ালু
খ) হিংস্র
গ) ন্যায়পরায়ণ ও কঠোর
ঘ) অলস
উত্তর: গ) ন্যায়পরায়ণ ও কঠোর
২১। ‘গর্জে উঠে অরুণ ইসলাম-রবি’ – এই পঙক্তির রবি কী বোঝায়?
ক) চাঁদ
খ) তারকা
গ) আলো
ঘ) সূর্য
উত্তর: ঘ) সূর্য
২২। ‘লৌহ-হস্তে কর কাঁপনে ধরনী’ – এই বাক্যে কী বোঝানো হয়েছে?
ক) শান্তিপূর্ণ শাসন
খ) নারীর শক্তি
গ) কঠোর হস্তে শাসন
ঘ) প্রাকৃতিক দুর্যোগ
উত্তর: গ) কঠোর হস্তে শাসন
২৩। ‘শুধু আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন’ – এই বাক্যে অবক্ষয় বোঝানো হয়েছে কোন ক্ষেত্রে?
ক) রাজনীতি
খ) ধর্মচর্চা
গ) যুদ্ধ
ঘ) শিক্ষা
উত্তর: খ) ধর্মচর্চা
২৪। উমর ফারুকের সময়ে ইসলামের কী অবস্থা ছিল?
ক) দুর্বল
খ) বিপন্ন
গ) জয়ময় ও সুগঠিত
ঘ) নিঃশেষ
উত্তর: গ) জয়ময় ও সুগঠিত
২৫। ‘সত্যের খড়্গ হতে কাঁপে অবিচার’ – এখানে খড়গ কিসের প্রতীক ?
ক) যুদ্ধ
খ) শক্তি
গ) ধর্ম
ঘ) ন্যায়
উত্তর: ঘ) ন্যায়
২৬। কবিতায় ইসলামকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক) শস্য
খ) বিজয়-রথ
গ) রবি
ঘ) ঝড়
উত্তর: গ) রবি
২৭। ‘তোমার স্মৃতি যে আযানের ধ্বনি জানে না মুয়াজ্জিন’—এই পঙক্তির মূল অর্থ কী?
ক) মুয়াজ্জিন আজান দিতে জানে না
খ) উমরের স্মৃতি বিস্মৃত হয়েছে
গ) আজানের ইতিহাস সম্পর্কে অনেক মুয়াজ্জিন অজ্ঞ
ঘ) মুয়াজ্জিনরা উচ্চস্বরে আজান দিত
উত্তর: গ) আজানের ইতিহাস সম্পর্কে অনেক মুয়াজ্জিন অজ্ঞ
২৮। ‘তকবির’ বলতে কী বোঝায়?
ক) যুদ্ধের নাম
খ) প্রশংসা কবিতা
গ) ‘আল্লাহ’ ধ্বনি
ঘ) আজানের শেষ শব্দ
উত্তর: গ) ‘আল্লাহ’ ধ্বনি
২৯। ‘রক্তস্নাত পথ’ কী বোঝায়?
ক) ফুলের বিছানা
খ) সংগ্রামের পথ
গ) ভালোবাসা
ঘ) ভ্রমণ
উত্তর: খ) সংগ্রামের পথ
৩০। ‘নান্দী’ শব্দের অর্থ কী?
ক) শেষ পাঠ
খ) নাটকের কাহিনি
গ) কাব্যের নায়ক
ঘ) কাব্য বা নাটকের শুরুতে প্রশস্তি পাঠ
উত্তর: ঘ) কাব্য বা নাটকের শুরুতে প্রশস্তি পাঠ
৩১। ‘দোরী’ শব্দের অর্থ কী?
ক) চাবুক
খ) বালা
গ) ছাতা
ঘ) লাঠি
উত্তর: ক) চাবুক
৩২। হজরত উমরের পুত্রের নাম কী ছিল?
ক) আবু বকর
খ) আবু শাহমা
গ) উসমান
ঘ) জুবায়ের
উত্তর: খ) আবু শাহমা
৩৩। হজরত উমরের বেত্রাঘাতে কার মৃত্যু হয়?
ক) একজন দাসের
খ) কোরেশ নেতার
গ) আবু শাহমার
ঘ) মুয়াজ্জিনের
উত্তর: গ) আবু শাহমার
৩৪। উমর ফারুক কবিতাটি কোন ধরনের রচনা?
ক) হাস্যরসাত্মক
খ) প্রার্থনামূলক
গ) ধর্মীয়-ঐতিহাসিক
ঘ) প্রাকৃতিক
উত্তর: গ) ধর্মীয়-ঐতিহাসিক
৩৫। ‘তখত’ শব্দের অর্থ কী?
ক) কাঠের টুল
খ) সিংহাসন
গ) যুদ্ধের মঞ্চ
ঘ) খাট
উত্তর: খ) সিংহাসন
৩৬। ‘পিরান’ শব্দের অর্থ কী?
ক) পাগড়ি
খ) ছাতা
গ) জামা
ঘ) দড়ি
উত্তর: গ) জামা
৩৭। ‘শমসের’ বলতে কী বোঝায়?
ক) ঢাল
খ) তরবারি
গ) বন্দুক
ঘ) তীর
উত্তর: খ) তরবারি
৩৮। ‘আখেরি’ শব্দের অর্থ কী?
ক) ভবিষ্যৎ
খ) আরম্ভ
গ) শেষ
ঘ) মধ্য
উত্তর: গ) শেষ
৩৯। উমর ফারুক কবিতার পটভূমি কোন যুগের?
ক) মধ্যযুগ
খ) আধুনিক যুগ
গ) খিলাফত যুগ
ঘ) উপনিবেশিক যুগ
উত্তর: গ) খিলাফত যুগ
৪০। ইসলাম ধর্ম গ্রহণের আগে হজরত উমর কোন বংশের ছিলেন?
ক) হাশেম
খ) কোরেশ
গ) উমাইয়া
ঘ) আব্বাসি
উত্তর: খ) কোরেশ
৪১। হজরত উমর ইসলাম গ্রহণ করার পর কী পরিবর্তন আসে?
ক) মুসলিমরা যুদ্ধ করতে পারে
খ) কোরআন প্রচার সহজ হয়
গ) আজান প্রকাশ্যে দেওয়া শুরু হয়
ঘ) ইসলামে বিয়ে নিয়মিত হয়
উত্তর: গ) আজান প্রকাশ্যে দেওয়া শুরু হয়
৪২। ‘পরশমণি’ শব্দের অর্থ কী?
ক) সোনার গয়না
খ) রত্ন
গ) যার ছোঁয়ায় লোহাও সোনা হয়
ঘ) চুম্বক
উত্তর: গ) যার ছোঁয়ায় লোহাও সোনা হয়
৪৩। ‘পেরেশান’ শব্দের অর্থ কী?
ক) দুঃখিত
খ) ক্লান্ত ও বিপর্যস্ত
গ) অসুস্থ
ঘ) আশাহত
উত্তর: খ) ক্লান্ত ও বিপর্যস্ত
৪৪। জেরুজালেম শহরটি কোন দেশে অবস্থিত?
ক) সৌদি আরব
খ) ইরাক
গ) ফিলিস্তিন
ঘ) সিরিয়া
উত্তর: গ) ফিলিস্তিন
৪৫। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?
ক) আসানসোল
খ) চুরুলিয়া
গ) ত্রিশাল
ঘ) বর্ধমান
উত্তর: খ) চুরুলিয়া
৪৬। নজরুলের জন্ম সাল কত?
ক) ১৮৮৯
খ) ১৯০০
গ) ১৮৯৯
ঘ) ১৯০১
উত্তর: গ) ১৮৯৯
৪৭। নজরুল ইসলামের ছেলেবেলায় কোন সংগীত দলে ছিল—
ক) বাউল দল
খ) যাত্রাদল
গ) লেটো গান
ঘ) খেয়াল দল
উত্তর: গ) লেটো গান
৪৮। নজরুল কোন বিদ্যালয়ে লেখাপড়া করেন?
ক) রাজশাহী কলেজ
খ) দরিরামপুর হাই স্কুল
গ) আলিয়া মাদ্রাসা
ঘ) নটরডেম কলেজ
উত্তর: খ) দরিরামপুর হাই স্কুল
৪৯। নজরুল কোন সালে সেনাবাহিনীতে যোগ দেন?
ক) ১৯১৯
খ) ১৯১৫
গ) ১৯১৭
ঘ) ১৯২১
উত্তর: গ) ১৯১৭
৫০। নজরুল কোন শহরে সেনা জীবনের সময় সাহিত্যচর্চা শুরু করেন?
ক) ঢাকা
খ) কলকাতা
গ) করাচি
ঘ) আগ্রা
উত্তর: গ) করাচি
৫১। নজরুল কত বছর বয়সে বাকশক্তি হারান?
ক) ৫০ বছর
খ) ৪৩ বছর
গ) ৬০ বছর
ঘ) ৩৭ বছর
উত্তর: খ) ৪৩ বছর
৫২। কাজী নজরুল ইসলামের উপাধি কী?
ক) জাতীয় কবি
খ) মুক্তিযুদ্ধের কবি
গ) ভাষার কবি
ঘ) বিদ্রোহী কবি
উত্তর: ঘ) বিদ্রোহী কবি
৫৩। ‘উমর ফারুক’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?
ক) অগ্নিবীণা
খ) চক্রবাক
গ) জিঞ্জীর
ঘ) প্রলয়শিখা
উত্তর: গ) জিঞ্জীর
৫৪। নজরুলের রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক) অগ্নিবীণা
খ) বিষের বাঁশি
গ) চক্রবাক
ঘ) প্রলয়শিখা
উত্তর: ক) অগ্নিবীণা
৫৫। নিচের কোনটি নজরুলের উপন্যাস নয়?
ক) ব্যথার দান
খ) মৃত্যুক্ষুধা
গ) কুহেলিকা
ঘ) যুগবাণী
উত্তর: ঘ) যুগবাণী (এটি প্রবন্ধ)
৫৬। নজরুলকে ঢাকায় আনার পর কোন দেশের নাগরিকত্ব প্রদান করা হয়?
ক) পাকিস্তানের
খ) ভারতের
গ) বাংলাদেশর
ঘ) পশ্চিমবঙ্গের
উত্তর: গ) বাংলাদেশের
৫৭। ‘জাতীয় কবি’ উপাধিতে ভূষিত করা হয়—
ক) রবীন্দ্রনাথ ঠাকুরকে
খ) কাজী নজরুল ইসলামকে
গ) জীবনানন্দ দাশকে
ঘ) সুকান্ত ভট্টাচার্যকে
উত্তর: খ) কাজী নজরুল ইসলামকে
৫৮। নিচের কোনটি নজরুলের প্রবন্ধগ্রন্থ?
ক) শিউলিমালা
খ) দুর্দিনের যাত্রী
গ) কুহেলিকা
ঘ) বিষের বাঁশি
উত্তর: খ) দুর্দিনের যাত্রী
৫৯। নজরুলের মৃত্যু ঘটে—
ক) কলকাতায়
খ) চুরুলিয়ায়
গ) বর্ধমানে
ঘ) ঢাকায়
উত্তর: ঘ) ঢাকায়
৬০। নজরুলকে কোথায় সমাহিত করা হয়?
ক) মিরপুর
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণ
গ) সাভার স্মৃতিসৌধে
ঘ) বঙ্গবন্ধু ভবনের পাশে
উত্তর: খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণ
৬১। নজরুলের নিচের কোন কবিতাগ্রন্থটি নয়?
ক) প্রলয়শিখা
খ) চক্রবাক
গ) কুহেলিকা
ঘ) অগ্নিবীণা
উত্তর: গ) কুহেলিকা (এটি উপন্যাস)
৬২। ‘ফারুক’ শব্দের অর্থ কী?
ক) ধর্মপ্রচারক
খ) সত্য ও মিথ্যার পার্থক্যকারী
গ) নির্ভীক যোদ্ধা
ঘ) মুয়াজ্জিন
উত্তর: খ) সত্য ও মিথ্যার পার্থক্যকারী
৬৩। কাজী নজরুল ইসলাম কোন ধরনের গান রচনা করে খ্যাতি অর্জন করেন?
ক) ভাওয়াইয়া
খ) গজল
গ) লোকগান
ঘ) বাউল
উত্তর: খ) গজল
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
৬৪. ‘উমর ফারুক’ কবিতায় ফুটে উঠেছে-
i. হজরত উমর ফারুক (রা)-এর ন্যায়বিচার
ii. হজরত উমর ফারুক (রা)-এর জীবনাদর্শ
iii. হজরত উমর ফারুক (রা)-এর সাম্যবাদী দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৬৫. আজানকে তুলনা করা হয়েছে-
i. কোকিলের গানের সঙ্গে
ii. পাপিয়ার ডাকের সঙ্গে
iii. চকোরীর গানের সঙ্গে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
৬৬. ‘উমর ফারুক’ কবিতায় কবি তুলে ধরেছেন উমরের-
i. চারিত্রিক মাধুর্য
ii. জীবনালেখ্য
iii. শাসনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৬৭. কবি কাজী নজরুল ইসলামের কবিতায় প্রকাশ পায়-
i. সামাজিক অবিচারের বিরুদ্ধে সোচ্চার
ii. মুক্তি আন্দোলনে সোচ্চার
iii. পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৬৮. ‘উমর ফারুক’ কবিতায় কবি তুলে ধরেছেন উমরের-
i. শৈশব
ii. জনসেবা
iii. শাসনব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
৬৯. ‘উমর ফারুক’ কবিতায় হজরত উমর (রা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে পাওয়া যায়-
i. মানবতাবাদ, অহংকার
ii. নির্ভীকতা, কোমলতা
iii. সাম্যবাদী আদর্শ, ন্যায়পরায়ণতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
আরও পড়ুনঃ জীবন বিনিময় কবিতার MCQ প্রশ্ন উত্তর – বহুনির্বাচনি