আমার বাড়ি কবিতার মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৬ষ্ঠ শ্রেণির বাংলা

“আমার বাড়ি” কবিতাটি পল্লিকবি জসীমউদ্দীনের একটি জনপ্রিয় কবিতা, যা তার পল্লীজীবন এবং প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করে। এখানে আমার বাড়ি কবিতার মূলভাব ও বার্ষিক পরীক্ষার নিয়মে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং বহুনির্বাচনি প্রশ্ন দেয়া হল।

Image with Link Descriptive Text

আমার বাড়ি কবিতার মূলভাব

“আমার বাড়ি’ কবিতায় প্রিয়জনকে কবির নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ জানাচ্ছেন। বন্ধু যদি কবির বাড়িতে বেড়াতে যায় তাহলে বন্ধুকে নানা যত্ন ও আদর-সমাদর করবেন। কবি তাকে শালিধানের চিঁড়ে, বিন্নিধানের খই, বাড়ির গাছের কবরি কলা এবং গামছা-বাঁধা দই দিয়ে আপ্যায়ন করাবেন। প্রকৃতির সান্নিধ্যে তেমন করে অতিথির প্রাণ জুড়াবেন তারও বর্ণনা দিয়েছেন কবি। এছাড়া কবি বন্ধুকে নিজ বাড়ির পথও বাতলে দিয়েছেন। কোন পথে তার বাড়ি যেতে হবে, কীভাবে বাড়ি চিনতে হবে। কবিতায় প্রিয়জনের প্রতি ভালোবাসার মনোভাব ও বাঙালি জীবনের সৌজন্যও ফুটে উঠেছে।

আমার বাড়ি কবিতার প্রশ্ন উত্তর (সংক্ষিপ্ত)

১। জসীমউদ্দীন কী নামে পরিচিত?
উত্তর: জসীমউদ্দীন পল্লিকবি নামে পরিচিত।

২। জসীমউদ্দীন কী বিষয় নিয়ে অনেক কবিতা লিখেছেন?
উত্তর: জসীমউদ্দীন পল্লির জীবন ও প্রকৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন।

৩। কবি বন্ধুকে সারারাত কী দিয়ে বাতাস করবেন?
উত্তর: কবি বন্ধুকে সারারাত গাছের শাখা দুলিয়ে বাতাস করবেন।

৪। কবি তাঁর বাড়িতে তোমর গেলে কোথায় বসতে দেবেন?
উত্তর: কবি তাঁর বাড়িতে তোমর গেলে পিঁড়িতে বসতে দেবেন।

৫। কবি তোমরকে কী দ্বারা জলপান করাতে চান?
উত্তর: কবি তোমরকে তাঁর বাড়ি গেলে শালি ধানের চিড়ে, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরি কলা এবং গামছা বাঁধা দই দিয়ে জলপান করাতে চান।

৬। কবির বাড়ির দিঘিটি কেমন এবং সেখানে কী ভেসে বেড়ায়?
উত্তর: কবির বাড়ির দিঘিটি কাজল কালো এবং কাজল জলে হাঁসগুলো ভেসে বেড়ায়।

৭। কবির বন্ধু কী শব্দ শুনে সকালবেলা ঘুম থেকে জাগবে বলে কবির প্রত্যাশা?
উত্তর: কবির বন্ধু গাই দোহনের শব্দ শুনে সকালবেলা ঘুম থেকে জাগবে বলে কবির প্রত্যাশা।

৮। কবি তাঁর বন্ধুকে কোথায় এবং কীসের মাঝে শোয়াতে চান?
উত্তর: কবি তাঁর বন্ধুকে আম কাঁঠালের বনের ধারে গাছের ছায়ায় আঁচল পেতে শোয়াতে চান।

৯। কবি বন্ধুকে নিয়ে সারাদিন কীভাবে কাটিয়ে দেবেন?
উত্তর: কবি বন্ধুকে নিয়ে সারাদিন খেলা করে কাটিয়ে দেবেন।

১০। ‘হাসু’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: ‘হাসু’ কাব্যগ্রন্থটির রচয়িতা পল্লিকবি জসীমউদ্দীন।

১১। ‘আমার বাড়ি’ কবিতাটি কে লিখেছেন?
উত্তর: ‘আমার বাড়ি’ কবিতাটি লিখেছেন পল্লিকবি জসীমউদ্দীন।

১২। কবি তাঁর বাড়ি যাওয়ার জন্য কাকে আমন্ত্রণ জানিয়েছেন?
উত্তর: কবি তাঁর বাড়ি যাওয়ার জন্য তোমরূপী বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন।

১৩। কবি কী ধানের চিড়ে এবং কী ধানের খই দিয়ে অতিথি আপ্যায়ন করাতে চান?
উত্তর: কবি শালি ধানের চিড়ে এবং বিন্নি ধানের খই দিয়ে অতিথি আপ্যায়ন করাতে চান।

১৪। কবি তাঁর বাড়িতে তোমর গেলে কোথায় বসতে দেবেন?
উত্তর: কবি তাঁর বাড়িতে তোমর গেলে পিঁড়িতে বসতে দেবেন।

১৫। কবির বাড়ি যেতে হলে কোথায় রথ থামাতে হবে?
উত্তর: কবির বাড়িতে যাওয়ার জন্য সোজা পথে যেতে যেতে যেখানে মৌরি ফুলের গন্ধ পাওয়া যাবে, সেইখানে রথ থামাতে হবে।

১৬। ‘কবরি’ কী?
উত্তর: একপ্রকার দেশি জাতের কলা।

১৭। গাই দোহন বলতে কী বোঝায়?
উত্তর: গাই দোহন বলতে গোরুর দুধ দোয়ানোকে বোঝায়।

১৮। যে দিঘির পানি দেখতে কালো মনে হয় তাকে কী দিঘি বলে?
উত্তর: যে দিঘির পানি দেখতে কালো মনে হয় তাকে কাজলা দিঘি বলে।

১৯। জলপান অর্থ কী?
উত্তর: জলপান অর্থ হচ্ছে হালকা নাশতা।

২০। কাঠের তৈরি ছোটো ও নিচু আসনকে কী বলে?
উত্তর: কাঠের তৈরি ছোটো ও নিচু আসনকে পিঁড়ে বলে।

২১। ‘রথ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘রথ’ শব্দের অর্থ হলো এক ধরনের বাহন।

আমার বাড়ি কবিতার বহুনির্বাচনি প্রশ্ন (MCQ)

১। জসীমউদ্‌দীন কী নামে পরিচিত?
(ক) নাগরিক কবি
(খ) পল্লিকবি
(গ) গ্রামীণ কবি
(ঘ) আধুনিক কবি
উত্তর: (খ) পল্লিকবি

২। ‘আমার বাড়ি’ কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
(ক) রাখালি
(খ) দুই পয়সার বাশি
(গ) সোজন বাদিয়ার ঘাট
(ঘ) হাসু
উত্তর: (গ) সোজন বাদিয়ার ঘাট

৩। ‘আমার বাড়ি’ কবিতাটির রচয়িতা কে?
(ক) শামসুর রাহমান
(খ) সুকুমার রায়
(গ) হাসু
(ঘ) জসীমউদ্দীন
উত্তর: (ঘ) জসীমউদ্দীন

৪। কবি বন্ধুকে কোথায় বসতে দেবেন?
(ক) চেয়ারে
(খ) খাটে
(গ) পিঁড়িতে
(ঘ) জলচৌকিতে
উত্তর: (গ) পিঁড়িতে

৫। কবি বন্ধুকে জলপান করাতে কোন ধানের চিড়ে দেবেন?
(ক) বিনি
(খ) শালি
(গ) বাসমতি
(ঘ) ইরি
উত্তর: (খ) শালি

৬। কবি বন্ধুকে বাড়ির গাছের কবরি কলার সাথে আর কী দেবেন?
(ক) আতপ ভাত
(খ) পোলাও
(গ) গামছা বাঁধা দই
(ঘ) মিষ্টি
উত্তর: (গ) গামছা বাঁধা দই

৭। কবি তাঁর বন্ধুকে কোন বনের ধারে শুইতে দেবেন?
(ক) হিজল
(খ) আম-কাঁঠাল
(গ) তমাল
(ঘ) ডালিম
উত্তর: (খ) আম-কাঁঠাল

৮। কবি তাঁর বন্ধুকে কীভাবে সারারাত বাতাস করবেন?
(ক) হাত পাখা নিয়ে
(খ) তাল পাতার পাখা দিয়ে
(গ) গাছের শাখা দুলিয়ে
(ঘ) গামছা দিয়ে
উত্তর: (গ) গাছের শাখা দুলিয়ে

৯। ‘আমার বাড়ি’ কবিতা মতে গাই দোহনের শব্দের সঙ্গে কোন সময়টি প্রযোজ্য?
(ক) সকালবেলা
(খ) দুপুরবেলা
(গ) বিকালবেলা
(ঘ) সন্ধ্যাবেলা
উত্তর: (ক) সকালবেলা

১০। কবি তাঁর বন্ধুকে নিয়ে সারাদিন কীভাবে কাটিয়ে দিবেন?
(ক) গ্রামের প্রকৃতি দেখে দেখে
(খ) খেলা করে
(গ) বিভিন্ন খাবার পেয়ে
(ঘ) পুকুর পাড়ে বসে বসে
উত্তর: (খ) খেলা করে

১১। কাজল কালো দিঘিতে কী ভেসে বেড়ায়?
(ক) কচুরিপানা
(খ) শ্যাওলা
(গ) হাঁস
(ঘ) পানকৌড়ি
উত্তর: (গ) হাঁস

১২। কবির বাড়িতে যাওয়ার জন্য পথটি কেমন?
(ক) আঁকাবাঁকা
(খ) বরাবর সোজা
(গ) উঁচুনিচু
(ঘ) ফেঞ্চালনয়
উত্তর: (গ) উঁচুনিচু

১৩। কবি তাঁর বন্ধুকে কোন ফুলের গন্ধ পেয়ে গাড়ি থামাতে বলেছেন?
(ক) ডালিম
(খ) কদম
(গ) মৌরি
(ঘ) হিজল
উত্তর: (গ) মৌরি

১৪। কাঠের তৈরি ছোটো ও নিচু আসনকে বলে—
(ক) চৌকি
(খ) মোড়া
(গ) পিঁড়ে
(ঘ) খাট
উত্তর: (গ) পিঁড়ে

১৫। নিচের কোনটি ‘ভোমর’ শব্দের প্রতিশব্দ?
(ক) ভ্রমর
(খ) মৌমাছি
(গ) রেশম পোকা
(ঘ) ভিমরুল
উত্তর: (ক) ভ্রমর

১৬। ‘বিন্নি’ কী?
(ক) এক প্রকার খই
(খ) এক প্রকার চাল
(গ) এক প্রকার ধান
(ঘ) জলপান করা
উত্তর: (গ) এক প্রকার ধান

১৭। ‘জলপান’কে কী বলা হয়?
(ক) হালকা নাশতা
(খ) জলকে পান
(গ) জলের খাবার
(ঘ) রেশম পোকা
উত্তর: (ক) হালকা নাশতা

আরও পড়ুনঃ আমি সাগর পাড়ি দেবো কবিতার মূলভাব ও প্রশ্ন উত্তর

আরও পড়ুনঃ বাঁচতে দাও কবিতার মূলভাব, প্রশ্ন ও বহুনির্বাচনি – ৬ষ্ঠ শ্রেণির বাংলা

Related Posts

3 thoughts on “আমার বাড়ি কবিতার মূলভাব, প্রশ্ন উত্তর ও বহুনির্বাচনি – ৬ষ্ঠ শ্রেণির বাংলা”

Leave a Comment